What is the dramatic function of the repeated phrase “Nothing to be done” in the play Waiting for Godot?
A
It explains political defeat
B
It opens hope for change
C
It introduces comic relief
D
It conveys the futility of action
উত্তরের বিবরণ
“Nothing to be done” নাটকের মূল মেজাজ প্রকাশ করে। মানুষের কোনো কার্যকারিতা নেই, শুধু অপেক্ষা। এটি Absurdist নাটকের কেন্দ্রীয় লাইন।

0
Updated: 20 hours ago
What kind of hat exchange takes place in the play Waiting for Godot?
Created: 20 hours ago
A
Vladimir and Lucky swap hats
B
Estragon and Pozzo swap hats
C
Vladimir and Estragon swap hats
D
Pozzo and Lucky swap hats
Vladimir ও Lucky টুপি বদল করে, এবং এর মাধ্যমে এক অদ্ভুত কৌতুক তৈরি হয়। এটি পরিচয়, ভূমিকা এবং মানুষের অসার পরিবর্তনের প্রতীক।

0
Updated: 20 hours ago
What role do Estragon and Vladimir play for each other in the play Waiting for Godot?
Created: 12 hours ago
A
Companions against loneliness
B
Brothers in conflict
C
Master and servant
D
Enemies forced together
Estragon ও Vladimir ঝগড়া করলেও কখনো আলাদা হয় না। তারা একে অপরের সঙ্গী। এই বন্ধুত্ব একাকিত্ব থেকে রক্ষা করে। Beckett দেখিয়েছেন মানুষ শূন্য জীবনে অন্তত সম্পর্ক দিয়ে বাঁচতে চায়।

0
Updated: 12 hours ago
What does Godot symbolize in the play Waiting for Godot?
Created: 20 hours ago
A
An unattainable hope or salvation
B
A political leader
C
A lost family member
D
A wealthy merchant
Godot কখনো মঞ্চে আসে না। তাকে সবাই আশা করে, কিন্তু সে আসে না। Godot মুক্তি, ঈশ্বর বা ভবিষ্যতের প্রতিশ্রুতির প্রতীক। Beckett দেখিয়েছেন মানুষ জীবনের অর্থ খুঁজে পেতে বাইরের কারো জন্য অপেক্ষা করে, অথচ সেই অপেক্ষা কখনো শেষ হয় না।

0
Updated: 20 hours ago