What is Estragon’s nickname in the play Waiting for Godot?
A
Gogo
B
Didi
C
Gigi
D
Toto
উত্তরের বিবরণ
Estragon–কে Vladimir ডাকেন “Gogo।” Vladimir–এর ডাকনাম “Didi।” এই নামগুলো তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা দেখায়।

0
Updated: 19 hours ago
What is the symbolic meaning of the barren tree in the play Waiting for Godot?
Created: 20 hours ago
A
Hopelessness and possible renewal
B
Eternal victory of mankind
C
The joy of spring
D
The wealth of nature
গাছ নাটকের প্রধান প্রতীক। প্রথমে গাছটি শুকনো, পরে কিছুটা পাতা গজায়। এটি একই সঙ্গে হতাশা ও আশার প্রতীক। জীবনের শূন্যতা ও অর্থহীনতা প্রকাশ পেলেও পরিবর্তনের সম্ভাবনাও আছে। Beckett এই প্রতীকে মানুষের অস্তিত্বের দ্বৈততা তুলে ধরেছেন।

0
Updated: 20 hours ago
What musical instrument is mentioned with Pozzo in the play Waiting for Godot?
Created: 12 hours ago
A
A whip like a baton
B
A violin
C
A trumpet
D
A drum
Pozzo Lucky–কে দিয়ে violin বাজাতে চায়। এটি ক্ষমতার বিনোদনের প্রতীক। শিল্পও এখানে দাসত্বের মাধ্যমে আসে।

0
Updated: 12 hours ago
Why is Vladimir often considered more intellectual than Estragon in the play Waiting for Godot?
Created: 12 hours ago
A
He questions religion and philosophy deeply
B
He has more wealth
C
He is physically stronger
D
He can sing better
Vladimir ধর্ম, দর্শন ও ইতিহাস নিয়ে বেশি চিন্তা করে। Estragon ক্ষুধা ও ব্যথা নিয়ে ব্যস্ত থাকলেও Vladimir সত্য, মুক্তি ও ঈশ্বর নিয়ে প্রশ্ন তোলে। এই চরিত্রে দর্শনচিন্তার প্রতিফলন আছে। Beckett মানবজীবনের মনের ও শরীরের দিককে দুই চরিত্রে ভাগ করেছেন।

0
Updated: 12 hours ago