What does Lucky lose when he reappears in Act II in the play Waiting for Godot?
A
His ability to speak
B
His physical strength
C
His master’s trust
D
His memory
উত্তরের বিবরণ
Lucky দ্বিতীয় অঙ্কে আর কথা বলতে পারে না। প্রথম অঙ্কে সে বক্তৃতা দিয়েছিল, যা অসংলগ্ন ছিল। এখন তার কণ্ঠও হারিয়ে যায়। এটি মানুষের প্রকাশক্ষমতার ক্ষয় এবং নিস্তব্ধতার প্রতীক।

0
Updated: 20 hours ago
What does Estragon constantly complain about regarding his body in the play Waiting for Godot?
Created: 20 hours ago
A
His feet
B
His stomach
C
His head
D
His hands
Estragon বারবার তার পায়ের ব্যথা নিয়ে অভিযোগ করে। জুতা খুলে, পরে আবার পরে। এটি মানবিক কষ্ট ও জীবনের দারিদ্র্যের প্রতীক।

0
Updated: 20 hours ago
Why does Estragon want to leave Vladimir at times in the play Waiting for Godot?
Created: 19 hours ago
A
Because of quarrels and despair
B
Because of wealth and ambition
C
Because of Godot’s arrival
D
Because of family duties
Estragon ও Vladimir বারবার একে অপরের সাথে ঝগড়া করে। Estragon মনে করে তাদের অপেক্ষা অর্থহীন। কখনো সে Vladimir–কে ছেড়ে যেতে চায়।
কিন্তু শেষ পর্যন্ত সে থেকে যায়, কারণ একাকিত্ব তাকে ভীত করে। এই সম্পর্ক মানুষে–মানুষে নির্ভরতার প্রতীক। জীবন যতই অসার হোক, মানুষ সম্পর্ক ধরে রাখে বেঁচে থাকার জন্য।
Estragon–এর দোটানা দেখায় যে মানুষ স্বাধীন হতে চাইলেও আসলে সম্পর্ক ও সমাজের বন্ধন থেকে পুরোপুরি আলাদা হতে পারে না।

0
Updated: 19 hours ago
What language style is frequently used in Waiting for Godot to create absurdity?
Created: 20 hours ago
A
Repetition and circular dialogue
B
Epic poetry style
C
Rhetorical speeches
D
Biblical sermon
Beckett নাটকে বারবার একই সংলাপ ব্যবহার করেছেন। চরিত্ররা একই প্রশ্ন করে, একই উত্তর দেয়। এই পুনরাবৃত্তি জীবনের অর্থহীন চক্রকে প্রকাশ করে। দর্শক বুঝতে পারে সময় চলে যাচ্ছে, কিন্তু কোনো অগ্রগতি নেই। এটি Absurdist নাটকের অন্যতম কৌশল।

0
Updated: 20 hours ago