What does Lucky lose when he reappears in Act II in the play Waiting for Godot?
A
His ability to speak
B
His physical strength
C
His master’s trust
D
His memory
উত্তরের বিবরণ
Lucky দ্বিতীয় অঙ্কে আর কথা বলতে পারে না। প্রথম অঙ্কে সে বক্তৃতা দিয়েছিল, যা অসংলগ্ন ছিল। এখন তার কণ্ঠও হারিয়ে যায়। এটি মানুষের প্রকাশক্ষমতার ক্ষয় এবং নিস্তব্ধতার প্রতীক।
0
Updated: 1 month ago
What does the tree symbolise in Waiting for Godot?
Created: 3 weeks ago
A
Eternal life
B
Religious salvation
C
Both hope and barrenness
D
The passage of time and change
"Waiting for Godot" নাটকে গাছ (Tree) একটি গভীর প্রতীকী উপাদান, যা একই সঙ্গে আশা (Hope) এবং বিরানতা বা নিঃসারতা (Barrenness) — এই দুই বিপরীত অর্থ বহন করে।
-
প্রথমত, গাছটি সেই আশার প্রতীক, যা ভ্লাদিমির ও এস্ট্রাগন (Vladimir and Estragon) বারবার Godot-এর আগমনের প্রত্যাশায় ধরে রাখে। এটি যেন এক নবজীবনের বা পরিবর্তনের সম্ভাবনা, যা তাদের একঘেয়ে অস্তিত্বে সামান্য আলো আনে।
-
দ্বিতীয়ত, একই গাছ আবার একটি বিরান, অর্থহীন অস্তিত্বের প্রতিচ্ছবি। এর প্রায় পাতাহীন, শুষ্ক রূপ মানুষ জীবনের নিষ্ফল অপেক্ষা ও সময়ের স্থবিরতাকে ইঙ্গিত করে।
-
নাটকের মধ্যভাগে গাছের সামান্য পরিবর্তন (পাতা গজানো) আবার এক ঝলক আশার জন্ম দেয়, কিন্তু শেষ পর্যন্ত সেই আশা অর্থহীন প্রতীক্ষায় বিলীন হয়।
অতএব, গাছটি নাটকে একই সঙ্গে আশা ও শূন্যতার প্রতীক, যা মানবজীবনের অস্তিত্ববাদী সংকটকে নিখুঁতভাবে তুলে ধরে।
0
Updated: 3 weeks ago
Who is described as carrying a heavy bag and treated cruelly in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
Lucky
B
Vladimir
C
Estragon
D
The Boy
Lucky Pozzo–র দাস, যে বোঝা বহন করে। তার অবস্থান অত্যাচারিত মানুষের প্রতীক। সে যখন বক্তৃতা দেয়, তখন তার অযৌক্তিক শব্দচয়নের ভেতর দিয়ে শিক্ষার ভণ্ডামি ও সভ্যতার শূন্যতা প্রকাশিত হয়। Lucky আধুনিক মানুষের শোষণকেও বোঝায়।
0
Updated: 1 month ago
What is the Boy’s reply when asked if Godot beats his brother in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
Yes, he beats him
B
No, he treats him kindly
C
Sometimes, when angry
D
I don’t know
Boy জানায় যে Godot তার ভাইকে মারধর করে। এটি Godot–এর প্রতিশ্রুতির আড়ালে লুকানো নিষ্ঠুরতাকে বোঝায়।
0
Updated: 1 month ago