ইংরেজি ভাষার শব্দ নয় কোনটি?
A
ফ্ল্যাগশিপ
B
ফ্যাসিস্ট
C
ফ্লাইওভার
D
ফ্যাক্ট্রি
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় বিভিন্ন বিদেশি ভাষা থেকে অনেক শব্দ গ্রহণ করা হয়েছে। নিচে কয়েকটি শব্দের উৎস, পদপ্রকৃতি ও অর্থ দেওয়া হলো।
-
ফ্যাসিস্ট (বিশেষণ পদ)
-
উৎস: ইতালিয়ান ভাষা
-
অর্থ: স্বৈরশাসক
-
ইংরেজি শব্দ: Fascist
-
-
ফ্ল্যাগশিপ (বিশেষ্য পদ)
-
উৎস: ইংরেজি ভাষা
-
অর্থ: নৌবাহিনীর অ্যাডমিরাল বা অধিনায়ককে বহনকারী নির্দিষ্ট নৌযান
-
ইংরেজি শব্দ: flagship
-
-
ফ্লাইওভার (বিশেষ্য পদ)
-
উৎস: ইংরেজি ভাষা
-
অর্থ: অন্য কোনো সড়ক বা রেলপথ অতিক্রমের জন্য তার ওপর দিয়ে উঁচু করে নির্মিত উড়াল সড়ক বা উড়ালসেতু
-
ইংরেজি শব্দ: flyover
-
-
ফ্যাক্ট্রি (বিশেষ্য পদ)
-
উৎস: ইংরেজি ভাষা
-
অর্থ: কাঁচামাল প্রক্রিয়াজাত করার কারখানা
-
ইংরেজি শব্দ: factory
-

0
Updated: 14 hours ago
'তাপন' শব্দের অর্থ কী?
Created: 3 weeks ago
A
কোমর
B
আংটা
C
তাপ উৎপাদন
D
কৃত
শব্দের অর্থ
শব্দ | অর্থ |
---|---|
তাপন | তাপ উৎপাদন |
কটি | কোমর |
করা | কৃত |
কড়া | আংটা |
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)

0
Updated: 3 weeks ago
জাপানি ভাষা থেকে আগত শব্দ কোনটি?
Created: 3 weeks ago
A
বুর্জোয়া
B
ক্যারাটে
C
হারিকেন
D
ক্যাসেট
ক্যারাটে (বিশেষ্য পদ)
সংজ্ঞা
ক্যারাটে হলো খালি হাতে লড়াইয়ের জাপানি কৌশলবিশেষ।
ভাষাগত উৎস
-
জাপানি ভাষা থেকে আগত।
-
জাপানি ভাষার অনুরূপ কিছু শব্দ: রিকশা, জুডো।
অন্যান্য বিদেশী শব্দ উদাহরণ
-
হারিকেন – স্প্যানিশ ভাষা থেকে।
-
বুর্জোয়া, ক্যাসেট – ফরাসি ভাষা থেকে।
সূত্র: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 3 weeks ago
'গান দিয়ে মনটাকে আনন্দে ভরিয়ে রাখতো সে।' বাক্যটিতে 'দিয়ে' হলো-
Created: 1 week ago
A
উপসর্গ
B
প্রত্যয়
C
ধাতু
D
অনুসর্গ

0
Updated: 1 week ago