A
while his brother discusses the effects of pollution.
B
while his brother discussed the effects of pollution.
C
while his brother was discussing the effects of pollution.
D
while had brother discussed the effects of pollution.
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো:
গ) while his brother was discussing the effects of pollution.
সম্পূর্ণ বাক্য:
"As they waited, Rahim argued against war while his brother was discussing the effects of pollution."
বাংলায়:
"তারা অপেক্ষা করছিল যখন রাহিম যুদ্ধের বিরুদ্ধে যুক্তি দিচ্ছিলেন, আর তার ভাই তখন দূষণের প্রভাব নিয়ে আলোচনা করছিল।"
While দিয়ে দুইটি বাক্যাংশ যুক্ত হলে যে নিয়মগুলো পালন করতে হয়:
-
যদি while এর আগে অংশটি past indefinite (সাধারণ অতীত) থাকে, তাহলে পরের অংশটি past continuous (অতীত চলমান কাল) হতে হবে।
-
বিপরীতভাবে, যদি while যুক্ত অংশটি past continuous হয়, তাহলে অপরটি past indefinite হবে।
-
যখন দুটি ক্লজ while দিয়ে যুক্ত করা হয়, তখন যেই ক্লজের শুরুতে while থাকবে সেটি অবশ্যই continuous tense এ হবে।

0
Updated: 3 weeks ago