'বাঙালীর যে কেহ কিছু করিয়াছেন, সকলই তৈলের জোরে, বাঙালীদিগের তৈলের মূল্য অধিক নয়।'- বিখ্যাতি উক্তিটি কার রচনা?
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
আহমদ শরীফ
C
নীহাররঞ্জন রায়
D
হরপ্রসাদ শাস্ত্রী
উত্তরের বিবরণ
হরপ্রসাদ শাস্ত্রী ও তাঁর রচনা
-
হরপ্রসাদ শাস্ত্রী
-
বিখ্যাত বাঙালি ভারততত্ত্ববিদ, সংস্কৃত বিশারদ ও বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা।
-
বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ আবিষ্কার ও সম্পাদনা করেন।
-
উল্লেখযোগ্য সম্পাদনা: হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা
-
-
‘তৈল’ প্রবন্ধ
-
প্রবন্ধটি হরপ্রসাদ শাস্ত্রী ‘বঙ্গদর্শন’ পত্রিকায় লিখেছেন।
-
প্রকাশিত: ১২৮৫ বঙ্গাব্দ
-
মূল বক্তব্য:
-
বাঙালীর বল, বিক্রম, বিদ্যা ও বুদ্ধি নেই।
-
বাঙালীর একমাত্র ভরসা তৈল।
-
দেশের বড়লোক ও মুখ উজ্জ্বল করা হয় তৈলের জোরে।
-
-
প্রবন্ধের অংশ:
“বাঙালীর যে কেহ কিছু করিয়াছেন, সকলই তৈলের জোরে… তাঁহারাই আমাদের দেশের বড় লোক, তাঁহারাই আমাদের দেশের মুখ উজ্জ্বল করিয়া আছেন।”
-
-
হরপ্রসাদ শাস্ত্রীর অন্যান্য রচনা
-
উপন্যাস: কাঞ্চনমালা, বেণের মেয়ে
-
গ্রন্থ:
-
হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষার বৌদ্ধগান ও দোহা
-
প্রাচীন বাংলার গৌরব
-
মেঘদূত ব্যাখ্যা
-
ভারত মহিলা
-
বাঙ্গালা ব্যাকরণ
-
-
-
প্রাসঙ্গিক তুলনামূলক গ্রন্থ
-
নীহাররঞ্জন রায়, বাঙালির ইতিহাস (আদিপর্ব), ১৯৪৯
-
বাঙালি জাতি, মাতৃভূমি ‘বঙ্গ’, প্রাচীন বাংলার সমাজ, সংস্কৃতি ও অর্থনৈতিক জীবন আলোচনা
-
-
আহমদ শরীফ, বিশ শতকে বাঙালী, ১৯৯৮
-
প্রবন্ধ, বাঙালীর আধুনিক জীবন ও ইতিহাস বিশ্লেষণ
-
-

0
Updated: 20 hours ago
সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’ উক্তিটি কার?
Created: 1 month ago
A
প্রমথ চৌধুরী
B
রাজা রামমোহন রায়
C
কাজী মোতাহার হোসেন
D
মীর মশররাফ হোসেন
প্রমথ চৌধুরী
-
উক্তি:
-
"সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত" – (‘বই পড়া’ প্রবন্ধ থেকে)
-
অন্যান্য বিখ্যাত উক্তি:
-
“ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়”
-
“যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়”
-
-
-
সাহিত্যিক পরিচিতি:
-
বাংলা সাহিত্যে প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধ রচনাকারী
-
গদ্য সাহিত্যে চলিত রীতির প্রবর্তক
-
ইতালীয় সনেটের প্রবর্তক
-
ছদ্মনাম: বীরবল
-
সম্পাদকত্ব: সবুজপত্র (১৯১৪), বিশ্বভারতী, রূপ ও রীতি, অলকা
-
-
কাব্যগ্রন্থ:
-
সনেট পঞ্চাশৎ
-
পদচারণ
-
-
গল্পগ্রন্থ:
-
চার ইয়ারি কথা
-
আহুতি
-
নীললোহিত
-
গল্প সংগ্রহ
-
-
প্ৰবন্ধগ্রন্থ:
-
তেল-নুন-লকড়ী
-
বীরবল-এর হালখাতা (চলিত রীতির প্রথম গদ্য রচনা)
-
নানাকথা
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত' এই উক্তিটি কার?
