Pick the correct sentence from the options below.
A
Hundred kilometers are too far to run.
B
Every students are not present today in the class.
C
One should take care of his health.
D
He asked for some advice about his career.
উত্তরের বিবরণ
Correct Sentence: He asked for some advice about his career।
-
কারণ advice হচ্ছে uncountable noun, তাই এর plural form হয় না। এটি singular verb বা singular context নেয়।
Advice (Noun)
-
English Meaning: An opinion or a suggestion about what somebody should do in a particular situation.
-
Bangla Meaning: উপদেশ; পরামর্শ।
Usage Notes:
-
Advice একটি uncountable noun।
-
এর আগে article (a/an) ব্যবহার করা যায় না এবং plural form নেই।
-
নির্দিষ্ট বোঝাতে the ব্যবহার করা হয়।
-
Plural করতে হলে a piece of advice (singular) কে two pieces of advice (plural) লিখতে হয়।
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
ক) একক সমষ্টি বোঝাতে যেমন অর্থ, সময়, দূরত্ব, singular verb ব্যবহার হয়, যদিও plural noun থাকে। উদাহরণ: Hundred kilometers is…
-
খ) Every এর সাথে plural noun (students) singular subject তৈরি করে, তাই verb singular হয়।
-
ঘ) his এর পরিবর্তে one’s হবে। কারণ one-এর possessive case হলো one’s।
Source:

0
Updated: 20 hours ago
What does Ulysses mean by “gray spirit”?
Created: 2 weeks ago
A
His soul in old age
B
A dead soul
C
His kingdom
D
His son’s nature
“Gray spirit” বলতে ইউলিসিস তাঁর নিজের বৃদ্ধ আত্মাকে বোঝাচ্ছেন। বয়স বাড়লেও তাঁর মন এখনো জ্ঞান ও অভিযানের জন্য তৃষ্ণার্ত। তিনি বলেন তাঁর ধূসর আত্মা এখনো নতুন কিছু জানতে আকুল। এই অভিব্যক্তি তাঁর অদম্য মনোবল ও বার্ধক্যেও সক্রিয় থাকার ইচ্ছা প্রকাশ করে।

1
Updated: 2 weeks ago
Choose the right preposition for the sentence. She argued ____ me about the marriage.
Created: 2 months ago
A
with
B
for
C
to
D
from
Argue with/ about
- to speak angrily to someone, telling that person that you disagree with them
- কারো সাথে তর্ক করা, মতবিরোধ করা।
- কোন বিষয়ে/ ব্যাপারে তর্ক করা।
Example: He argued with me against the logic.
• Argue for: কোন কিছুর পক্ষে বলা, যুক্তি দেখানো।
Example: He argued for the law.
• বাক্যে বলা হচ্ছে - সে আমার সাথে বিবাহের ব্যাপারে তর্ক করছিল।
- তাহলে শূন্যস্থানে সঠিক উত্তর হবে - with।
- সঠিক বাক্য হবে: She argued with me about the marriage.
Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 months ago
What historical event forms the backdrop of "A Tale of Two Cities"?
Created: 1 day ago
A
The American Revolution
B
The Glorious Revolution
C
The French Revolution
D
The English Civil War
A Tale of Two Cities হলো Charles Dickens-এর লেখা একটি বিখ্যাত উপন্যাস, যা প্রথম প্রকাশিত হয় ১৮৫৯ সালে। উপন্যাসটি French Revolution-এর প্রেক্ষাপটে রচিত এবং এতে London ও Paris শহরের জীবন ও সংঘাত ফুটে ওঠেছে।
-
উপন্যাসে Two Cities বলতে বোঝানো হয়েছে London এবং Paris।
-
এটি ফরাসি বিপ্লবের সময়কার সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনকে কেন্দ্র করে লেখা।
প্রধান চরিত্রসমূহ:
-
Sydney Carton – হতাশাজনিত ইংরেজ আইনজীবী
-
Lucie Manette – Doctor Manette-এর কন্যা
-
Charles Darnay – ফরাসি অভিজাত যিনি পরিবারের পাপের জন্য অনুতপ্ত
-
Dr. Alexandre Manette – Doctor, পূর্বে জেলে বন্দি
-
Madame Defarge – বিপ্লবী নারীর চরিত্র
সারসংক্ষেপ:
-
কাহিনীর শুরুতে Lucie Manette জানতে পারে তার বাবা Doctor Alexandre Manette জীবিত আছেন, যা তাকে বিস্ময়ে ফেলে।
-
Doctor Manette অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রে নির্দোষভাবে জেল খাটেন এবং জেলেই মুচির কাজ শিখেন।
-
Lucie বড় হওয়ার পর বাবাকে Paris থেকে London-এ নিয়ে আসেন।
-
পথে পরিচয় হয় Charles Darnay-এর সাথে, যিনি ফরাসি রাজপরিবারের একজন সদস্য হলেও পরিবারের পাপের জন্য অনুতপ্ত।
-
পাশাপাশি Sydney Carton-ও Lucie-এর প্রেমে পড়েন।
Charles Dickens (February 7, 1812 – June 9, 1870)
-
সম্পূর্ণ নাম: Charles John Huffam Dickens
-
একজন বিখ্যাত ব্রিটিশ novelist।
-
ছদ্মনাম: Boz
-
Victorian Period-এর সর্বশ্রেষ্ঠ novelist হিসেবে স্বীকৃত।
উল্লেখযোগ্য রচনা:
-
David Copperfield (Autobiography)
-
Oliver Twist
-
Great Expectations
-
A Tale of Two Cities
-
Hard Times

0
Updated: 1 day ago