'হাতঘড়ি' কোন ধরনের কর্মধারয় সমাস?
A
রূপক কর্মধারয় সমাস
B
মধ্যপদলোপী কর্মধারয় সমাস
C
উপমান কর্মধারয় সমাস
D
উপমিত কর্মধারয় সমাস
উত্তরের বিবরণ
মধ্যপদলোপী কর্মধারয় সমাস হলো সেই ধরনের সমাস যেখানে সমস্যমান পদের মধ্যবর্তী এক বা একাধিক পদ লোপ পায়। অর্থাৎ দুটি বা তার অধিক শব্দকে সংযুক্ত করার সময় মধ্যবর্তী পদগুলো বাদ দেওয়া হয়।
উদাহরণস্বরূপ:
-
ঘি মাখানো ভাত → ঘিভাত
-
হাতে পরা হয় যে ঘড়ি → হাতঘড়ি
-
ঘরে আশ্রিত জামাই → ঘরজামাই
-
বিজয় নির্দেশক পতাকা → বিজয়-পতাকা

0
Updated: 17 hours ago
'জলে-স্থলে' কী সমাস?
Created: 3 weeks ago
A
সমার্থক দ্বন্দ্ব
B
বিপরীতার্থক দ্বন্দ্ব
C
অলুক দ্বন্দ্ব
D
একশেষ দ্বন্দ্ব
অলুক দ্বন্দ্ব
যে দ্বন্দ্ব (যুগলবন্দি) সমাসে কোনো সমস্যা-মূলক পদকে আলাদা করা হয় না, অর্থাৎ কোনাে পদকে ভেঙে দেখানোর প্রয়োজন পড়ে না, তাকে অলুক দ্বন্দ্ব বলা হয়।
উদাহরণ:
-
দুধে ও ভাতে → দুধে-ভাতে
-
জলে ও স্থলে → জলে-স্থলে
-
দেশে ও বিদেশে → দেশে-বিদেশে
-
হাতে ও কলমে → হাতে-কলমে
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ

0
Updated: 3 weeks ago
‘বীনাপানি’ কোন সমাস?
Created: 3 weeks ago
A
অব্যয়ীভাব
B
কর্মধারয়
C
বহুব্রীহি
D
তৎপুরুষ
যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদের দুটিই বিশেষ্যপদ হয়, তাকে বলে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। যেমন - বীণা পানিতে যার = বীণাপাণি আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ।

0
Updated: 3 weeks ago
নিচের কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ?
Created: 5 days ago
A
নির্জন
B
পঞ্চবটী
C
দেশান্তর
D
অনুতাপ
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে এবং যে সমাসের সমস্তপদ উপসর্গ দ্বারা শুরু হয় তাকে উপসর্গ তৎপুরুষ বা অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়।
যেমন: জানু পর্যন্ত লম্বিত ('পর্যন্ত' শব্দের অব্যয় 'আ') = আজানুলম্বিত (বাহু), মরণ পর্যন্ত = আমরণ, অনুতে (পশ্চাতে) যে তাপ = অনুতাপ।

0
Updated: 5 days ago