What is suggested by the recurring beatings Estragon suffers in the play Waiting for Godot?
A
Symbol of divine justice
B
Punishment for betrayal
C
Endless cycle of human suffering
D
Memory of childhood trauma
উত্তরের বিবরণ
Estragon প্রায়ই অজানা লোকদের হাতে মার খায়। এর কোনো কারণ নেই, কোনো পরিবর্তনও আসে না। প্রতিদিন একই ঘটনার পুনরাবৃত্তি হয়। এটি জীবনের অর্থহীন কষ্টের প্রতীক।
মানুষ প্রতিদিন ছোট–বড় আঘাত সহ্য করে, কিন্তু তার কোনো ব্যাখ্যা বা সমাধান পায় না। Beckett এখানে মানব জীবনের অন্তহীন কষ্ট ও নির্যাতনকে সাধারণ ঘটনা হিসেবে দেখিয়েছেন, যা Absurdist দর্শনের মূল বার্তা।

0
Updated: 19 hours ago
Why do Vladimir and Estragon stay together despite fights in the play Waiting for Godot?
Created: 12 hours ago
A
Fear of loneliness
B
Greed for money
C
Waiting for inheritance
D
Religious compulsion
তাদের মধ্যে ঝগড়া হলেও তারা একে অপরকে ছেড়ে যায় না। একাকিত্বের ভয় তাদের একসাথে বেঁধে রাখে। মানব জীবনের মৌলিক সত্য হলো সঙ্গীর প্রয়োজন।

0
Updated: 12 hours ago
What language style is frequently used in Waiting for Godot to create absurdity?
Created: 20 hours ago
A
Repetition and circular dialogue
B
Epic poetry style
C
Rhetorical speeches
D
Biblical sermon
Beckett নাটকে বারবার একই সংলাপ ব্যবহার করেছেন। চরিত্ররা একই প্রশ্ন করে, একই উত্তর দেয়। এই পুনরাবৃত্তি জীবনের অর্থহীন চক্রকে প্রকাশ করে। দর্শক বুঝতে পারে সময় চলে যাচ্ছে, কিন্তু কোনো অগ্রগতি নেই। এটি Absurdist নাটকের অন্যতম কৌশল।

0
Updated: 20 hours ago
How does Pozzo justify his treatment of Lucky in the play Waiting for Godot?
Created: 20 hours ago
A
By saying he needs him to think for him
B
By calling him a servant by birth
C
By insisting he is educating him
D
By claiming Lucky is his property
Pozzo বলে Lucky–কে সে শিক্ষা দিচ্ছে। আসলে এটি শোষণকে বৈধতা দেওয়ার উপায়। সমাজে শাসকরা প্রায়ই দাবি করে যে তারা অধীনস্তদের উন্নত করছে, অথচ তাদের আসলে দাস বানাচ্ছে।

0
Updated: 20 hours ago