What form of suffering is emphasized in Lucky’s condition in the play Waiting for Godot?
A
Physical burden and silence
B
Intellectual superiority
C
Emotional freedom
D
Social power
উত্তরের বিবরণ
Lucky সবসময় বোঝা বহন করে। দ্বিতীয় অঙ্কে তার কণ্ঠও হারিয়ে যায়। সে শারীরিক ও মানসিকভাবে নিপীড়িত। এটি মানুষের নিস্তব্ধ দাসত্বের প্রতীক।
0
Updated: 1 month ago
What genre label did Martin Esslin give to Waiting for Godot?
Created: 1 month ago
A
Theatre of the Absurd
B
Theatre of Cruelty
C
Epic Theatre
D
Naturalist Theatre
সমালোচক Martin Esslin Absurdist নাটকের ধারায় Waiting for Godot–কে প্রধান উদাহরণ হিসেবে উল্লেখ করেন। জীবনের অসারতা, পুনরাবৃত্তি ও অনিশ্চয়তা এর মূল বৈশিষ্ট্য।
0
Updated: 1 month ago
Which dramatic technique does Beckett use to challenge traditional storytelling in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
Chorus commentary
B
Flashback-driven narrative
C
Non-linear structure and lack of plot
D
Multiple subplots
Waiting for Godot–এর কোনো নির্দিষ্ট প্লট নেই। চরিত্ররা অপেক্ষা করে, আলাপ করে, আবার একই অবস্থায় ফিরে যায়। Beckett নাটকের প্রচলিত গল্পের কাঠামো ভেঙে দেন।
এখানে কোনো শুরু, মধ্য বা শেষ নেই; কেবল পুনরাবৃত্তি। দর্শক এক ধরনের শূন্যতার অভিজ্ঞতা পায়, যা জীবনেরই প্রতিচ্ছবি। জীবনে যেমন অনেক কাজের স্পষ্ট ফল হয় না, তেমনি নাটকেও বারবার চেষ্টা হয়, কিন্তু কিছুই ঘটে না।
এই প্লটহীন কাঠামো থিয়েটারের প্রচলিত বাস্তবতাকে অস্বীকার করে নতুন দার্শনিক দিক উন্মোচন করে, যাকে বলা হয় Absurdist নাটকের মূল বৈশিষ্ট্য।
0
Updated: 1 month ago
What is the original French title of the play Waiting for Godot?
Created: 1 month ago
A
Attente de Godot
B
En attendant Godot
C
Le Dieu manqué
D
Vers le salut
Waiting for Godot প্রথমে ফরাসি ভাষায় লেখা হয়েছিল। এর আসল নাম En attendant Godot। নাটকটি প্যারিসে প্রথম মঞ্চস্থ হয়।
0
Updated: 1 month ago