'বিজ্ঞানরহস্য' প্রবন্ধের রচয়িতা কে?
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
কাজী নজরুল ইসলাম
C
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরের বিবরণ
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও ‘বিজ্ঞানরহস্য’ প্রবন্ধগ্রন্থ
-
বিজ্ঞানরহস্য:
-
প্রবন্ধগ্রন্থের রচয়িতা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮–১৮৯৪):
-
জন্মস্থান: চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রাম
-
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস: দুর্গেশনন্দিনী (১৮৬৫)
-
ত্রয়ী উপন্যাস: আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম
-
বাংলা উপন্যাসের জনক হিসেবে খ্যাত
-
-
অন্য প্রবন্ধগ্রন্থ ও সংকলন:
-
লোকরহস্য
-
কমলাকান্তের দপ্তর
-
বিবিধ সমালোচনা
-
সাম্য
-
কৃষ্ণচরিত্র
-
ধর্মতত্ত্ব অনুশীলন
-
মুচিরাম গুড়ের জীবনচরিত ইত্যাদি
-
0
Updated: 1 month ago
ভীষ্মদেব খোশনবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র?
Created: 1 week ago
A
কমলাকান্ত
B
লোকরহস্য মু
C
চিরাম গুড়ের জীবনচরিত
D
যুগলাঙ্গুরীয়
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের "কমলাকান্তের দপ্তর" একটি ব্যতিক্রমধর্মী রম্যরচনা, যেখানে তিনি সমাজের নানা দিক ও মানুষের অস্বাভাবিক আচরণ নিয়ে হাস্যরসাত্মক ও ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। এই গ্রন্থটি মূলত তিনটি অংশে বিভক্ত:
১. কমলাকান্তের দপ্তর,
২. কমলাকান্ত পত্র,
৩. কমলাকান্তের জবানবন্দি।
"কমলাকান্তের দপ্তর" বঙ্কিমচন্দ্রের একটি হাস্যরসাত্মক প্রবন্ধ সংগ্রহ, যেখানে কমলাকান্ত নামের চরিত্রটি বিভিন্ন অসংগতি ও বিচিত্র মানুষদের নিয়ে তীব্র সোজাসাপ্টা মন্তব্য করেছেন। গ্রন্থটির রচনায় বঙ্কিমচন্দ্র ইংরেজ সাহিত্যিক ডি-কুইনসির Confession of an English Opium Eater থেকে অনুপ্রাণিত হয়েছিলেন। ১৮৭৫ সালে রচিত এই প্রবন্ধগুলো কমলাকান্ত চরিত্রের জবানিতে উপস্থাপিত।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য প্রবন্ধগুলোও তার গভীর দর্শন ও সমাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছে, যেমন:
-
লোকরহস্য,
-
বিবিধ সমালোচনা,
-
সাম্য,
-
কৃষ্ণচরিত্র,
-
ধর্মতত্ত্ব অনুশীলন, ইত্যাদি।
তাঁর কিছু বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে:
-
কপালকুণ্ডলা,
-
মৃণালিনী,
-
বিষবৃক্ষ,
-
ইন্দিরা,
-
চন্দ্রশেখর,
-
রাজসিংহ,
এছাড়া আরও অনেক উল্লেখযোগ্য কাজ রয়েছে, যা বাংলা সাহিত্যের অমূল্য রত্ন হিসেবে বিবেচিত।
0
Updated: 1 week ago
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘ত্রয়ী’ উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
বিষবৃক্ষ, আনন্দমঠ, সীতারাম
B
দেবী চৌধুরানী, রাজসিংহ, আনন্দমঠ
C
আনন্দমঠ, দেবী চৌধুরানী, রাধারানী
D
দেবী চৌধুরানী, সীতারাম, আনন্দমঠ
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
জন্ম: ১৮৩৮, চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রাম
-
পেশা: ঔপন্যাসিক, সাংবাদিক
-
পরিচিতি: বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ; বাংলা উপন্যাসের জনক
-
রচিত প্রথম কাব্যগ্রন্থ: ললিতা তথা মানস
-
রচিত প্রথম ও বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস: দুর্গেশনন্দিনী
-
উল্লেখযোগ্য ত্রয়ী উপন্যাস:
-
আনন্দমঠ
-
দেবী চৌধুরানী
-
সীতারাম
-
0
Updated: 1 month ago
’ললিতা তথা মানস’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
Created: 2 months ago
A
মাইকেল মধুসূদন দত্ত
B
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C
সুকুমার রায়
D
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন ঔপন্যাসিক ও সাংবাদিক।
-
তিনি ১৮৩৮ সালে চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
-
তাঁকে বাংলা উপন্যাসের জনক বলা হয়।
-
তাঁর রচিত প্রথম উপন্যাস ‘রাজমোহনের ওয়াইফ’ (ইংরেজিতে রচিত)।
-
তাঁর রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হলো ‘দুর্গেশনন্দিনী’।
-
তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ হলো ‘ললিতা তথা মানস’।
-
আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম তাঁর ত্রয়ী উপন্যাস।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসসমূহ
-
কপালকুণ্ডলা
-
মৃণালিনী
-
বিষবৃক্ষ
-
ইন্দিরা
-
কৃষ্ণকান্তের উইল
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago