পুরাতন বাংলা সাহিত্যের ইতিহাসে একমাত্র মহিলা কবি হিসেবে গৌরব অর্জন করেন কে?
A
স্বর্ণকুমারী দেবী
B
চন্দ্রাবতী
C
কামিনী রায়
D
কুসুমকুমারী দাশ
উত্তরের বিবরণ
চন্দ্রাবতী বাংলা সাহিত্যের ইতিহাসে একটি অনন্য নাম। তিনি ছিলেন মধ্যযুগের প্রথম মহিলা কবি এবং প্রাচীন বাংলা সাহিত্যের ইতিহাসে একমাত্র মহিলা কবি হিসেবে বিশেষ মর্যাদা অর্জন করেছিলেন। তাঁকে “মহিলা রামায়ণকার” বলা হয়, কারণ তিনিই প্রথম নারী যিনি রামায়ণ অনুবাদ করেন।
তাঁর সম্পর্কে উল্লেখযোগ্য তথ্যগুলো হলো:
-
তিনি মধ্যযুগের তিনজন মহিলা কবির একজন। অপর দুইজন ছিলেন চণ্ডীদাসের অনুরাগী রামী এবং চৈতন্যের কৃপাপাত্রী মাধবী।
-
চন্দ্রাবতীর জন্ম ১৫৫০ খ্রিষ্টাব্দে ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জের পাতোয়ারি গ্রামে।
-
তিনি ছিলেন মনসামঙ্গলের অন্যতম কবি দ্বিজ বংশীদাসের কন্যা।
-
তাঁর রচিত রামায়ণে লৌকিক, মানবিক ও মৌলিক উপাদান সংযোজনের ফলে এটি বিশেষ মর্যাদা লাভ করেছিল।

0
Updated: 17 hours ago
নিচের কোনটি আরাকান রাজসভায় রচিত বাংলা সাহিত্য?
Created: 2 weeks ago
A
জয়নবের চৌতিশা
B
চন্দ্রাবতী
C
গোরক্ষ বিজয়
D
ময়নামতির গান
আরাকান রাজসভায় বাংলা সাহিত্য
কাব্য:
চন্দ্রাবতী
রচয়িতা: কোরেশী মাগন ঠাকুর
সাহিত্যচর্চার পটভূমি:
মধ্যযুগে আরাকান রাজসভায় বাংলা সাহিত্যচর্চা শুরু হয়।
কোরেশী মাগন ঠাকুর ছিলেন আরাকান রাজসভার প্রধান উজির।
তার পৃষ্ঠপোষকতায় বাংলা সাহিত্য চর্চা আরাকান বা রোসাঙ্গ রাজসভায় প্রসারিত হয়।
তিনি আলাওলকে দুটি কাব্য লিখতে সাহায্য করেছেন:
পদ্মাবতী
সয়ফুলমুলক বদিউজ্জামান
আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি: দৌলত কাজী
আরাকান রাজসভার অন্যান্য কবি:
আলাওল
কোরেশী মাগন ঠাকুর
মরদন
আবদুল করীম খোন্দকার
শমসের আলী
অন্য সাহিত্যের রচয়িতাগণ:
গোরাক্ষ বিজয় → শেখ ফয়জুল্লাহ
জয়নবের চৌতিশা → শেখ ফয়জুল্লাহ
ময়নামতির গান → ভবানী দাস
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
'চন্দ্রাবতী' কাব্যের রচয়িতা কে?
Created: 1 month ago
A
কোরেশী মাগন ঠাকুর
B
মুহম্মদ খান
C
আমির হামজা
D
সৈয়দ সুলতান
‘চন্দ্রাবতী’ কাব্য
‘চন্দ্রাবতী’ কাব্যের রচয়িতা হলেন কোরেশী মাগন ঠাকুর। মধ্যযুগে আরাকান রাজসভায় বাংলা সাহিত্যচর্চার সূচনা ঘটে, যার প্রধান উজির ছিলেন কোরেশী মাগন ঠাকুর।
তাঁর পৃষ্ঠপোষকতায় আরাকান বা রোসাঙ্গ রাজসভায় বাংলা সাহিত্য বিকাশ লাভ করে। তিনি কবি আলাওল-কে ‘পদ্মাবতী’ ও ‘সয়ফুলমুলুক বদিউজ্জামান’ কাব্য রচনায় পৃষ্ঠপোষকতা করেন।
আরাকান রাজসভার উল্লেখযোগ্য কবিদের মধ্যে—
-
আলাওল
-
দৌলত কাজী
-
কোরেশী মাগন ঠাকুর

0
Updated: 1 month ago