The antonym of the word "Inane" is -
A
Vacuous
B
Astute
C
Fatuous
D
Asinine
উত্তরের বিবরণ
Inane (Adjective & Noun)
-
English Meaning: Extremely silly or having no real meaning or importance.
-
Bangla Meaning: অসার; নিঃসার; তুচ্ছ; ফাঁকা।
Synonyms:
-
Vacuous – চিন্তা বা বুদ্ধিমত্তার অভাবসূচক; শূন্য; ফাঁকা; উদাস; শূন্যগর্ভ।
-
Fatuous – বোকা; জড়বুদ্ধি; বোকার ন্যায় আত্মতুষ্টি প্রদর্শনকারী।
-
Asinine – নির্বোধ; গর্দভসুলভ।
Antonyms:
-
Profound – গভীর; অগাধ; সুগভীর; প্রগাঢ়; অবগাঢ়।
-
Astute – বিচক্ষণ; চতুর।
-
Judicious – সুবিবেচনাপূর্ণ; বিচক্ষণ।
উল্লিখিত অপশনগুলো:
-
Vacuous – চিন্তা বা বুদ্ধিমত্তার অভাবসূচক; শূন্য; ফাঁকা; উদাস; শূন্যগর্ভ।
-
Astute – বিচক্ষণ; চতুর।
-
Fatuous – বোকা; জড়বুদ্ধি; বোকার ন্যায় আত্মতুষ্টি প্রদর্শনকারী।
-
Asinine – নির্বোধ; গর্দভসুলভ।
Example Sentences:
-
His jokes were so inane that nobody laughed.
-
She wasted time discussing inane details that didn’t matter.
Source:
0
Updated: 1 month ago
What would be the right antonym for 'initiative'?
Created: 2 months ago
A
apathy
B
indolence
C
enterprise
D
activity
‘Initiative’ শব্দের অর্থ হলো—উদ্যোগ, স্বপ্রণোদনা, সক্রিয় পদক্ষেপ নেওয়ার ক্ষমতা।
এখন প্রদত্ত অপশনগুলো দেখে নিই:
-
apathy → উদাসীনতা, নির্দিষ্ট উদ্যোগ না নেওয়া ✅
-
indolence → অলসতা, কর্মহীনতা ✅
-
enterprise → উদ্যোগ, ব্যবসায়িক প্রয়াস ❌ (এটা সমার্থক)
-
activity → ক্রিয়াশীলতা, কার্যকলাপ ❌ (এটা উদ্যোগের সাথে সম্পর্কিত)
সর্বোত্তম বিপরীত অর্থের জন্য apathy সবচেয়ে উপযুক্ত।
সঠিক উত্তর: apathy
0
Updated: 2 months ago
Fill in the gap with the right form of the verb:
We helped him ______ the work.
Created: 1 month ago
A
with finishing
B
finishing
C
finish
D
finished
Complete Sentence: We helped him finish the work.
-
বাংলা অর্থ: আমরা তাকে কাজটি শেষ করতে সাহায্য করেছি।
-
Causative Verb:
-
অর্থ: Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়
-
প্রচলিত causative verbs: Help, Get, Have, Let, Make
-
Make, Have, Get-এর মাধ্যমে অনেক verb-কে causative verb বানানো যায়
-
-
Structure of Help as a Causative Verb:
-
Subject + help (any tense) + action doer + base form / infinitive (to + base form) + extension
-
-
Example:
-
We have to help her find her keys
-
-
অন্য অপশনগুলো এই নিয়ম অনুসারে সঠিক নয়
0
Updated: 1 month ago
"The fool doth think he is wise, but the wise man knows himself to be a fool." - This is taken from -
Created: 2 months ago
A
As You Like It
B
Othello
C
Macbeth
D
Julius Caesar
The fool doth think he is wise, but the wise man knows himself to be a fool. - উক্তিটি উইলিয়াম শেক্সপিয়ারের কমেডি নাটক "As You Like It" থেকে নেওয়া হয়েছে।
• As You Like It:
- 5 acts বিশিষ্ট এই comedy play টি ১৫৯৮-১৬০০ সালের মধ্যে লেখা।
- এই নাটকটি 'Pastoral elegy' হিসেবেও পরিচিত।
- ১৬২৩ সালে comedy টি First Folio এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- Shakespeare based the play on Rosalynde (1590), a prose romance by Thomas Lodge.
- The Forest of Arden নামক এক কাল্পনিক বনে এই নাটকের অধিকাংশ কাহিনী বর্ণিত যাতে আমরা Orlando এবং Rosalind এর প্রেম কাহিনী দেখতে পাই।
• Some other famous quotes of As You Like It -
- Sweet are the uses of adversity.
- The fool doth think he is wise, but the wise man knows himself to be a fool.
- I pray you, do not fall in love with me, for I am falser than vows made in wine.
- Men have died from time to time, and worms have eaten them, but not for love.
- Most friendship is feigning, most loving mere folly.
- We that are true lovers run into strange capers.
'All the world's a stage, And all the men and women merely players.
0
Updated: 2 months ago