What is the role of silence in the play Waiting for Godot?
A
To highlight emptiness and tension
B
To give rhythm like music
C
To symbolise divine presence
D
To express political protest
উত্তরের বিবরণ
নাটকে সংলাপের পাশাপাশি নীরবতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চরিত্ররা অনেক সময় কিছু না বলে দাঁড়িয়ে থাকে। এই নীরবতা আসলে জীবনের শূন্যতা প্রকাশ করে। দর্শকও অনুভব করে সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। Beckett নীরবতাকে ভাষার মতোই ব্যবহার করেছেন নাটকের দার্শনিক শক্তি বাড়াতে।

0
Updated: 19 hours ago
What language style is frequently used in Waiting for Godot to create absurdity?
Created: 20 hours ago
A
Repetition and circular dialogue
B
Epic poetry style
C
Rhetorical speeches
D
Biblical sermon
Beckett নাটকে বারবার একই সংলাপ ব্যবহার করেছেন। চরিত্ররা একই প্রশ্ন করে, একই উত্তর দেয়। এই পুনরাবৃত্তি জীবনের অর্থহীন চক্রকে প্রকাশ করে। দর্শক বুঝতে পারে সময় চলে যাচ্ছে, কিন্তু কোনো অগ্রগতি নেই। এটি Absurdist নাটকের অন্যতম কৌশল।

0
Updated: 20 hours ago
Who wrote Waiting for Godot?
Created: 1 month ago
A
T. S. Eliot
B
Arthur Miller
C
Samuel Beckett
D
Joseph Conrad

0
Updated: 1 month ago
What do Vladimir and Estragon repeatedly threaten to do but never act upon in the play Waiting for Godot?
Created: 12 hours ago
A
To leave and commit suicide
B
To steal food
C
To fight with Pozzo
D
To search for Godot directly
Vladimir ও Estragon বারবার বলে তারা আত্মহত্যা করবে, বা চলে যাবে। কিন্তু তারা কখনোই করে না। এই দ্বন্দ্ব মানব জীবনের নিস্ক্রিয়তার প্রতীক। মানুষ প্রায়ই সিদ্ধান্ত নেয়, কিন্তু তা বাস্তবে রূপ দিতে পারে না।
নাটকে আত্মহত্যার প্রসঙ্গ আসলেও তারা গাছের ডাল দিয়ে ঝুলতে ভয় পায়। এই ভয় মানুষের অস্তিত্ববাদী সংকটকে আরও স্পষ্ট করে তোলে।

0
Updated: 12 hours ago