Choose the correct sentence using "died in":
A
He died in a car crash last night.
B
He died in a fever last night.
C
He died in cancer last night.
D
He died in an injury last night.
উত্তরের বিবরণ
Correct Answer: He died in a car crash last night।
-
দুর্ঘটনায় মারা গেলে, হাসপাতালে মারা গেলে, শান্তিতে মারা গেলে (ঘুমে), বা যুদ্ধে মারা গেলে died verb-এর সাথে preposition in ব্যবহৃত হয়।
Die verb-এর সঙ্গে ব্যবহৃত Prepositions ও তাদের অর্থ:
01. By:
-
সহিংস পদ্ধতি বা মাধ্যম দ্বারা মারা যাওয়া বোঝাতে by ব্যবহার করা হয়।
-
উদাহরণ:
-
তরবারি, গুলি বা সহিংসতার মাধ্যমে:
-
He died by the sword.
-
সে তরবারির আঘাতে মারা যায়।
-
-
They died by gunfire.
-
তারা গুলিতে মারা গেছে।
-
-
-
02. Of / From:
-
রোগ, ক্ষুধা, আঘাত বা বয়সজনিত কারণে মারা গেলে of বা from ব্যবহৃত হয়।
-
উদাহরণ:
-
রোগ বা দুর্বলতার কারণে:
-
She died of cancer / from cancer.
-
সে ক্যান্সারে মারা গেছে।
-
-
-
ক্ষুধা বা পিপাসায়:
-
They died of hunger / thirst.
-
তারা ক্ষুধা / পিপাসায় মারা গেছে।
-
-
-
আঘাত বা ইনজুরির কারণে:
-
The cyclist died from his injuries.
-
সাইকেল আরোহী তার আঘাতে মারা গেছে।
-
-
-
বয়সজনিত কারণে:
-
She died of old age.
-
সে বার্ধক্যে মারা গেছে।
-
-
-
03. For:
-
কোনো উদ্দেশ্য, কারণ বা কারো জন্য আত্মত্যাগ বোঝাতে for ব্যবহৃত হয়।
-
উদাহরণ:
-
দেশের জন্য মারা যাওয়া:
-
He died for his country.
-
সে তার দেশের জন্য মারা গেছে।
-
-
-
বিশ্বাস বা ন্যায়ের জন্য:
-
They died for justice.
-
তারা ন্যায়ের জন্য প্রাণ দিয়েছে।
-
-
-
04. At:
-
ঝুঁকিপূর্ণ জায়গা বা মুহূর্ত বোঝাতে at ব্যবহার করা হয়।
-
উদাহরণ:
-
He died at the scene of the explosion.
-
সে বিস্ফোরণের স্থানেই মারা যায়।
-
-
Source:
0
Updated: 1 month ago
Kicking the bucket is a humorous _____ for dying.
Created: 1 month ago
A
addendum
B
aphorism
C
euphemism
D
Denotation
Kicking the bucket হলো একটি হাস্যরসাত্মক euphemism, যা মৃত্যুকে সংক্ষেপে এবং কোমলভাবে বোঝায়।
-
Kick the bucket
-
English অর্থ: to die
-
Bangla অর্থ: মারা যাওয়া (হাস্যরস বা কোমলভাবে ব্যবহার করা হয়)
-
-
Euphemism হলো ভাষার একটি রূপ, যা অপ্রিয় বা কঠোর বিষয়কে সৌম্য ও প্রীতিকরভাবে প্রকাশ করে।
-
ইংরেজি সাহিত্যে euphemism-এর অর্থ: সুভাষণ বা কোমল প্রকাশ (inoffensive expression)।
-
অস্বাভাবিক, কঠোর বা কর্কশ শব্দের পরিবর্তে মৃদু, শ্রুতিমধুর বা সৌম্য শব্দ ব্যবহার করা হয়।
-
এটি প্রায়শই দৈনন্দিন কথোপকথনে ব্যবহার হয় যাতে কঠিন বা দু:খজনক পরিস্থিতি সহজ ও শালীনভাবে উপস্থাপন করা যায়।
-
-
Examples of Euphemism
-
“Kick the bucket” → মানুষের মৃত্যু বোঝায়।
-
“She’s a curvy woman” → প্রায়শই “overweight” বোঝানোর জন্য ব্যবহৃত কোমল শব্দ।
-
0
Updated: 1 month ago
Which of the following is a synonym for "outlet"?
Created: 1 month ago
A
Inlet
B
Exit
C
Fame
D
Naval
Outlet একটি noun, যার অর্থ কোনো জিনিস বা শক্তি প্রকাশ বা নিঃসরণ করার স্থান বা মাধ্যম, এছাড়া এটি একটি খুচরা দোকানও বোঝাতে পারে। সাধারণত পানি, বাষ্প বা মানুষ বের হওয়ার পথ হিসেবেও ব্যবহার করা হয়।
-
Outlet (noun)
English Meaning: A place or means of expressing or releasing something, such as emotions or energy; a retail store or shop where goods are sold
Bangla Meaning: পানি, বাষ্প ইত্যাদির নির্গমপথ; নির্গমদ্বার -
Correct Answer: Exit
-
Synonyms:
-
Egress (আনুষ্ঠানিক) বহির্গমনের অধিকার; প্রস্থান
-
Escape (মুক্তি পাওয়া; পালিয়ে যাওয়া; বাষ্প ইত্যাদি বেরিয়ে যাওয়া)
-
Exit ((সিনেমা হল, সভাকক্ষ ইত্যাদি থেকে) বের হওয়ার পথ; নিষ্ক্রমণ দ্বার)
-
-
Antonyms:
-
Inlet (স্থলভাগের অভ্যন্তরে প্রবেশ বা প্রবেশপথ)
-
Entrance (প্রবেশদ্বার)
-
Ingress (আনুষ্ঠানিক প্রবেশ; প্রবেশন; প্রবেশাধিকার)
-
-
Other Options:
-
Fame (খ্যাতি; যশ)
-
Naval (নৌবাহিনীসংক্রান্ত; রণতরিসংক্রান্ত)
-
-
Example Sentences:
-
He plugged the charger into the wall outlet to recharge his phone.
-
The new Nike outlet at the mall offers last season's sneakers at discounted prices.
-
-
Source:
0
Updated: 1 month ago
Fill in the blank with the correct quantifier. I still have ____ money.
Created: 2 months ago
A
a few
B
quite a few
C
many
D
a little
শূন্যস্থানে সঠিক উত্তর হবে - a little.
Complete sentence: I still have a little money.
• Uncountable noun এর সাথে little, a little, much, less...than ইত্যাদি বসে।
- Money হলো Uncountable noun.
তাই এর পূর্বে determiner হিসাবে a little বসবে।
• Little, a little এবং the little এর মাঝে পার্থক্য :
• Little- নেই বললেই চলে = Negative
- There is little water in the glass. (পানি নেই বললেই চলে)
• A little- আছে কিন্তু খুবই অল্প = Positive
- There is a little sugar in the kitchen. (চিনি আছে কিন্তু অল্প)
• The little- অনেক নয়; কিন্তু যারা আছে সবটুকুই
- The little knowledge he has is adequate to pass the test.
• Few/A Few/ The Few (এরা সবসময় Plural Countable Noun এর সাথে বসে)
0
Updated: 2 months ago