Choose the sentence in the Past Perfect Tense.
A
Does she finish her homework every day?
B
Will she finish her homework tomorrow?
C
Is she finishing her homework now?
D
Had she come late to the school?
উত্তরের বিবরণ
Past Perfect Tense
-
অতীতকালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে, তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা Past Perfect Tense হয় এবং যেটি পরে হয়েছে তা Simple Past Tense হয়।
Structure:
-
Subject + had + verb-এর Past Participle Form + বাকি অংশ (যদি থাকে)
Examples:
-
She had left before I arrived.
-
They had finished the work.
-
The train had already departed.
Correct Answer: Had she come late to the school?
-
বাক্যটি Past Perfect Tense-এ ব্যবহার হয়েছে।
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
Does she finish her homework every day?
-
Present Indefinite Tense।
-
-
Will she finish her homework tomorrow?
-
Simple Future Tense।
-
-
Is she finishing her homework now?
-
Present Continuous Tense।
-
Source:
0
Updated: 1 month ago
The word ‘parent’ means-
Created: 1 week ago
A
Father
B
Mother
C
Father or Mother
D
Father and Mother
0
Updated: 1 week ago
Select the word/phrase that appropriately fills in the gap. Will you mind ____ the accounts one more time?
Created: 3 days ago
A
checking
B
to check
C
checked
D
check
বাক্যটি হলো: “Will you mind ____ the accounts one more time?” এখানে সঠিক উত্তর হলো “checking”, কারণ ইংরেজিতে “mind” ক্রিয়ার সঙ্গে gerund (verb+ing) ব্যবহার করা হয়।
বিস্তারিতভাবে ব্যাখ্যা করা যাক:
-
mind – এটি একটি verb যা বোঝায় কোনো কাজ করা নিয়ে আপত্তি বা অসুবিধা আছে কি না। “mind” এর পর সবসময় gerund ব্যবহার করা হয়।
উদাহরণ: “Would you mind opening the window?” – মানে “আপনি কি জানালাটি খোলার বিষয়ে আপত্তি করবেন?” -
বাক্যটি অনুরোধ বা ভদ্রভাবে অনুরোধ প্রকাশ করছে। তাই checking gerund ব্যবহার করা হয়েছে।
অপশনগুলোর বিশ্লেষণ:
-
to check – infinitive ব্যবহার করলে grammatically ভুল হবে, কারণ “mind” এর সঙ্গে infinitive ব্যবহার হয় না।
-
checked – এটি past participle, যা passive বা perfect tense-এর জন্য ব্যবহৃত হয়, এখানে প্রাসঙ্গিক নয়।
-
check – এটি base form, যা “mind” এর সঙ্গে ব্যবহার হয় না।
সংক্ষেপে বলা যায়:
-
mind + verb-ing হলো সঠিক grammatical structure।
-
বাক্যটি ভদ্র অনুরোধ বা কোন কাজ করার অনুমতি জিজ্ঞাসা করছে।
-
সঠিক বাক্য: “Will you mind checking the accounts one more time?”
-
মূল ধারণা: কোনো কাজ নিয়ে আপত্তি বা অনুমতি জিজ্ঞাসা করতে “mind” + gerund ব্যবহার করা হয়।
এভাবে gerund ব্যবহার নিশ্চিত করে বাক্যটি grammatical এবং স্বাভাবিক শোনায়।
0
Updated: 3 days ago
Fill in the blank with appropriate use of tense : I couldn't mend the computer myself, so I ____ at a shop.
Created: 2 months ago
A
had it mended
B
had it mend
C
did it mend
D
had mended
Causative Verb এর নিয়মানুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হবে - had it mended.
- Complete sentence: I couldn't mend the computer myself, so I had it mended at a shop.
• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।
• Causative verb হিসেবে ‘Have’ এর ব্যবহার -
- Subject + have/has + object +verb এর past participle এই structure টি ব্যবহৃত হয়।
- বস্তুর ক্ষেত্রে - Akhi got her work done by Pakhi.
- উল্লিখিত বাক্যে had এরপর ব্যবহৃত it দ্বারা Computer কে নির্দেশ করছে, অর্থাৎ বস্তুবাচক object তাই verb এর past participle had it mended হয়েছে।
• তবে, ব্যক্তির ক্ষেত্রে bare infinite verb বসে।
- যেমন - The teacher has the students complete the project on time.
0
Updated: 2 months ago