নিচের কোনটি উপন্যাস?
A
পায়ের আওয়াজ পাওয়া যায়
B
দোজখের ওম
C
জন্ম যদি তব বঙ্গে
D
দ্রৌপদী
উত্তরের বিবরণ
‘দ্রৌপদী’ রাজিয়া খান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক একটি উল্লেখযোগ্য উপন্যাস, যা এপার ও ওপার দুই বাংলায় সমানভাবে সমাদৃত হয়। উপন্যাসটি লেখা শেষ হয় ১৯৮৮ সালে এবং কলকাতা থেকে শ্রীঅন্নদাশঙ্কর রায়ের উদ্যোগে প্রকাশিত হয়।
লেখিকা রাজিয়া খান এই উপন্যাস সম্পর্কে মন্তব্য করেছিলেন যে, তাঁর যেসব শিক্ষক, ছাত্র ও বন্ধু হানাদারদের হাতে শহীদ হয়েছেন, তাঁদের স্মৃতির ভার কিছুটা লাঘব হয়েছে এই উপন্যাস রচনার মাধ্যমে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, যেসব চক্রান্ত দুই বাংলার মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে এবং মুক্তিযুদ্ধের মহিমাকে খাটো করেছে, এই উপন্যাস তার বিরুদ্ধেও এক ধরনের প্রতিবাদ। তবে তিনি এটাও স্পষ্ট করেন যে রাজনৈতিক প্রচার দ্বারা উপন্যাসের সাহিত্যিক পরিমণ্ডলকে দুষ্ট করতে চাননি।
অন্যদিকে:
-
“পায়ের আওয়াজ পাওয়া যায়” কাব্যনাট্যের রচয়িতা সৈয়দ শামসুল হক।
-
‘দোজখের ওম’ আখতারুজ্জামান ইলিয়াস রচিত একটি গল্পগ্রন্থ, যা প্রকাশিত হয় ১৯৮৯ সালে।
-
‘জন্ম যদি তব বঙ্গে’ শওকত ওসমান রচিত একটি গল্প। একই নামে তাঁর একটি গল্পগ্রন্থও রয়েছে।

0
Updated: 18 hours ago