What is suggested by the recurring beatings Estragon suffers in the play Waiting for Godot?
A
Symbol of divine justice
B
Punishment for betrayal
C
Endless cycle of human suffering
D
Memory of childhood trauma
উত্তরের বিবরণ
Estragon প্রায়ই অজানা লোকদের হাতে মার খায়। এর কোনো কারণ নেই, কোনো পরিবর্তনও আসে না। প্রতিদিন একই ঘটনার পুনরাবৃত্তি হয়। এটি জীবনের অর্থহীন কষ্টের প্রতীক।
মানুষ প্রতিদিন ছোট–বড় আঘাত সহ্য করে, কিন্তু তার কোনো ব্যাখ্যা বা সমাধান পায় না। Beckett এখানে মানব জীবনের অন্তহীন কষ্ট ও নির্যাতনকে সাধারণ ঘটনা হিসেবে দেখিয়েছেন, যা Absurdist দর্শনের মূল বার্তা।
0
Updated: 1 month ago
What is Estragon’s nickname in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
Gogo
B
Didi
C
Gigi
D
Toto
Estragon–কে Vladimir ডাকেন “Gogo।” Vladimir–এর ডাকনাম “Didi।” এই নামগুলো তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা দেখায়।
0
Updated: 1 month ago
Which major world event influenced Beckett’s vision in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
World War II
B
French Revolution
C
World War I
D
Cold War only
Beckett দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা থেকে গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। তিনি ফ্রান্সে নাৎসি দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং বহু বছর লুকিয়ে কাটিয়েছিলেন। যুদ্ধ শেষে তিনি ধ্বংস, ক্ষুধা, হতাশা এবং অর্থহীনতার অভিজ্ঞতা অর্জন করেন।
Waiting for Godot–এর চরিত্ররা যেমন অর্থহীনভাবে অপেক্ষা করে, তেমনি যুদ্ধোত্তর প্রজন্মও আশা করেছিল শান্তি ও নতুন শুরুর, কিন্তু পায়নি কিছুই। বোমায় ধ্বংসপ্রাপ্ত শহর, শরণার্থী শিবিরের অনিশ্চয়তা, এবং মানুষের ভেতরে আশা–হতাশার লড়াই Beckett নাটকে প্রতীকী আকারে ফুটিয়ে তোলেন।
তাই যুদ্ধ–পরবর্তী জীবনের অসারতা, বিভ্রান্তি এবং অস্তিত্বের প্রশ্নই নাটকের দার্শনিক ভিত গড়ে দিয়েছে।
0
Updated: 1 month ago
What is the role of Pozzo in Waiting for Godot?
Created: 1 month ago
A
He is Godot
B
He is a friend of the protagonists
C
He is a wealthy, controlling figure who represents power and domination
D
He symbolises hope
Pozzo একজন ধনী এবং ক্ষমতাবান ব্যক্তি, যার আচরণ ভ্লাদিমির এবং এসট্রাগনের সাথে অত্যাচারমূলক। Waiting for Godot এ Pozzo-র চরিত্র আধুনিক সমাজে ক্ষমতা এবং কর্তৃত্বের প্রতীক।
তিনি Lucky-কে দাসের মতো ব্যবহার করে তার ক্ষমতা প্রদর্শন করেন। Beckett-এর মাধ্যমে Pozzo শক্তির ন্যায় এবং মানুষের শোষণের প্রতীক। নাটকে তার উপস্থিতি ভ্লাদিমির এবং এসট্রাগনের মানসিক দ্বন্দ্ব এবং সীমাবদ্ধতাকে আরও দৃঢ়ভাবে প্রতিফলিত করে।
0
Updated: 1 month ago