Choose the correct sentence using "died in":
A
He died in a car crash last night.
B
He died in a fever last night.
C
He died in cancer last night.
D
He died in an injury last night.
উত্তরের বিবরণ
Correct Answer: He died in a car crash last night।
-
দুর্ঘটনায় মারা গেলে, হাসপাতালে মারা গেলে, শান্তিতে মারা গেলে (ঘুমে), বা যুদ্ধে মারা গেলে died verb-এর সাথে preposition in ব্যবহৃত হয়।
Die verb-এর সঙ্গে ব্যবহৃত Prepositions ও তাদের অর্থ:
01. By:
-
সহিংস পদ্ধতি বা মাধ্যম দ্বারা মারা যাওয়া বোঝাতে by ব্যবহার করা হয়।
-
উদাহরণ:
-
তরবারি, গুলি বা সহিংসতার মাধ্যমে:
-
He died by the sword.
-
সে তরবারির আঘাতে মারা যায়।
-
-
They died by gunfire.
-
তারা গুলিতে মারা গেছে।
-
-
-
02. Of / From:
-
রোগ, ক্ষুধা, আঘাত বা বয়সজনিত কারণে মারা গেলে of বা from ব্যবহৃত হয়।
-
উদাহরণ:
-
রোগ বা দুর্বলতার কারণে:
-
She died of cancer / from cancer.
-
সে ক্যান্সারে মারা গেছে।
-
-
-
ক্ষুধা বা পিপাসায়:
-
They died of hunger / thirst.
-
তারা ক্ষুধা / পিপাসায় মারা গেছে।
-
-
-
আঘাত বা ইনজুরির কারণে:
-
The cyclist died from his injuries.
-
সাইকেল আরোহী তার আঘাতে মারা গেছে।
-
-
-
বয়সজনিত কারণে:
-
She died of old age.
-
সে বার্ধক্যে মারা গেছে।
-
-
-
03. For:
-
কোনো উদ্দেশ্য, কারণ বা কারো জন্য আত্মত্যাগ বোঝাতে for ব্যবহৃত হয়।
-
উদাহরণ:
-
দেশের জন্য মারা যাওয়া:
-
He died for his country.
-
সে তার দেশের জন্য মারা গেছে।
-
-
-
বিশ্বাস বা ন্যায়ের জন্য:
-
They died for justice.
-
তারা ন্যায়ের জন্য প্রাণ দিয়েছে।
-
-
-
04. At:
-
ঝুঁকিপূর্ণ জায়গা বা মুহূর্ত বোঝাতে at ব্যবহার করা হয়।
-
উদাহরণ:
-
He died at the scene of the explosion.
-
সে বিস্ফোরণের স্থানেই মারা যায়।
-
-
Source:

0
Updated: 20 hours ago
Identify the correct sentence
Created: 2 months ago
A
she had faith in and hopes for the future.
B
She had faith and hopes for the future.
C
she had faith and hopes in the future.
D
she had faith and hopes in future.
• সঠিক উত্তর হবে - She had faith in and hopes for the future.
- Faith এর সাথে appropriate preposition হচ্ছে in আর hope এর সাথে appropriate preposition হিসেবে for বসে।
• Faith in
English Meaning: Great trust or confidence in something or someone
Bangla Meaning: কোন কিছুতে বিশ্বাস রাখা।
• Hope for
English Meaning: to hope that something will be successful or happen in the way you want, even if it seems unlikely.
Bangla Meaning: কোন বিষয়ে আশা প্রকাশ করা।

0
Updated: 2 months ago
Transform it into passive voice:
They will complete the work by tomorrow.
Created: 1 day ago
A
The work will complete by them by tomorrow.
B
The work will be completed by tomorrow.
C
The work will be completed by them by tomorrow.
D
The work is completed by them tomorrow.
এই প্রশ্নে active voice বাক্যকে passive voice-এ রূপান্তর করতে হবে। সঠিক উত্তর হলো— The work will be completed by them by tomorrow.
-
মূল বাক্য: They will complete the work by tomorrow.
-
এটি active voice, যেখানে subject হলো They এবং verb হলো will complete।
-
Passive voice-এ object (the work) কে subject হিসেবে বসানো হয় এবং verb-এর রূপ হয়: will be + past participle।
-
“Complete” এর past participle হলো completed, তাই verb গঠন হবে: will be completed।
-
কাজটি কে করবে তা বোঝাতে by them যোগ করা হয়।
-
সময়সূচক by tomorrow অপরিবর্তিত থাকে।
-
সুতরাং সঠিক passive voice হবে: The work will be completed by them by tomorrow.
অন্যান্য বিকল্প বিশ্লেষণ:
-
ক) The work will complete by them by tomorrow → ভুল, কারণ passive গঠন হয়নি।
-
খ) The work will be completed by tomorrow → আংশিক ঠিক, কিন্তু by them না থাকায় অসম্পূর্ণ।
-
ঘ) The work is completed by them tomorrow → ভুল, কারণ এখানে present tense (is completed) ব্যবহার হয়েছে, যেখানে মূল বাক্য future tense।

0
Updated: 1 day ago
The idiom “Odds and ends” means-
Created: 3 weeks ago
A
The ordinary members
B
Difficulty
C
Miscellaneous articles
D
Contrary things
Idiom: Odds and ends
-
Meaning: Miscellaneous articles
-
Bangla Meaning: টুকিটাকি; ছোটখাটো জিনিস
Explanation:
-
“Odds and ends” refers to various small items of different kinds, usually of little importance or value.
Contrast:
-
Rank and file: Ordinary members of an organization as opposed to its leaders (সাধারণ স্তরের সদস্যরা)।
Source:
-
Cambridge Dictionary
-
Merriam-Webster Dictionary

0
Updated: 3 weeks ago