Choose the correct sentence regarding gender usage:
A
The actor won her award for best performance.
B
The actress won her award for best performance.
C
The actress won his award for best performance.
D
The actor won their award for best performance.
উত্তরের বিবরণ
Correct Answer: The actress won her award for best performance।
Explanation:
-
Actress শব্দটি female gender নির্দেশ করে।
-
ইংরেজিতে কোনো নারীর জন্য সাধারণত female pronouns ব্যবহার হয়, যেমন she, her, hers।
-
বাক্যে actress থাকলে pronoun অবশ্যই feminine হতে হবে। এখানে her ব্যবহার করা হয়েছে, যা she-এর objective form এবং সঠিক gender agreement তৈরি করে।
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
খ) The actor won her award for best performance।
-
ভুল। "Actor" সাধারণত male বা male-oriented শব্দ, কিন্তু pronoun "her" female। Gender mismatch হয়েছে।
-
-
গ) The actress won his award for best performance।
-
ভুল। "Actress" female, কিন্তু pronoun "his" male। Gender agreement ভুল।
-
-
ঘ) The actor won their award for best performance।
-
ভুল। "Actor" male, কিন্তু pronoun "their" বহুবচন বা gender-neutral। একবচন male noun-এর সঙ্গে ব্যবহার করা ভুল।
-
Source:

0
Updated: 20 hours ago
What was the first working title of Pride and Prejudice?
Created: 2 weeks ago
A
The Bennet Sisters
B
First Impressions
C
Marriage and Morality
D
Pride Before Love
Jane Austen প্রথমে উপন্যাসটির নাম রেখেছিলেন First Impressions (১৭৯৬ সালে লেখা শুরু হয়)। নামটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ উপন্যাসে প্রায় সব চরিত্রই প্রথম ধারণার উপর ভিত্তি করে অন্যদের বিচার করে।
Elizabeth Darcy-কে অহংকারী ভাবে, আর Darcy Elizabeth-কে “not handsome enough” মনে করে। এই ভুল ধারণাই গল্পের মূল দ্বন্দ্ব সৃষ্টি করে। পরে প্রকাশক নাম পরিবর্তন করে Pride and Prejudice রাখেন। নতুন নামও উপন্যাসের কেন্দ্রীয় দ্বন্দ্বকে প্রতিফলিত করে—Darcy’র Pride আর Elizabeth-এর Prejudice।

0
Updated: 2 weeks ago
The government reduced the _______ corruption of the previous regime, and stopped the freefall of foreign exchange reserves.
Created: 1 week ago
A
arrogant
B
shrine
C
gauche
D
rampant
• Complete sentence:
The government reduced the rampant corruption of the previous regime, and stopped the freefall of foreign exchange reserves.
-
Bangla meaning: সরকার পূর্ববর্তী সরকারের ব্যাপক দুর্নীতি কমিয়ে এনেছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের অবাধ পতন বন্ধ করেছে।
• Given options:
-
ক) arrogant — উদ্ধত
-
খ) shrine — তীর্থস্থান; পুণ্যস্থান; সমাধিমন্দির
-
গ) gauche — সামাজিকভাবে অপ্রতিভ; আড়ষ্ট; কৌশলহীন; কাণ্ডজ্ঞানহীন; বেআক্কেল
-
ঘ) rampant — (রোগব্যাধি, সামাজিক অনাচার) অনিয়ন্ত্রিত, অবাধ; বর্ধনশীল; অব্যাহতভাবে জায়মান
-
ঙ) dormant — সুপ্ত; নিদ্রিত; ঘুমন্ত; এখনো অবচেতন; নিষ্ক্রিয়
• সুতরাং, শূন্যস্থানে সঠিক শব্দ হবে — ঘ) rampant
-
'Rampant corruption' দ্বারা বোঝানো হয়েছে অবাধ, অনিয়ন্ত্রিত এবং ব্যাপক দুর্নীতি, যা কমানোর প্রয়োজন সেই “পূর্ববর্তী শাসনব্যবস্থার” প্রেক্ষাপটের সাথে পুরোপুরি খাপ খায়।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 week ago
The correct sentence of the followings-
Created: 3 months ago
A
A new cabinet has been sworn in in Dhaka
B
A new cabinet has been sworn in Dhaka
C
A new cabinet has been sworn by in Dhaka
D
A new cabinet has sworn in Dhaka
Swear in শপথ গ্রহন করা এবং স্থানের নামের পূর্বে in হবে।
- আবার শপথ কাজটি প্রধান বিচারপতি করান, cabinet নিজে করে না।
- তাই বাক্যটি passive voice হবে।
• Swear in (verb):
English Meaning: to induct into office by administration of an oath.
বাংলা অর্থ:- শপথ গ্রহণ করা।
• প্রশ্নের বাক্যটির সঠিক অর্থ - ঢাকায় নতুন একটি মন্ত্রিপরিষদ শপথ নিয়েছে।
- লক্ষণীয়, আনুষ্ঠানিক শপথ নিজে নিজে গ্রহণ করা হয় না, অন্য আরেকজনের মাধ্যমে শপথ গ্রহণ করতে হয়।
- যেমন: প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের রাষ্ট্রপতি শপথবাক্য পাঠ করান।
• তাই এখানে বাক্যেটি active voice এ না হয়ে passive voice এ হবে।
- সঠিক উত্তর - A new cabinet has been sworn in in Dhaka.
Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.

0
Updated: 3 months ago