What is Lucky forced to wear around his neck in the play Waiting for Godot?
A
A rope
B
A chain
C
A scarf
D
A bell
উত্তরের বিবরণ
Lucky–এর গলায় দড়ি বেঁধে Pozzo তাকে চালায়। এটি দাসত্ব ও শোষণের প্রতীক। তার কোনো স্বাধীনতা নেই। Beckett দেখিয়েছেন, মানুষ সমাজে এমনভাবে বাঁধা যে তাদের মুক্তি নেই।
0
Updated: 1 month ago
Which dramatic technique does Beckett use to challenge traditional storytelling in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
Chorus commentary
B
Flashback-driven narrative
C
Non-linear structure and lack of plot
D
Multiple subplots
Waiting for Godot–এর কোনো নির্দিষ্ট প্লট নেই। চরিত্ররা অপেক্ষা করে, আলাপ করে, আবার একই অবস্থায় ফিরে যায়। Beckett নাটকের প্রচলিত গল্পের কাঠামো ভেঙে দেন।
এখানে কোনো শুরু, মধ্য বা শেষ নেই; কেবল পুনরাবৃত্তি। দর্শক এক ধরনের শূন্যতার অভিজ্ঞতা পায়, যা জীবনেরই প্রতিচ্ছবি। জীবনে যেমন অনেক কাজের স্পষ্ট ফল হয় না, তেমনি নাটকেও বারবার চেষ্টা হয়, কিন্তু কিছুই ঘটে না।
এই প্লটহীন কাঠামো থিয়েটারের প্রচলিত বাস্তবতাকে অস্বীকার করে নতুন দার্শনিক দিক উন্মোচন করে, যাকে বলা হয় Absurdist নাটকের মূল বৈশিষ্ট্য।
0
Updated: 1 month ago
What stage feature shows the minimalism of the play Waiting for Godot?
Created: 1 month ago
A
A palace hall
B
A tree and a country road
C
A church interior
D
A market square
নাটকের মঞ্চে কেবল একটি শুকনো গাছ এবং একটি নির্জন রাস্তা। এই মিনিমাল সেটিং Absurdist নাটকের বৈশিষ্ট্য। এটি বোঝায় পৃথিবী শূন্য, মানুষ অপেক্ষা ছাড়া কিছুই করতে পারে না। Beckett মিনিমালিজম ব্যবহার করেছেন দর্শকদের দৃষ্টি সরাসরি চরিত্র ও কথোপকথনে আনতে।
0
Updated: 1 month ago
What is suggested by the recurring beatings Estragon suffers in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
Symbol of divine justice
B
Punishment for betrayal
C
Endless cycle of human suffering
D
Memory of childhood trauma
Estragon প্রায়ই অজানা লোকদের হাতে মার খায়। এর কোনো কারণ নেই, কোনো পরিবর্তনও আসে না। প্রতিদিন একই ঘটনার পুনরাবৃত্তি হয়। এটি জীবনের অর্থহীন কষ্টের প্রতীক।
মানুষ প্রতিদিন ছোট–বড় আঘাত সহ্য করে, কিন্তু তার কোনো ব্যাখ্যা বা সমাধান পায় না। Beckett এখানে মানব জীবনের অন্তহীন কষ্ট ও নির্যাতনকে সাধারণ ঘটনা হিসেবে দেখিয়েছেন, যা Absurdist দর্শনের মূল বার্তা।
0
Updated: 1 month ago