Which character often refers to bladder problems in the play Waiting for Godot?
A
Vladimir
B
Estragon
C
Pozzo
D
Lucky
উত্তরের বিবরণ
Vladimir–এর শারীরিক সমস্যার উল্লেখ নাটকে হাস্যরসের জন্ম দেয়, তবে এটি মানুষের দুর্বলতাও বোঝায়। অস্তিত্ববাদী নাটকে শারীরিক সীমাবদ্ধতা মানুষের অসহায় অবস্থার প্রতীক। এখানে দেহের ক্ষুদ্র সমস্যা জীবনের অসারতার সাথে মিলে যায়।

0
Updated: 20 hours ago
Waiting for Godot is written by -
Created: 2 weeks ago
A
American author
B
Irish author
C
French author
D
Russian author
Waiting for Godot
-
রচয়িতা: Irish writer Samuel Beckett
-
ধরণ: Absurd play, two-act tragic-comedy
-
মূল ফরাসি নাটক En attendant Godot → Beckett নিজেই ইংরেজিতে অনুবাদ করেন
-
প্রকাশ: 1952
-
Theatre of the Absurd এর প্রথম সফল নাটক
-
1969 সালে এই নাটকের জন্য Beckett সাহিত্যে নোবেল পুরস্কার পান
কাহিনী:
-
দুটি চরিত্র Vladimir ও Estragon একটি গাছের নিচে অপেক্ষা করে Godot নামের কারও জন্য
-
তারা বিশ্বাস করে Godot এলে জীবনে অর্থ আসবে, কিন্তু তিনি আসেন না
-
নাটকে একঘেয়েমি, হতাশা ও সমাজের অস্থিরতা ফুটে ওঠে
-
প্রতীকীভাবে এটি মানবজীবনের অনিশ্চয়তা ও অস্তিত্বের মানে খোঁজার কাহিনী
Samuel Beckett
-
Irish novelist, critic, playwright
-
Nobel Prize in Literature: 1969
Best Works (plays):
-
Waiting for Godot
-
Endgame
-
Happy Days

0
Updated: 2 weeks ago
What is the role of silence in the play Waiting for Godot?
Created: 19 hours ago
A
To highlight emptiness and tension
B
To give rhythm like music
C
To symbolise divine presence
D
To express political protest
নাটকে সংলাপের পাশাপাশি নীরবতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চরিত্ররা অনেক সময় কিছু না বলে দাঁড়িয়ে থাকে। এই নীরবতা আসলে জীবনের শূন্যতা প্রকাশ করে। দর্শকও অনুভব করে সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। Beckett নীরবতাকে ভাষার মতোই ব্যবহার করেছেন নাটকের দার্শনিক শক্তি বাড়াতে।

0
Updated: 19 hours ago
Which season is suggested in Act II with the tree’s leaves in the play Waiting for Godot?
Created: 12 hours ago
A
Spring
B
Summer
C
Autumn
D
Winter
দ্বিতীয় অঙ্কে গাছে কিছু পাতা দেখা যায়। এটি নতুনত্বের প্রতীক, তবে বাস্তবে কোনো পরিবর্তন আনে না। আশা ও হতাশা পাশাপাশি চলে।

0
Updated: 12 hours ago