What colour is the rope Pozzo uses to control Lucky in the play Waiting for Godot?
A
White
B
Black
C
Brown
D
Grey
উত্তরের বিবরণ
কালো দড়ি মৃত্যুর, অন্ধকারের এবং দাসত্বের প্রতীক। Lucky–এর কণ্ঠ ও স্বাধীনতা এ দড়ির মাধ্যমে হারিয়ে যায় এই play তে।

0
Updated: 20 hours ago
Who wrote Waiting for Godot?
Created: 1 month ago
A
T. S. Eliot
B
Arthur Miller
C
Samuel Beckett
D
Joseph Conrad

0
Updated: 1 month ago
Why does Estragon want to leave Vladimir at times in the play Waiting for Godot?
Created: 19 hours ago
A
Because of quarrels and despair
B
Because of wealth and ambition
C
Because of Godot’s arrival
D
Because of family duties
Estragon ও Vladimir বারবার একে অপরের সাথে ঝগড়া করে। Estragon মনে করে তাদের অপেক্ষা অর্থহীন। কখনো সে Vladimir–কে ছেড়ে যেতে চায়।
কিন্তু শেষ পর্যন্ত সে থেকে যায়, কারণ একাকিত্ব তাকে ভীত করে। এই সম্পর্ক মানুষে–মানুষে নির্ভরতার প্রতীক। জীবন যতই অসার হোক, মানুষ সম্পর্ক ধরে রাখে বেঁচে থাকার জন্য।
Estragon–এর দোটানা দেখায় যে মানুষ স্বাধীন হতে চাইলেও আসলে সম্পর্ক ও সমাজের বন্ধন থেকে পুরোপুরি আলাদা হতে পারে না।

0
Updated: 19 hours ago
How is time presented in the play Waiting for Godot?
Created: 12 hours ago
A
Circular and repetitive
B
Linear and progressive
C
Historical and factual
D
Symbolic and mythical only
সময় এখানে একেবারে বৃত্তাকার। একই ঘটনা পুনরাবৃত্ত হয়। চরিত্ররা জানে না গতকাল কী হয়েছিল, আগামীকাল কী হবে। এটি জীবনের অসার পুনরাবৃত্তির প্রতীক।

0
Updated: 12 hours ago