তারানাথের মতে, বাংলাদেশের গঙ্গার ধারে বাস করতেন কোন চর্যাকার?
A
কুক্কুরীপা
B
ডোম্বীপা
C
লুইপা
D
ঢেণ্ডণপা
উত্তরের বিবরণ
লুইপা (Louipa)
-
সাধারণত আদি সিদ্ধাচার্য হিসেবে বিবেচিত হলেও ড. মুহম্মদ শহীদুল্লাহ ও রাহুল সংকৃত্যায়ন তাঁকে প্রথম সিদ্ধাচার্য হিসেবে স্বীকার করেন না।
-
লুইপা বাঙালি বলে অনুমিত; তবে কারও কারও মতে তাঁর জন্মস্থান উড়িষ্যা।
-
ড. মুহম্মদ শহীদুল্লাহ-এর উল্লেখ অনুযায়ী, তারানাথের মতে লুই গঙ্গার ধারে বাস করতেন।
-
তিনি প্রথম জীবনে উদ্যানের (সোয়াতের) রাজার কায়স্থ বা লেখক ছিলেন; তখন তাঁর নাম ছিল সামন্ত শুভ।
-
পরে তিনি উড়িষ্যার রাজা ও মন্ত্রীর গুরু হন।
-
লুইপার জীবৎকাল: ৭৩০–৮১০ খ্রিস্টাব্দ।
-
তিনি সংস্কৃত ভাষায় চারটি গ্রন্থ রচনা করেন, যাদের মধ্যে একটি হলো অভিসময়বিভঙ্গ।
-
চর্যাপদে তাঁর দুটি পদ রয়েছে: ১নং পদ এবং ২৯নং পদ।
অন্য চর্যাপদকর্তাদের তথ্য (উল্লেখযোগ্য):
-
কুক্কুরীপা: বাংলার উত্তরখণ্ডের অধিবাসী বলে ধারণা; তবে হিন্দিভাষীরা তাঁকে কপিলাবস্তু বা বুদ্ধের জন্মস্থান নেপালের লোক বলেছেন।
-
ডোম্বীপা: ত্রিপুরা রাজ্যের রাজা।
-
ঢেণ্ডণপার: জন্মস্থান অবন্তিনগর-উজ্জয়িনী; বর্ণে তাঁতি এবং সিদ্ধা; দেবপাল-বিগ্রহ পালের সময়ে বর্তমান; জীবৎকালের ঊর্ধ্বসীমা ৮৪৫ খ্রিস্টাব্দ।
ড. আনিসুজ্জামানের উল্লেখযোগ্য তথ্য:
-
তিব্বতী ঐতিহ্যে সিদ্ধাদের পূর্বজীবনের বর্ণ বা বৃত্তির উল্লেখ আছে।
-
উদাহরণস্বরূপ:
-
লুইপা: রাজসভার লেখক
-
জয়নন্দী: রাজমন্ত্রী
-
কাহ্ন: কায়স্থ
-
বীণা: ক্ষত্রিয়
-
মহীধর: শূদ্র
-
শরবী: ব্যাধ
-
-
অন্যান্য তথ্য: ডোম্বী বিয়ে করেছেন ডোমকন্যা; কুকুরীর সহচরী পূর্বজন্মে ছিলেন কুকুরী; অনাচারের দায়ে বিরুআ বিহার থেকে বহিষ্কৃত হন।

0
Updated: 20 hours ago
'আঞ্চলিক ভাষার অভিধান' সম্পাদনা করেন কে?
Created: 1 week ago
A
নজিবুর রহমান
B
আহমদ শরীফ
C
ড. মুহম্মদ শহীদুল্লাহ্
D
আব্দুল হাই
ড. মুহম্মদ শহীদুল্লাহ
-
তিনি ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয় বাঙালি ব্যক্তিত্ব, বহুভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ছিলেন।
-
তাঁর জন্ম ১৮৮৫ সালের ১০ জুলাই, পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে।
-
তিনি ‘জ্ঞানতাপস’ নামে অধিক পরিচিত।
-
তাঁকে বলা হয় ‘চলিষ্ণু অভিধান’।
-
১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে জাতিসত্তা সম্পর্কে তাঁর বিখ্যাত উক্তি—
“আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।” -
তিনি ১৯৫৯ সালে ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ রচনা করেন।
-
এছাড়া তিনি বাংলা একাডেমির ‘আঞ্চলিক ভাষার অভিধান’ সম্পাদনা করেন।
তাঁর ভাষা ও সাহিত্যবিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ
-
ভাষা ও সাহিত্য
-
বাঙ্গালা ব্যাকরণ
-
বাংলা সাহিত্যের কথা
-
বাংলা সাহিত্যের ইতিহাস ইত্যাদি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
বাংলা একাডেমি ’আঞ্চলিক ভাষার অভিধান’- এর সম্পাদক কে?
Created: 1 month ago
A
মুহাম্মদ আবদুল হাই
B
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
C
সৈয়দ আলী আহসান
D
ড. দীনেশচন্দ্র সেন
ড. মুহম্মদ শহীদুল্লাহ্
-
তিনি একজন শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাতত্ত্ববিদ।
-
জন্ম: ১৮৮৫ সালের ১০ জুলাই, পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে।
-
তিনি ‘জ্ঞানতাপস’ হিসেবে পরিচিত। তাঁকে ‘চলিষ্ণু অভিধান’ বলা হয়।
-
১৯৫৫-৫৮ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
-
১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস নিযুক্ত হন।
-
তাঁর সম্পাদনা ও প্রকাশনায় মুসলিম বাংলার প্রথম শিশুপত্রিকা আঙুর আত্মপ্রকাশ করে।
-
এছাড়া তিনি ইংরেজি মাসিক পত্রিকা দি পীস, বাংলা মাসিক সাহিত্য পত্রিকা বঙ্গভূমি এবং পাক্ষিক তকবীর সম্পাদনা করেন।
-
তিনি বাংলা একাডেমির ‘আঞ্চলিক ভাষার অভিধান’ সম্পাদনা করেন।
তাঁর রচিত অনুবাদ গ্রন্থ
-
দীওয়ানে হাফিজ
-
মহানবী (১৯৪০)
-
অমিয়শতক (১৯৪০)
-
বাণী শিকওয়াহ
-
জওয়াব-ই-শিকওয়াহ
-
রুবাইয়াত-ই-ওমর খ্যায়াম
তাঁর সংকলিত ও সম্পাদিত গ্রন্থ
-
পদ্মবতী
-
প্রাচীন ধর্মগ্রন্থে শেষ নবী
-
গল্প সংকলন
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago