Why is the boy’s message about Godot always postponed in the play Waiting for Godot?
A
To symbolise deferred salvation
B
To create suspense only
C
To test Vladimir and Estragon
D
To show Godot’s kindness
উত্তরের বিবরণ
এই play তে প্রতি বার Boy এসে বলে Godot আজ আসবে না, কাল আসবে। এই বার্তা আসলে মুক্তির প্রতিশ্রুতির প্রতীক, যা কখনো পূর্ণ হয় না। মানুষ ঈশ্বর, মুক্তি বা ভবিষ্যতের উপর ভরসা করে, কিন্তু সেই দিন কখনো আসে না। Beckett এখানে দেখিয়েছেন মানুষ কিভাবে মিথ্যা আশা নিয়ে বাঁচে।
0
Updated: 1 month ago
What musical instrument is mentioned with Pozzo in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
A whip like a baton
B
A violin
C
A trumpet
D
A drum
Pozzo Lucky–কে দিয়ে violin বাজাতে চায়। এটি ক্ষমতার বিনোদনের প্রতীক। শিল্পও এখানে দাসত্বের মাধ্যমে আসে।
0
Updated: 1 month ago
What theme is reinforced when Vladimir and Estragon cannot leave despite deciding to go in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
Courage and rebellion
B
Friendship and loyalty
C
Paralysis and inaction
D
Memory and forgetting
Estragon ও Vladimir প্রায়ই বলে “চলো যাই,” কিন্তু তারা যায় না। এটি মানুষের স্থবিরতার প্রতীক। সিদ্ধান্ত নেয়া হলেও কার্যকর হয় না। Beckett জীবনের অসহায় চক্রকে দেখিয়েছেন এখানে।
0
Updated: 1 month ago
What does the tree symbolise in Waiting for Godot?
Created: 3 weeks ago
A
Eternal life
B
Religious salvation
C
Both hope and barrenness
D
The passage of time and change
"Waiting for Godot" নাটকে গাছ (Tree) একটি গভীর প্রতীকী উপাদান, যা একই সঙ্গে আশা (Hope) এবং বিরানতা বা নিঃসারতা (Barrenness) — এই দুই বিপরীত অর্থ বহন করে।
-
প্রথমত, গাছটি সেই আশার প্রতীক, যা ভ্লাদিমির ও এস্ট্রাগন (Vladimir and Estragon) বারবার Godot-এর আগমনের প্রত্যাশায় ধরে রাখে। এটি যেন এক নবজীবনের বা পরিবর্তনের সম্ভাবনা, যা তাদের একঘেয়ে অস্তিত্বে সামান্য আলো আনে।
-
দ্বিতীয়ত, একই গাছ আবার একটি বিরান, অর্থহীন অস্তিত্বের প্রতিচ্ছবি। এর প্রায় পাতাহীন, শুষ্ক রূপ মানুষ জীবনের নিষ্ফল অপেক্ষা ও সময়ের স্থবিরতাকে ইঙ্গিত করে।
-
নাটকের মধ্যভাগে গাছের সামান্য পরিবর্তন (পাতা গজানো) আবার এক ঝলক আশার জন্ম দেয়, কিন্তু শেষ পর্যন্ত সেই আশা অর্থহীন প্রতীক্ষায় বিলীন হয়।
অতএব, গাছটি নাটকে একই সঙ্গে আশা ও শূন্যতার প্রতীক, যা মানবজীবনের অস্তিত্ববাদী সংকটকে নিখুঁতভাবে তুলে ধরে।
0
Updated: 3 weeks ago