What literary movement is Beckett most associated with through Waiting for Godot?
A
Theatre of the Absurd
B
Romanticism
C
Naturalism
D
Restoration Comedy
উত্তরের বিবরণ
Samuel Beckett Absurdist নাটকের প্রধান স্রষ্টাদের একজন। Martin Esslin তার নাটকগুলোকে “Theatre of the Absurd” নামে আখ্যা দেন। এই ধারায় কাহিনি, চরিত্র, সময়–সবকিছু প্রচলিত নিয়ম ভাঙে। Waiting for Godot–এ চরিত্ররা অর্থহীন কথোপকথন করে, কোনো প্লট নেই, সময় পুনরাবৃত্ত হয়। Absurdism মানুষের জীবনের অসারতা, অযৌক্তিকতা এবং অস্তিত্বের শূন্যতা তুলে ধরে। এই কারণে নাটকটি সাহিত্য আন্দোলনের এক ক্লাসিক হয়ে গেছে।

0
Updated: 20 hours ago
What musical instrument is mentioned with Pozzo in the play Waiting for Godot?
Created: 12 hours ago
A
A whip like a baton
B
A violin
C
A trumpet
D
A drum
Pozzo Lucky–কে দিয়ে violin বাজাতে চায়। এটি ক্ষমতার বিনোদনের প্রতীক। শিল্পও এখানে দাসত্বের মাধ্যমে আসে।

0
Updated: 12 hours ago
Who wrote Waiting for Godot?
Created: 1 month ago
A
T. S. Eliot
B
Arthur Miller
C
Samuel Beckett
D
Joseph Conrad

0
Updated: 1 month ago
Which dramatic technique does Beckett use to challenge traditional storytelling in the play Waiting for Godot?
Created: 20 hours ago
A
Chorus commentary
B
Flashback-driven narrative
C
Non-linear structure and lack of plot
D
Multiple subplots
Waiting for Godot–এর কোনো নির্দিষ্ট প্লট নেই। চরিত্ররা অপেক্ষা করে, আলাপ করে, আবার একই অবস্থায় ফিরে যায়। Beckett নাটকের প্রচলিত গল্পের কাঠামো ভেঙে দেন।
এখানে কোনো শুরু, মধ্য বা শেষ নেই; কেবল পুনরাবৃত্তি। দর্শক এক ধরনের শূন্যতার অভিজ্ঞতা পায়, যা জীবনেরই প্রতিচ্ছবি। জীবনে যেমন অনেক কাজের স্পষ্ট ফল হয় না, তেমনি নাটকেও বারবার চেষ্টা হয়, কিন্তু কিছুই ঘটে না।
এই প্লটহীন কাঠামো থিয়েটারের প্রচলিত বাস্তবতাকে অস্বীকার করে নতুন দার্শনিক দিক উন্মোচন করে, যাকে বলা হয় Absurdist নাটকের মূল বৈশিষ্ট্য।

0
Updated: 20 hours ago