'দারিদ্র্য' কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
A
অগ্নিবীণা
B
সিন্ধু হিন্দোল
C
সাম্যবাদী
D
প্রলয় শিখা
উত্তরের বিবরণ
কাজী নজরুল ইসলাম ও ‘সিন্ধু হিন্দোল’
-
‘দারিদ্র্য’ কবিতা:
-
কাব্যগ্রন্থ: সিন্ধু হিন্দোল
-
কবির লাইন:
“হে দারিদ্র্য, তুমি মোরে করেছো মহান্।
তুমি মোরে দানিয়াছ খ্রীষ্টের সম্মান।”
-
-
সিন্ধু হিন্দোল:
-
রচয়িতা: কাজী নজরুল ইসলাম
-
ধরণ: প্রেমকাব্য
-
উল্লেখযোগ্য কবিতা:
-
গোপন প্রিয়া
-
অনামিকা
-
বিদায়-স্মরণে
-
পথের স্মৃতি
-
উন্মনা
-
দারিদ্র্য
-
বাসন্তী
-
ফাল্গুনী
-
বধূ-বরণ
-
রাখী-বন্ধন
-
চাঁদনী রাতে
-
মাধবী-প্রলাপ ইত্যাদি
-
-
0
Updated: 1 month ago
"বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া-ভার,
ঐ হলো পুণ্যের যাত্রীরা খেয়া পার।" - কবিতাংশটু কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Created: 1 month ago
A
সর্বহারা
B
অগ্নিবীণা
C
ভাঙার গান
D
দোলনচাঁপা
কবিতাংশ:
"বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া-ভার, ঐ হলো পুণ্যের যাত্রীরা খেয়া পার" – কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘খেয়া পারের তরণী’ কবিতার অংশ।
কাজী নজরুল ইসলাম:
-
বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯), চুরুলিয়া গ্রাম, বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গ।
-
ডাক নাম: দুখু মিয়া।
-
বাংলা সাহিত্যে পরিচিত ‘বিদ্রোহী কবি’ নামে।
-
আধুনিক বাংলা গানের জগতে খ্যাত ‘বুলবুল’।
0
Updated: 1 month ago
কুহেলিকা উপন্যাসের নায়ক চরিত্র কোনটি?
Created: 3 weeks ago
A
নুরুল হুদা
B
মাহবুব
C
রবিউল
D
জাহাঙ্গীর
কুহেলিকা উপন্যাস ও কাজী নজরুল ইসলাম
কুহেলিকা উপন্যাস:
কাজী নজরুল ইসলাম রচিত 'কুহেলিকা' উপন্যাসটি ১৯৩৪ বঙ্গাব্দে 'নওরোজ' পত্রিকায় প্রকাশিত হয়। এটি একটি রাজনৈতিক উপন্যাস, যেখানে রাজনৈতিক প্রসঙ্গ অত্যন্ত বিস্তৃত ক্যানভাসে চিত্রিত হয়েছে। উপন্যাসের নায়ক হলেন জাহাঙ্গীর।
উক্তি হিসেবে এই উপন্যাসের বিখ্যাত বাক্য: "ইহারা মায়াবিনীর জাত। ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে। ইহারা গহন পথের কণ্টক, রাজপথের দস্যু।"
প্রধান চরিত্র:
-
কুহেলিকা
-
তাহমিনা
-
ফিরদৌস বেগম
অন্যদিকে, বাঁধনহারা উপন্যাস:
কাজী নজরুল ইসলামের 'বাঁধনহারা' উপন্যাসের প্রধান চরিত্রগুলো হলো:
-
নুরুল হুদা
-
মাহবুবা
-
রাবেয়া
-
আয়েশা
-
মনুয়র
-
সোফিয়া
-
রবিউল
-
রোকেয়া (মা)
স ও কাজী নজরুল ইসলাম
কুহেলিকা উপন্যাস:
স ও কাজী নজরুল ইসলাম
কুহেলিকা উপন্যাস:
0
Updated: 3 weeks ago
ব্রিটিশ সরকার কর্তৃক কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি প্রথম নিষিদ্ধ হয়?
Created: 1 month ago
A
বিষের বাঁশী
B
যুগবাণী
C
ভাঙার গান
D
প্রলয় শিখা
কাজী নজরুল ইসলামের বেশ কয়েকটি গ্রন্থ ব্রিটিশ শাসনামলে রাজনৈতিক ও বিপ্লবী চেতনার কারণে নিষিদ্ধ করা হয়েছিল। মোট পাঁচটি গ্রন্থ নিষিদ্ধ ঘোষিত হয়েছিল, যেগুলো নিচে দেওয়া হলো—
-
যুগবাণী: প্রবন্ধ গ্রন্থ। এটি ছিল নজরুলের প্রথম নিষিদ্ধ গ্রন্থ, যা নিষিদ্ধ করা হয় ২৩ নভেম্বর, ১৯২২ সালে। পরবর্তীতে এর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় ১৯৪৭ সালে।
-
বিষের বাঁশী: কবিতাগ্রন্থ। নিষিদ্ধ হয় ২২ অক্টোবর, ১৯২৪। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় ২৭ এপ্রিল, ১৯৪৫।
-
ভাঙার গান: কবিতাগ্রন্থ। নিষিদ্ধ করা হয় ১১ অক্টোবর, ১৯২৪।
-
প্রলয় শিখা: কবিতাগ্রন্থ। নিষিদ্ধ হয় ১৭ সেপ্টেম্বর, ১৯৩০।
-
চন্দ্রবিন্দু: গানের সংকলন। নিষিদ্ধ ঘোষণা করা হয় ১৪ অক্টোবর, ১৯৩১।
উৎস:
0
Updated: 1 month ago