'চাঁদের অমাবস্যা' কোন ধরনের উপন্যাস?
A
রাজনৈতিক উপন্যাস
B
মনস্তাত্ত্বিক উপন্যাস
C
ঐতিহাসিক উপন্যাস
D
রোমাঞ্চকর উপন্যাস
উত্তরের বিবরণ
চাঁদের অমাবস্যা
-
রচয়িতা: সৈয়দ ওয়ালীউল্লাহ
-
ধরণ: মনস্তাত্ত্বিক উপন্যাস
-
প্রকাশ্য বিষয়:
-
উপন্যাসের কেন্দ্র চরিত্র: আরেফ আলী, একজন স্কুল মাস্টার
-
আরেফের মাধ্যমে মানুষের অন্তরজগতের জটিলতা, মনোগত ক্রিয়া-প্রতিক্রিয়া ও সামন্ত-সমাজ প্রভাবিত গ্রামীণ জীবনের অসঙ্গতি চিত্রিত
-
অপরাধমূলক কাজের প্রত্যক্ষদর্শী হিসেবে আরেফের অভিজ্ঞতা মূল প্রতিপাদ্য
-
সৈয়দ ওয়ালীউল্লাহর অন্যান্য সাহিত্যকর্ম:
-
উপন্যাস: লালসালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো
-
গল্পগ্রন্থ: নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প
-
নাটক: বহিপীর, তরঙ্গভঙ্গ, সুড়ঙ্গ
0
Updated: 1 month ago
'অধ্যাপক সুদীপ্ত শাহীন’ - কোন উপন্যাসের চরিত্র?
Created: 2 months ago
A
রাইফেল রোটি আওরাত
B
যাত্রা
C
জাহান্নম হইতে বিদায়
D
নেকড়ে অরণ্য
‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাস
-
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘রাইফেল রোটি আওরাত’ রচনা করেন আনোয়ার পাশা।
-
এটি মুক্তিযুদ্ধকালীন সময়ে রচিত এবং ১৯৭৩ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
-
উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হলো অধ্যাপক সুদীপ্ত শাহীন।
-
অন্যান্য উল্লেখযোগ্য চরিত্র: ড. খালেক, ড. মালেক, ছাবেদ আলী, হাসমত, জামাল সাহেব প্রমুখ।
আনোয়ার পাশা
-
তিনি ছিলেন একাধারে বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও সাহিত্যিক।
-
জন্ম: ১৫ এপ্রিল, ১৯২৮ খ্রিষ্টাব্দে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ডাবকাই গ্রামে।
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
'কাঁদো নদী কাঁদো' উপন্যাসের রচয়িতা কে?
Created: 1 month ago
A
জহির রায়হান
B
সৈয়দ ওয়ালীউল্লাহ
C
মানিক বন্দ্যোপাধ্যায়
D
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
সৈয়দ ওয়ালীউল্লাহ ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত উপন্যাসিক, নাট্যকার ও গল্পকার, যিনি সমাজ ও মানুষের মানসিকতার সূক্ষ্ম চিত্রায়ণ করেছেন।
-
জন্ম ও পৈতৃক পরিচয়: ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ বাড়িতে জন্মগ্রহণ করেন; পিতা সৈয়দ আহমদ উল্লাহ, একজন সরকারি কর্মকর্তা।
-
ব্যক্তিগত জীবন: ফরাসি নাগরিক এ্যান মেরির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
-
উপন্যাস অনুবাদ: মিসেস মেরি তাঁর প্রথম উপন্যাস 'লালসালু' ফরাসি ভাষায় অনুবাদ করেন; পরবর্তীতে এটি ইংরেজিতে 'Tree Without Roots' নামে অনূদিত হয়।
উপন্যাস:
-
লালসালু
-
চাঁদের অমাবস্যা
-
কাঁদো নদী কাঁদো
নাটক:
-
বহিপীর
-
তরঙ্গভঙ্গ
-
সুড়ঙ্গ
গল্পগ্রন্থ:
-
নয়নচারা
-
দুই তীর ও অন্যান্য গল্প
0
Updated: 1 month ago
'আলাল’ - কোন পালার চরিত্র?
Created: 1 month ago
A
মহুয়া
B
দেওয়ানা মদিনা
C
মলুয়া
D
দেওয়ান ভাবনা
‘দেওয়ানা মদিনা’ হলো একটি পালা, যা মনসুর বয়াতি রচনা করেছেন। এটি মূলত বর্তমান হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গ গ্রামে দেওয়ানদের জীবন নিয়ে রচিত। কাব্যটির কেন্দ্রীয় বিষয় হলো বানিয়াচঙ্গের দেওয়ান সোনাফরের পুত্র আলাল ও দুলালের বিচিত্র জীবনকাহিনি এবং দুলাল ও গৃহস্থকন্যা মদিনার প্রেম কাহিনি।
-
‘দেওয়ানা মদিনা’ পালার অপর নাম হলো ‘আলাল-দুলালের পালা’।
প্রধান চরিত্রগুলো:
-
আলাল
-
দুলাল
-
মদিনা
-
সোনার
0
Updated: 1 month ago