What does Godot symbolize in the play Waiting for Godot?
A
An unattainable hope or salvation
B
A political leader
C
A lost family member
D
A wealthy merchant
উত্তরের বিবরণ
Godot কখনো মঞ্চে আসে না। তাকে সবাই আশা করে, কিন্তু সে আসে না। Godot মুক্তি, ঈশ্বর বা ভবিষ্যতের প্রতিশ্রুতির প্রতীক। Beckett দেখিয়েছেন মানুষ জীবনের অর্থ খুঁজে পেতে বাইরের কারো জন্য অপেক্ষা করে, অথচ সেই অপেক্ষা কখনো শেষ হয় না।
0
Updated: 1 month ago
What stage feature shows the minimalism of the play Waiting for Godot?
Created: 1 month ago
A
A palace hall
B
A tree and a country road
C
A church interior
D
A market square
নাটকের মঞ্চে কেবল একটি শুকনো গাছ এবং একটি নির্জন রাস্তা। এই মিনিমাল সেটিং Absurdist নাটকের বৈশিষ্ট্য। এটি বোঝায় পৃথিবী শূন্য, মানুষ অপেক্ষা ছাড়া কিছুই করতে পারে না। Beckett মিনিমালিজম ব্যবহার করেছেন দর্শকদের দৃষ্টি সরাসরি চরিত্র ও কথোপকথনে আনতে।
0
Updated: 1 month ago
What classical dramatic unity is subverted in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
Unity of action
B
Unity of time
C
Unity of place
D
All three unities
Aristotle–এর তিনটি dramatic unity–কে Beckett ভেঙে দিয়েছেন। এখানে সময় অস্পষ্ট, স্থান অনির্দিষ্ট, আর ঘটনাও পুনরাবৃত্ত। Absurdist নাটকের এটাই বৈশিষ্ট্য।
0
Updated: 1 month ago
What genre label did Martin Esslin give to Waiting for Godot?
Created: 1 month ago
A
Theatre of the Absurd
B
Theatre of Cruelty
C
Epic Theatre
D
Naturalist Theatre
সমালোচক Martin Esslin Absurdist নাটকের ধারায় Waiting for Godot–কে প্রধান উদাহরণ হিসেবে উল্লেখ করেন। জীবনের অসারতা, পুনরাবৃত্তি ও অনিশ্চয়তা এর মূল বৈশিষ্ট্য।
0
Updated: 1 month ago