What literary movement is Beckett most associated with through Waiting for Godot?
A
Theatre of the Absurd
B
Romanticism
C
Naturalism
D
Restoration Comedy
উত্তরের বিবরণ
Samuel Beckett Absurdist নাটকের প্রধান স্রষ্টাদের একজন। Martin Esslin তার নাটকগুলোকে “Theatre of the Absurd” নামে আখ্যা দেন। এই ধারায় কাহিনি, চরিত্র, সময়–সবকিছু প্রচলিত নিয়ম ভাঙে। Waiting for Godot–এ চরিত্ররা অর্থহীন কথোপকথন করে, কোনো প্লট নেই, সময় পুনরাবৃত্ত হয়। Absurdism মানুষের জীবনের অসারতা, অযৌক্তিকতা এবং অস্তিত্বের শূন্যতা তুলে ধরে। এই কারণে নাটকটি সাহিত্য আন্দোলনের এক ক্লাসিক হয়ে গেছে।
0
Updated: 1 month ago
What form of suffering is emphasized in Lucky’s condition in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
Physical burden and silence
B
Intellectual superiority
C
Emotional freedom
D
Social power
Lucky সবসময় বোঝা বহন করে। দ্বিতীয় অঙ্কে তার কণ্ঠও হারিয়ে যায়। সে শারীরিক ও মানসিকভাবে নিপীড়িত। এটি মানুষের নিস্তব্ধ দাসত্বের প্রতীক।
0
Updated: 1 month ago
What is suggested by the recurring beatings Estragon suffers in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
Symbol of divine justice
B
Punishment for betrayal
C
Endless cycle of human suffering
D
Memory of childhood trauma
Estragon প্রায়ই অজানা লোকদের হাতে মার খায়। এর কোনো কারণ নেই, কোনো পরিবর্তনও আসে না। প্রতিদিন একই ঘটনার পুনরাবৃত্তি হয়। এটি জীবনের অর্থহীন কষ্টের প্রতীক।
মানুষ প্রতিদিন ছোট–বড় আঘাত সহ্য করে, কিন্তু তার কোনো ব্যাখ্যা বা সমাধান পায় না। Beckett এখানে মানব জীবনের অন্তহীন কষ্ট ও নির্যাতনকে সাধারণ ঘটনা হিসেবে দেখিয়েছেন, যা Absurdist দর্শনের মূল বার্তা।
0
Updated: 1 month ago
Who is the author of Waiting for Godot?
Created: 2 months ago
A
Samuel Beckett
B
Arthur Miller
C
T. S. Eliot
D
Joseph Conrad
0
Updated: 2 months ago