Why is the boy’s message about Godot always postponed in the play Waiting for Godot?
A
To symbolise deferred salvation
B
To create suspense only
C
To test Vladimir and Estragon
D
To show Godot’s kindness
উত্তরের বিবরণ
এই play তে প্রতি বার Boy এসে বলে Godot আজ আসবে না, কাল আসবে। এই বার্তা আসলে মুক্তির প্রতিশ্রুতির প্রতীক, যা কখনো পূর্ণ হয় না। মানুষ ঈশ্বর, মুক্তি বা ভবিষ্যতের উপর ভরসা করে, কিন্তু সেই দিন কখনো আসে না। Beckett এখানে দেখিয়েছেন মানুষ কিভাবে মিথ্যা আশা নিয়ে বাঁচে।

0
Updated: 20 hours ago
What kind of hat exchange takes place in the play Waiting for Godot?
Created: 20 hours ago
A
Vladimir and Lucky swap hats
B
Estragon and Pozzo swap hats
C
Vladimir and Estragon swap hats
D
Pozzo and Lucky swap hats
Vladimir ও Lucky টুপি বদল করে, এবং এর মাধ্যমে এক অদ্ভুত কৌতুক তৈরি হয়। এটি পরিচয়, ভূমিকা এবং মানুষের অসার পরিবর্তনের প্রতীক।

0
Updated: 20 hours ago
What dramatic genre best defines Waiting for Godot?
Created: 20 hours ago
A
Theatre of the Absurd
B
Romantic tragedy
C
Classical comedy
D
Realist drama
Waiting for Godot Absurdist নাটকের সেরা উদাহরণ। এখানে কোনো প্রচলিত কাহিনি, শুরু-মধ্য-শেষ নেই। কেবল অপেক্ষা, পুনরাবৃত্তি আর অর্থহীন কথোপকথন। Absurdist নাটকের লক্ষ্য হলো দর্শকদের সামনে জীবনের অসারতা স্পষ্ট করে ধরা। Beckett এই নাটকে সেটাই করেছেন।

0
Updated: 20 hours ago
Which dramatic technique does Beckett use to challenge traditional storytelling in the play Waiting for Godot?
Created: 20 hours ago
A
Chorus commentary
B
Flashback-driven narrative
C
Non-linear structure and lack of plot
D
Multiple subplots
Waiting for Godot–এর কোনো নির্দিষ্ট প্লট নেই। চরিত্ররা অপেক্ষা করে, আলাপ করে, আবার একই অবস্থায় ফিরে যায়। Beckett নাটকের প্রচলিত গল্পের কাঠামো ভেঙে দেন।
এখানে কোনো শুরু, মধ্য বা শেষ নেই; কেবল পুনরাবৃত্তি। দর্শক এক ধরনের শূন্যতার অভিজ্ঞতা পায়, যা জীবনেরই প্রতিচ্ছবি। জীবনে যেমন অনেক কাজের স্পষ্ট ফল হয় না, তেমনি নাটকেও বারবার চেষ্টা হয়, কিন্তু কিছুই ঘটে না।
এই প্লটহীন কাঠামো থিয়েটারের প্রচলিত বাস্তবতাকে অস্বীকার করে নতুন দার্শনিক দিক উন্মোচন করে, যাকে বলা হয় Absurdist নাটকের মূল বৈশিষ্ট্য।

0
Updated: 20 hours ago