Choose the sentence that misuses the determiner:
A
All the players were ready for the match.
B
She has little patience with noisy children.
C
She has a little friends in the new city.
D
Several cars are parked outside the building.
উত্তরের বিবরণ
Incorrect Sentence: She has a little friends in the new city।
Explanation:
-
"Friends" একটি countable noun, তাই এর আগে determiner হিসেবে a little নয়, few ব্যবহার করা উচিত।
-
সুতরাং, বাক্যটিতে determiner-এর ভুল ব্যবহার হয়েছে।
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
ক) All the players were ready for the match।
-
"Players" হলো plural countable noun, তাই countable noun-এর আগে determiner হিসেবে all ব্যবহার করা হয়েছে।
-
-
গ) She has little patience with noisy children।
-
"Patience" হলো uncountable noun, তাই এর আগে determiner হিসেবে little ব্যবহার করা হয়েছে।
-
-
ঘ) Several cars are parked outside the building।
-
"Cars" হলো plural countable noun, এবং several determiner হিসেবে plural countable noun-এর আগে ব্যবহৃত হয়েছে।
-
Source:

0
Updated: 20 hours ago
Change into a compound sentence:
Though he was ill, he attended the meeting.
Created: 1 month ago
A
He was ill and he attended the meeting.
B
He attended the meeting because he was ill.
C
He was ill but he attended the meeting.
D
He was attending the meeting and was ill.
Correct Answer: গ) He was ill but he attended the meeting
ব্যাখ্যা:
-
মূল বাক্য: Though he was ill, he attended the meeting
-
এটি একটি complex sentence, যেখানে Though হলো subordinating conjunction।
-
বাক্যটি দুটি অংশ নিয়ে গঠিত:
-
কারণ/বাধা: Though he was ill
-
প্রধান কাজ: he attended the meeting
-
-
Compound sentence করতে হলে দুটি independent clauses কে coordinating conjunction (যেমন: but, and, so) দিয়ে যুক্ত করতে হবে।
-
এখানে but ব্যবহার করলে মূল অর্থ বজায় থাকে — অসুস্থ হলেও সে মিটিংয়ে অংশ নিয়েছে।
Other Options:
-
He was ill and he attended the meeting – ভুল, কারণ and contrast প্রকাশ করে না।
-
He attended the meeting because he was ill – ভুল, কারণ এটি কারণ প্রকাশ করছে এবং মূল বাক্যের অর্থ পরিবর্তন করে।
-
He was attending the meeting and was ill – ভুল, কারণ এটি অর্থ ও গঠন উভয়ই মূল বাক্যের সাথে মেলে না।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain

0
Updated: 1 month ago
The Vision of Judgement is written by -
Created: 5 days ago
A
Lord Byron
B
Samuel Taylor Coleridge
C
Percy Bysshe Shelley
D
William Wordsworth
The Vision of Judgement হলো Lord Byron-এর রচিত একটি ব্যঙ্গাত্মক কবিতা, যা মূলত Poet Laureate Robert Southey-এর A Vision of Judgement-এর জবাবে লেখা। কবিতায় irony, hyperbole, এবং sarcasm ব্যবহার করে তৎকালীন রাজতন্ত্র ও সমাজব্যবস্থার ব্যঙ্গ করা হয়েছে।
-
লেখক: Lord Byron (George Gordon Byron), একজন British Romantic Poet এবং Satirist।
প্রসিদ্ধ কাব্যকর্মসমূহ:
-
Childe Harold’s Pilgrimage
-
Don Juan
-
English Bards and Scotch Reviewers
-
Hours of Idleness
-
Heaven and Earth
উল্লেখযোগ্য কবিতা:
-
She walks in Beauty
-
The Vision of Judgement
উৎস:

0
Updated: 5 days ago
"The Pilgrim's Progress" is a literary work from -
Created: 5 months ago
A
Renaissance period
B
Middle English period
C
The Neoclassical Period
D
Anglo-Saxon period
"The Pilgrim’s Progress" হলো John Bunyan-এর লেখা, সাহিত্যকর্মটি নিওক্লাসিক্যাল যুগের অন্তর্ভুক্ত।
The Pilgrim's Progress:
- ১৬৭৮ সালে লেখা John Bunyan এর The Pilgrim's Progress is a famous religious allegory prose.
- The Neoclassical Period এর অন্যতম সাহিত্যকর্ম এটি।
- এই religious allegory prose টি বিশদ ভাবে puritan religious outlook প্রকাশ করে।
- The work is a symbolic vision of the good man's pilgrimage through life.
- জনপ্রিয়তার দিক থেকে The Pilgrim's Progress সাধারণ পাঠকদের মধ্যে বাইবেলের পরে দ্বিতীয় ছিল।
- মুদ্রিত বই বা কপি সমূহের মধ্যে The Pilgrim's Progress এখন পর্যন্ত সব থেকে popular Christian allegory.
John Bunyan:
- তিনি জন্মগ্রহণ করেন 1628 সালে।
- Restoration period এর একজন স্বনামধন্য সাহিত্যিক তিনি।
- তিনি একাধারে English minister, preacher ও author.
Notable works:
- Grace Abounding,
- The Holy War,
- The Life and Death of Mr. Badman,
- The Pilgrim’s Progress.
Source: Britannica and An ABC of English Literature by Dr M Mofizar Rahman.

1
Updated: 5 months ago