What dramatic genre best defines Waiting for Godot?
A
Theatre of the Absurd
B
Romantic tragedy
C
Classical comedy
D
Realist drama
উত্তরের বিবরণ
Waiting for Godot Absurdist নাটকের সেরা উদাহরণ। এখানে কোনো প্রচলিত কাহিনি, শুরু-মধ্য-শেষ নেই। কেবল অপেক্ষা, পুনরাবৃত্তি আর অর্থহীন কথোপকথন। Absurdist নাটকের লক্ষ্য হলো দর্শকদের সামনে জীবনের অসারতা স্পষ্ট করে ধরা। Beckett এই নাটকে সেটাই করেছেন।
0
Updated: 1 month ago
Waiting for Godot is written by -
Created: 1 month ago
A
American author
B
Irish author
C
French author
D
Russian author
Waiting for Godot
-
রচয়িতা: Irish writer Samuel Beckett
-
ধরণ: Absurd play, two-act tragic-comedy
-
মূল ফরাসি নাটক En attendant Godot → Beckett নিজেই ইংরেজিতে অনুবাদ করেন
-
প্রকাশ: 1952
-
Theatre of the Absurd এর প্রথম সফল নাটক
-
1969 সালে এই নাটকের জন্য Beckett সাহিত্যে নোবেল পুরস্কার পান
কাহিনী:
-
দুটি চরিত্র Vladimir ও Estragon একটি গাছের নিচে অপেক্ষা করে Godot নামের কারও জন্য
-
তারা বিশ্বাস করে Godot এলে জীবনে অর্থ আসবে, কিন্তু তিনি আসেন না
-
নাটকে একঘেয়েমি, হতাশা ও সমাজের অস্থিরতা ফুটে ওঠে
-
প্রতীকীভাবে এটি মানবজীবনের অনিশ্চয়তা ও অস্তিত্বের মানে খোঁজার কাহিনী
Samuel Beckett
-
Irish novelist, critic, playwright
-
Nobel Prize in Literature: 1969
Best Works (plays):
-
Waiting for Godot
-
Endgame
-
Happy Days
0
Updated: 1 month ago
What is Estragon’s nickname in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
Gogo
B
Didi
C
Gigi
D
Toto
Estragon–কে Vladimir ডাকেন “Gogo।” Vladimir–এর ডাকনাম “Didi।” এই নামগুলো তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা দেখায়।
0
Updated: 1 month ago
Which dramatic technique does Beckett use to challenge traditional storytelling in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
Chorus commentary
B
Flashback-driven narrative
C
Non-linear structure and lack of plot
D
Multiple subplots
Waiting for Godot–এর কোনো নির্দিষ্ট প্লট নেই। চরিত্ররা অপেক্ষা করে, আলাপ করে, আবার একই অবস্থায় ফিরে যায়। Beckett নাটকের প্রচলিত গল্পের কাঠামো ভেঙে দেন।
এখানে কোনো শুরু, মধ্য বা শেষ নেই; কেবল পুনরাবৃত্তি। দর্শক এক ধরনের শূন্যতার অভিজ্ঞতা পায়, যা জীবনেরই প্রতিচ্ছবি। জীবনে যেমন অনেক কাজের স্পষ্ট ফল হয় না, তেমনি নাটকেও বারবার চেষ্টা হয়, কিন্তু কিছুই ঘটে না।
এই প্লটহীন কাঠামো থিয়েটারের প্রচলিত বাস্তবতাকে অস্বীকার করে নতুন দার্শনিক দিক উন্মোচন করে, যাকে বলা হয় Absurdist নাটকের মূল বৈশিষ্ট্য।
0
Updated: 1 month ago