What kind of hat exchange takes place in the play Waiting for Godot?
A
Vladimir and Lucky swap hats
B
Estragon and Pozzo swap hats
C
Vladimir and Estragon swap hats
D
Pozzo and Lucky swap hats
উত্তরের বিবরণ
Vladimir ও Lucky টুপি বদল করে, এবং এর মাধ্যমে এক অদ্ভুত কৌতুক তৈরি হয়। এটি পরিচয়, ভূমিকা এবং মানুষের অসার পরিবর্তনের প্রতীক।
0
Updated: 1 month ago
What is the dramatic function of the repeated phrase “Nothing to be done” in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
It explains political defeat
B
It opens hope for change
C
It introduces comic relief
D
It conveys the futility of action
“Nothing to be done” নাটকের মূল মেজাজ প্রকাশ করে। মানুষের কোনো কার্যকারিতা নেই, শুধু অপেক্ষা। এটি Absurdist নাটকের কেন্দ্রীয় লাইন।
0
Updated: 1 month ago
What is the role of silence in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
To highlight emptiness and tension
B
To give rhythm like music
C
To symbolise divine presence
D
To express political protest
নাটকে সংলাপের পাশাপাশি নীরবতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চরিত্ররা অনেক সময় কিছু না বলে দাঁড়িয়ে থাকে। এই নীরবতা আসলে জীবনের শূন্যতা প্রকাশ করে। দর্শকও অনুভব করে সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। Beckett নীরবতাকে ভাষার মতোই ব্যবহার করেছেন নাটকের দার্শনিক শক্তি বাড়াতে।
0
Updated: 1 month ago
What is suggested by Pozzo’s blindness in Act II in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
Fall of power and vision
B
Rise of wisdom
C
Punishment by Godot
D
Illness cured by Lucky
Pozzo প্রথমে শক্তিশালী ও প্রভুত্বশালী ছিল। দ্বিতীয় অঙ্কে অন্ধ হয়ে যায়। এটি ক্ষমতার পতন ও জীবনের ভঙ্গুরতা প্রতিফলিত করে।
0
Updated: 1 month ago