Which dramatic technique does Beckett use to challenge traditional storytelling in the play Waiting for Godot?
A
Chorus commentary
B
Flashback-driven narrative
C
Non-linear structure and lack of plot
D
Multiple subplots
উত্তরের বিবরণ
Waiting for Godot–এর কোনো নির্দিষ্ট প্লট নেই। চরিত্ররা অপেক্ষা করে, আলাপ করে, আবার একই অবস্থায় ফিরে যায়। Beckett নাটকের প্রচলিত গল্পের কাঠামো ভেঙে দেন।
এখানে কোনো শুরু, মধ্য বা শেষ নেই; কেবল পুনরাবৃত্তি। দর্শক এক ধরনের শূন্যতার অভিজ্ঞতা পায়, যা জীবনেরই প্রতিচ্ছবি। জীবনে যেমন অনেক কাজের স্পষ্ট ফল হয় না, তেমনি নাটকেও বারবার চেষ্টা হয়, কিন্তু কিছুই ঘটে না।
এই প্লটহীন কাঠামো থিয়েটারের প্রচলিত বাস্তবতাকে অস্বীকার করে নতুন দার্শনিক দিক উন্মোচন করে, যাকে বলা হয় Absurdist নাটকের মূল বৈশিষ্ট্য।

0
Updated: 19 hours ago
What stage feature shows the minimalism of the play Waiting for Godot?
Created: 12 hours ago
A
A palace hall
B
A tree and a country road
C
A church interior
D
A market square
নাটকের মঞ্চে কেবল একটি শুকনো গাছ এবং একটি নির্জন রাস্তা। এই মিনিমাল সেটিং Absurdist নাটকের বৈশিষ্ট্য। এটি বোঝায় পৃথিবী শূন্য, মানুষ অপেক্ষা ছাড়া কিছুই করতে পারে না। Beckett মিনিমালিজম ব্যবহার করেছেন দর্শকদের দৃষ্টি সরাসরি চরিত্র ও কথোপকথনে আনতে।

0
Updated: 12 hours ago
What theme is reinforced when Vladimir and Estragon cannot leave despite deciding to go in the play Waiting for Godot?
Created: 12 hours ago
A
Courage and rebellion
B
Friendship and loyalty
C
Paralysis and inaction
D
Memory and forgetting
Estragon ও Vladimir প্রায়ই বলে “চলো যাই,” কিন্তু তারা যায় না। এটি মানুষের স্থবিরতার প্রতীক। সিদ্ধান্ত নেয়া হলেও কার্যকর হয় না। Beckett জীবনের অসহায় চক্রকে দেখিয়েছেন এখানে।

0
Updated: 12 hours ago
How many acts does Samuel Beckett's "Waiting for Godot" contain?
Created: 4 weeks ago
A
One-act play
B
Two-act play
C
Three-act play
D
Four-act play
• Samuel Beckett's "Waiting for Godot" contains – Two-act play.
• Waiting for Godot
-
এটি Irish writer Samuel Beckett রচিত একটি বিখ্যাত নাটক।
-
এটি একটি Absurd play।
-
Two-act বিশিষ্ট Tragic-comedy।
-
Beckett নিজের French-language play (En attendant Godot) থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন।
-
প্রকাশিত হয় ১৯৫২ সালে।
-
Waiting for Godot নাটকটি নাট্যশিল্পে একটি সত্যিকারের উদ্ভাবন এবং Theatre of the Absurd-এর প্রথম সফলতা।
-
১৯৬৯ সালে Samuel Beckett এই নাটকের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।
• Important Characters
-
Vladimir
-
Estragon
-
Pozzo
-
Lucky ইত্যাদি।
• সার-সংক্ষেপ
-
নাটকটি দুই চরিত্র Vladimir এবং Estragon-এর গল্প, যারা একটি নির্দিষ্ট স্থানে বসে Godot নামক ব্যক্তির অপেক্ষা করে।
-
তারা পুরো নাটক জুড়ে একে অপরকে সান্ত্বনা দেয়, কিন্তু Godot কখনো আসে না।
-
নাটকে অস্তিত্বের অর্থহীনতা, সময়ের ধারণা, এবং মানবজীবনের শূন্যতা প্রতিফলিত।
-
চরিত্ররা বিরক্ত, হতাশ এবং অবহেলিত, তবুও তাদের অপেক্ষা থামে না।
-
এটি একটি Absurdist নাটক, যেখানে জীবনের অর্থহীনতা এবং অনিশ্চয়তা নিয়ে ভাবনা উত্থাপিত।
• Samuel Beckett (1906–1989)
-
Irish Novelist, Author, Critic, এবং Playwright।
-
১৯৬৯ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন।
• Best Works
-
Waiting for Godot
-
Endgame
-
Happy Days
Source: An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman, Britannica

0
Updated: 4 weeks ago