খাঁটি বাংলা উপসর্গ নয় কোনটি?
A
পাতি
B
উপ
C
রাম
D
ইতি
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে মূলত তিন ভাগে ভাগ করা যায়— খাঁটি বাংলা উপসর্গ, সংস্কৃত বা তৎসম উপসর্গ, এবং বিদেশি উপসর্গ।
খাঁটি বাংলা উপসর্গ বলতে বোঝায় বাংলা ভাষায় স্বাভাবিকভাবে ব্যবহৃত নিজস্ব উপসর্গ। এর সংখ্যা ২১টি। এগুলো হলো:
-
অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
সংস্কৃত বা তৎসম উপসর্গ হলো সংস্কৃত ভাষা থেকে আগত উপসর্গ। এর সংখ্যা ২০টি। এগুলো হলো:
-
প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।
এখানে লক্ষ্যণীয় যে, আ, সু, বি, নি—এই চারটি উপসর্গ খাঁটি বাংলা ও তৎসম—উভয় ক্ষেত্রেই পাওয়া যায়। তাই প্রশ্নে বলা হয়েছে, “খাঁটি বাংলা উপসর্গ নয় – উপ”, কারণ উপ কেবল তৎসম উপসর্গ, খাঁটি বাংলা নয়।

0
Updated: 18 hours ago
উপসর্গ সাধিত শব্দ নয় কোনটি?
Created: 2 weeks ago
A
উনবর্ষা
B
ভরপেট
C
তেপায়া
D
অকাজ
উপসর্গ বিশ্লেষণ:
-
তেপায়া – এটি উপসর্গ-সাধিত শব্দ নয়, কারণ এখানে 'তে' কোনো ধরনের উপসর্গ নয়।
অন্যদিকে:
-
উনবর্ষা – খাঁটি বাংলা উপসর্গ 'উন' রয়েছে।
-
ভরপেট – খাঁটি বাংলা উপসর্গ 'ভর' রয়েছে।
-
অকাজ – খাঁটি বাংলা উপসর্গ 'অ' রয়েছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 2 weeks ago
নিচের কোনটি তৎসম উপসর্গ?
Created: 5 days ago
A
অজ
B
অ
C
অঘা
D
অপ
বাংলা উপসর্গ ও তৎসম উপসর্গ
-
বাংলা উপসর্গ:
-
বাংলা উপসর্গ মোট একুশটি।
-
যথা:
-
অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন (উনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
-
-
-
তৎসম (সংস্কৃত) উপসর্গ:
-
বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ হুবহু এসেছে। সেই সঙ্গে সংস্কৃত উপসর্গও তৎসম শব্দের আগে বসে শব্দকে নতুন রূপে অর্থের সংকোচন বা সম্প্রসারণ করতে সাহায্য করে।
-
তৎসম উপসর্গ বিশটি:
-
প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।
-
-

0
Updated: 5 days ago
নিচের কোন দুটি বাংলা উপসর্গ?
Created: 3 months ago
A
অজ, অতি
B
আন, অনা
C
অতি, অভি
D
অনা, অতি
খাঁটি বাংলা উপসর্গ
-
বাংলা ভাষায় ব্যবহৃত যেসব উপসর্গ সম্পূর্ণভাবে নিজস্ব ও দেশজ, তাদের খাঁটি বাংলা উপসর্গ বলা হয়।
-
এ ধরনের উপসর্গ মোট ২১টি।
এই উপসর্গগুলো হলো:
অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
অপরদিকে,
সংস্কৃত বা তৎসম উপসর্গ হিসেবে গণ্য হয়:
অতি, অভি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 3 months ago