Created: 3 months ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
কাজী আবদুল ওদুদ
C
মোহাম্মদ লুৎফর রহমান
D
প্রমথ চৌধুরী
প্রমথ চৌধুরীর উক্তি ও সাহিত্যিক পরিচিতি
-
"সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত" — এই প্রবাদটি প্রমথ চৌধুরীর ‘বই পড়া’ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে।
-
তাঁর অন্যান্য জনপ্রিয় উক্তির মধ্যে রয়েছে:
-
"ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়।"
-
"যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়।"
-
প্রমথ চৌধুরীর জীবন ও কর্ম:
-
বাংলা সাহিত্যে তিনি প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধ রচনাকারী এবং গদ্য সাহিত্যে চলিত রীতির প্রবর্তক হিসেবে পরিচিত।
-
ইতালীয় সনেটের প্রবর্তক হিসেবে তিনি বিশেষ খ্যাত।
-
তাঁর সাহিত্যিক ছদ্মনাম ছিল ‘বীরবল’।
-
তিনি ‘সবুজপত্র’ (১৯১৪), ‘বিশ্বভারতী’, ‘রূপ ও রীতি’, এবং ‘অলকা’ পত্রিকার সম্পাদকত্ব করেছেন।
রচিত কাব্যগ্রন্থ:
-
সনেট পঞ্চাশৎ
-
পদচারণ
রচিত গল্পগ্রন্থ:
-
চার ইয়ারি কথা
-
আহুতি
-
নীললোহিত
-
গল্প সংগ্রহ
রচিত প্রবন্ধগ্রন্থ:
-
তেল-নুন-লাকড়ী
-
বীরবলের হালখাতা (বাংলা গদ্যের চলিত রীতির প্রথম রচনা)
-
নানাকথা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 3 months ago
'লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয়।' - উক্তিটি কার?
Created: 1 month ago
A
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
B
মোতাহের হোসেন চৌধুরী
C
কাজী মোতাহার হোসেন
D
প্রমথ চৌধুরী
"লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয়।"
-
উক্তিটি মোতাহের হোসেন চৌধুরীর ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধ থেকে নেওয়া।
-
‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধ:
-
এই প্রবন্ধটি তাঁর ‘সংস্কৃতি কথা’ গ্রন্থের ‘মনুষ্যত্ব’ শীর্ষক প্রবন্ধের অংশ।
-
লেখক মানুষের জীবনকে দোতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন:
জীবসত্তা = নিচের তলা, মানবসত্তা বা মনুষ্যত্ব = উপরের তলা।
জীবসত্তার ঘর থেকে মানবসত্তার তলায় উঠবার মই হচ্ছে শিক্ষা; শিক্ষাই আমাদের মানবসত্তার ঘরে নিয়ে যায়।
মোতাহের হোসেন চৌধুরী (১৯০৩–১৯৫৬):
-
শিক্ষাবিদ ও লেখক, জন্ম নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে।
-
তাঁর গদ্যশৈলীতে প্রমথ চৌধুরী ও রবীন্দ্রনাথ এর প্রভাব লক্ষ্য করা যায়।
-
রচনায় সংস্কৃতি, ধর্ম, মানবতাবোধ ও মানুষের জীবনাচরণের মৌলিক বিষয়গুলো তিনি সংজ্ঞায়িত ও উন্মোচিত করেছেন।
প্রধান গ্রন্থসমূহ:
-
সংস্কৃতি কথা (১৯৫৮) – প্রধান প্রবন্ধ গ্রন্থ
-
সুখ (১৯৬৫) – বার্ট্রান্ড রাসেলের Conquest of Happiness এর অনুবাদ
-
সভ্যতা (১৯৬৫) – ক্লাইভ বেলের Civilization এর ভাবানুবাদ
প্রবন্ধসমূহ:
-
আমাদের দৈন্য
-
আদেশপন্থী ও অনুপ্রেরণাপন্থী
-
মুসলমান সাহিত্যিকদের চিন্তাধারা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago