চর্যার ২৪নং বিলুপ্ত পদটি কোন কবির রচনা?
A
লুইপা
B
কাহ্নপা
C
কুক্কুরীপা
D
ভুসুকুপা
উত্তরের বিবরণ
কাহ্নপা
-
তিনি ছিলেন বৌদ্ধ সিদ্ধাচার্য ও চর্যাপদ কবি।
-
প্রকৃত নাম: কৃষ্ণাচার্য পাদ; অপভ্রংশে পরিচিতি: কাহ্নপা, কনহপা, কাহ্নিল পা ইত্যাদি।
-
বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ-এর কবিগোষ্ঠীর মধ্যে তিনিই শ্রেষ্ঠ।
-
কার্যকাল: পালরাজ দেবপালের শাসনামলে (প্রায় ৯০০–৯৫০ খ্রিস্টাব্দ)।
-
চর্যাপদের ২৩ জন কবির মধ্যে কাহ্নপা রচিত পদসংখ্যা সর্বাধিক, মোট ১৩টি।
-
উল্লেখযোগ্য: তাঁর রচিত ২৪ নং পদটি পাওয়া যায়নি।

0
Updated: 20 hours ago
২০) পদসংখ্যার বিচারে চর্যাপদের কবি গোষ্ঠীর শ্রেষ্ঠ কবি কে?
Created: 1 month ago
A
ভুসুকুপা
B
ডোম্বীপা
C
কাহ্নপা
D
শবরপা
কাহ্নপা
পরিচয়:
-
কাহ্নপা ছিলেন বৌদ্ধ সিদ্ধাচার্য এবং চর্যাপদকর্তা।
-
প্রকৃত নাম: কৃষ্ণাচার্য পাদ; অপভ্রংশে: কাহ্নপা, কনহপা, কাহিল পা ইত্যাদি।
-
বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের কবি গোষ্ঠীর মধ্যে শ্রেষ্ঠ কবি।
কাল ও সময়:
-
পালরাজ দেবপালের রাজত্বকালে (আনুমানিক ৯০০-৯৫০ খ্রিষ্টাব্দ) সক্রিয় ছিলেন।
চর্যাপদের পদসংখ্যা:
-
চর্যাপদের ২৩ জন কবির মধ্যে কাহ্নপা’র পদসংখ্যা সর্বাধিক।
-
মোট ১৩টি পদ রচিত হলেও, ২৪ নং পদ পাওয়া যায়নি।
-
প্রাপ্ত পদ সংখ্যা: ১২টি
-
উদ্ধার হওয়া পদসমূহ: ৭, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৮, ১৯, ৩৬, ৪০, ৪২, ৪৫ নং পদ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago