'চাঁদের অমাবস্যা' কোন ধরনের উপন্যাস?
A
রাজনৈতিক উপন্যাস
B
মনস্তাত্ত্বিক উপন্যাস
C
ঐতিহাসিক উপন্যাস
D
রোমাঞ্চকর উপন্যাস
উত্তরের বিবরণ
চাঁদের অমাবস্যা
-
রচয়িতা: সৈয়দ ওয়ালীউল্লাহ
-
ধরণ: মনস্তাত্ত্বিক উপন্যাস
-
প্রকাশ্য বিষয়:
-
উপন্যাসের কেন্দ্র চরিত্র: আরেফ আলী, একজন স্কুল মাস্টার
-
আরেফের মাধ্যমে মানুষের অন্তরজগতের জটিলতা, মনোগত ক্রিয়া-প্রতিক্রিয়া ও সামন্ত-সমাজ প্রভাবিত গ্রামীণ জীবনের অসঙ্গতি চিত্রিত
-
অপরাধমূলক কাজের প্রত্যক্ষদর্শী হিসেবে আরেফের অভিজ্ঞতা মূল প্রতিপাদ্য
-
সৈয়দ ওয়ালীউল্লাহর অন্যান্য সাহিত্যকর্ম:
-
উপন্যাস: লালসালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো
-
গল্পগ্রন্থ: নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প
-
নাটক: বহিপীর, তরঙ্গভঙ্গ, সুড়ঙ্গ

0
Updated: 20 hours ago
'শ্রীরামপুর মিশন' কত সালে প্রতিষ্ঠিত হয়?
Created: 4 weeks ago
A
১৮১০ সালে
B
১৮১৫ সালে
C
১৮০২ সালে
D
১৮০০ সালে
শ্রীরামপুর মিশন
-
শ্রীরামপুর মিশন (১৮০০-১৮৪৫) ভারতের প্রথম নিজস্ব প্রচারক সংঘ।
-
এটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরী ও তাঁর ভ্রাতৃবৃন্দ ১৮০০ সালের ১০ জানুয়ারী।
-
মিশন হুগলি জেলার দুটি স্থান থেকে বাংলায় যীশুর বাণী প্রচার শুরু করে।
-
উইলিয়াম কেরী ১৭৯৩ সালে ‘ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি’ এর প্রতিনিধি হিসেবে বাংলায় আসেন খ্রিস্টধর্ম প্রচারের উদ্দেশ্যে।
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 4 weeks ago
'সুদীপ্ত শাহীন’ - মুক্তিযুদ্ধভিত্তিক কোন উপন্যাসের চরিত্র?
Created: 4 weeks ago
A
রাইফেল রোটি আওরাত
B
যাত্রা
C
জাহান্নম হইতে বিদায়
D
নেকড়ে অরণ্য
‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাস
-
‘রাইফেল রোটি আওরাত’ (১৯৭৩) আনোয়ার পাশা রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
-
এই উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হলো অধ্যাপক সুদীপ্ত শাহীন।
-
অন্যান্য উল্লেখযোগ্য চরিত্র: ড. খালেক, ড. মালেক, ছাবেদ আলী, হাসমত, জামাল সাহেব প্রমুখ।
-
উপন্যাসটি মুক্তিযুদ্ধকালীন সময়ে রচিত এবং ১৯৭৩ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
আনোয়ার পাশার অন্যান্য উপন্যাসসমূহ
-
নিশুতি রাতের গাথা
-
নীড় সন্ধানী
-
রাইফেল রোটি আওরাত (মুক্তিযুদ্ধভিত্তিক)
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 4 weeks ago
'জীবন ও রাজনৈতিক বাস্তবতা' উপন্যাস কে রচনা করেছেন?
Created: 1 month ago
A
শহীদুল জহির
B
হাসান হাফিজুর রহমান
C
শওকত ওসমান
D
হাসান আজিজুল হক
জীবন ও রাজনৈতিক বাস্তবতা
-
এই মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসটির রচয়িতা শহীদুল জহির।
শহীদুল জহির
-
জন্ম: ১৯৫৩ সাল, ঢাকা।
-
প্রকৃত নাম: মো. শহীদুল হক।
তাঁর রচিত গল্পগ্রন্থ
-
পারাপার
-
ডুমুরখেকো
-
মানুষ ও অন্যান্য গল্প
-
ডলু নদীর হাওয়া ও অন্যান্য গল্প
তাঁর রচিত উপন্যাস
-
জীবন ও রাজনৈতিক বাস্তবতা
-
সে রাতে পূর্ণিমা ছিল
-
মুখের দিকে চেয়ে দেখি ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago