What dramatic genre best defines Waiting for Godot?
A
Theatre of the Absurd
B
Romantic tragedy
C
Classical comedy
D
Realist drama
উত্তরের বিবরণ
Waiting for Godot Absurdist নাটকের সেরা উদাহরণ। এখানে কোনো প্রচলিত কাহিনি, শুরু-মধ্য-শেষ নেই। কেবল অপেক্ষা, পুনরাবৃত্তি আর অর্থহীন কথোপকথন। Absurdist নাটকের লক্ষ্য হলো দর্শকদের সামনে জীবনের অসারতা স্পষ্ট করে ধরা। Beckett এই নাটকে সেটাই করেছেন।

0
Updated: 20 hours ago
What language style is frequently used in Waiting for Godot to create absurdity?
Created: 20 hours ago
A
Repetition and circular dialogue
B
Epic poetry style
C
Rhetorical speeches
D
Biblical sermon
Beckett নাটকে বারবার একই সংলাপ ব্যবহার করেছেন। চরিত্ররা একই প্রশ্ন করে, একই উত্তর দেয়। এই পুনরাবৃত্তি জীবনের অর্থহীন চক্রকে প্রকাশ করে। দর্শক বুঝতে পারে সময় চলে যাচ্ছে, কিন্তু কোনো অগ্রগতি নেই। এটি Absurdist নাটকের অন্যতম কৌশল।

0
Updated: 20 hours ago
What is Estragon’s nickname in the play Waiting for Godot?
Created: 20 hours ago
A
Gogo
B
Didi
C
Gigi
D
Toto
Estragon–কে Vladimir ডাকেন “Gogo।” Vladimir–এর ডাকনাম “Didi।” এই নামগুলো তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা দেখায়।

0
Updated: 20 hours ago
What is suggested by the recurring beatings Estragon suffers in the play Waiting for Godot?
Created: 20 hours ago
A
Symbol of divine justice
B
Punishment for betrayal
C
Endless cycle of human suffering
D
Memory of childhood trauma
Estragon প্রায়ই অজানা লোকদের হাতে মার খায়। এর কোনো কারণ নেই, কোনো পরিবর্তনও আসে না। প্রতিদিন একই ঘটনার পুনরাবৃত্তি হয়। এটি জীবনের অর্থহীন কষ্টের প্রতীক।
মানুষ প্রতিদিন ছোট–বড় আঘাত সহ্য করে, কিন্তু তার কোনো ব্যাখ্যা বা সমাধান পায় না। Beckett এখানে মানব জীবনের অন্তহীন কষ্ট ও নির্যাতনকে সাধারণ ঘটনা হিসেবে দেখিয়েছেন, যা Absurdist দর্শনের মূল বার্তা।

0
Updated: 20 hours ago