Why does Estragon want to leave Vladimir at times in the play Waiting for Godot?
A
Because of quarrels and despair
B
Because of wealth and ambition
C
Because of Godot’s arrival
D
Because of family duties
উত্তরের বিবরণ
Estragon ও Vladimir বারবার একে অপরের সাথে ঝগড়া করে। Estragon মনে করে তাদের অপেক্ষা অর্থহীন। কখনো সে Vladimir–কে ছেড়ে যেতে চায়।
কিন্তু শেষ পর্যন্ত সে থেকে যায়, কারণ একাকিত্ব তাকে ভীত করে। এই সম্পর্ক মানুষে–মানুষে নির্ভরতার প্রতীক। জীবন যতই অসার হোক, মানুষ সম্পর্ক ধরে রাখে বেঁচে থাকার জন্য।
Estragon–এর দোটানা দেখায় যে মানুষ স্বাধীন হতে চাইলেও আসলে সম্পর্ক ও সমাজের বন্ধন থেকে পুরোপুরি আলাদা হতে পারে না।
0
Updated: 1 month ago
What do Vladimir and Estragon repeatedly threaten to do but never act upon in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
To leave and commit suicide
B
To steal food
C
To fight with Pozzo
D
To search for Godot directly
Vladimir ও Estragon বারবার বলে তারা আত্মহত্যা করবে, বা চলে যাবে। কিন্তু তারা কখনোই করে না। এই দ্বন্দ্ব মানব জীবনের নিস্ক্রিয়তার প্রতীক। মানুষ প্রায়ই সিদ্ধান্ত নেয়, কিন্তু তা বাস্তবে রূপ দিতে পারে না।
নাটকে আত্মহত্যার প্রসঙ্গ আসলেও তারা গাছের ডাল দিয়ে ঝুলতে ভয় পায়। এই ভয় মানুষের অস্তিত্ববাদী সংকটকে আরও স্পষ্ট করে তোলে।
0
Updated: 1 month ago
Why is Lucky’s silence in Act II important in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
Symbol of loss of human voice and thought
B
Symbol of peace and calm
C
Victory over Pozzo
D
Fulfilment of waiting
Lucky প্রথম অঙ্কে অযৌক্তিক বক্তৃতা দিয়েছিল। দ্বিতীয় অঙ্কে আর কথা বলতে পারে না। এটি মানুষের কণ্ঠ হারিয়ে যাওয়ার প্রতীক, যা শোষণ ও অর্থহীনতার ফল।
0
Updated: 1 month ago
Why do Vladimir and Estragon not recognise Pozzo and Lucky in Act II in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
To show the uncertainty of memory and identity
B
Because they are blind themselves
C
Because Godot confused them
D
Because of their quarrel
দ্বিতীয় অঙ্কে Pozzo অন্ধ হয়ে আসে, Lucky–ও বদলে গেছে। Estragon ও Vladimir ভাবে তারা নতুন কেউ। এটি স্মৃতি ও পরিচয়ের ভঙ্গুরতা দেখায়। নাটকে বারবার দেখা যায় চরিত্ররা আগের ঘটনার কথা মনে রাখতে পারে না। এটি জীবনের অচেনা পুনরাবৃত্তি ও বিভ্রান্তির প্রতীক।
0
Updated: 1 month ago