Why is Lucky’s silence in Act II important in the play Waiting for Godot?
A
Symbol of loss of human voice and thought
B
Symbol of peace and calm
C
Victory over Pozzo
D
Fulfilment of waiting
উত্তরের বিবরণ
Lucky প্রথম অঙ্কে অযৌক্তিক বক্তৃতা দিয়েছিল। দ্বিতীয় অঙ্কে আর কথা বলতে পারে না। এটি মানুষের কণ্ঠ হারিয়ে যাওয়ার প্রতীক, যা শোষণ ও অর্থহীনতার ফল।

0
Updated: 20 hours ago
What stage feature shows the minimalism of the play Waiting for Godot?
Created: 12 hours ago
A
A palace hall
B
A tree and a country road
C
A church interior
D
A market square
নাটকের মঞ্চে কেবল একটি শুকনো গাছ এবং একটি নির্জন রাস্তা। এই মিনিমাল সেটিং Absurdist নাটকের বৈশিষ্ট্য। এটি বোঝায় পৃথিবী শূন্য, মানুষ অপেক্ষা ছাড়া কিছুই করতে পারে না। Beckett মিনিমালিজম ব্যবহার করেছেন দর্শকদের দৃষ্টি সরাসরি চরিত্র ও কথোপকথনে আনতে।

0
Updated: 12 hours ago
What dramatic genre best defines Waiting for Godot?
Created: 20 hours ago
A
Theatre of the Absurd
B
Romantic tragedy
C
Classical comedy
D
Realist drama
Waiting for Godot Absurdist নাটকের সেরা উদাহরণ। এখানে কোনো প্রচলিত কাহিনি, শুরু-মধ্য-শেষ নেই। কেবল অপেক্ষা, পুনরাবৃত্তি আর অর্থহীন কথোপকথন। Absurdist নাটকের লক্ষ্য হলো দর্শকদের সামনে জীবনের অসারতা স্পষ্ট করে ধরা। Beckett এই নাটকে সেটাই করেছেন।

0
Updated: 20 hours ago
What function does the Boy serve in the play Waiting for Godot?
Created: 12 hours ago
A
Servant of Pozzo
B
Messenger of Godot
C
Brother of Estragon
D
Friend of Vladimir
Boy আসে Godot–এর পক্ষ থেকে খবর দিতে। সে বলে Godot আজ আসবে না, কাল আসবে। তার উপস্থিতি নাটকে আশার আলো আনে, কিন্তু সেই আশা প্রতিবারই ভেঙে যায়। Boy আসলে প্রতিশ্রুতি ও প্রতারণার প্রতীক।

0
Updated: 12 hours ago