The synonym of the word "Jeopardy" is -
A
Danger
B
Prosperity
C
Happiness
D
Security
উত্তরের বিবরণ
Jeopardy (Noun)
-
English Meaning: The state of being in danger of harm, loss, or destruction.
-
Bangla Meaning: বিপদ; ঝুঁকি; ক্ষতি।
Synonyms:
-
Peril – বিপদ।
-
Hazard – ঝুঁকি।
-
Risk – ঝুঁকি বা সম্ভাব্য ক্ষতি।
Antonyms:
-
Safety – নিরাপত্তা।
-
Security – সুরক্ষা; নিরাপত্তা।
-
Protection – রক্ষা; সুরক্ষা।
উল্লিখিত অপশনগুলো:
-
Danger – বিপদ; ঝুঁকি; আশঙ্কা; শঙ্কা।
-
Prosperity – সমৃদ্ধি, শ্রীবৃদ্ধি, সৌভাগ্য।
-
Happiness – সুখ, আনন্দ, সন্তুষ্টি।
-
Security – নিরাপত্তা, নিরাপদতা।
Example Sentences:
-
His careless actions put the entire project in jeopardy.
-
The hikers were in jeopardy when a storm suddenly hit the mountains.
Source:

0
Updated: 20 hours ago
What was the main purpose of Sidney's An Apology for Poetry?
Created: 4 months ago
A
To teach how to write poetry
B
To explain Aristotle’s philosophy
C
To defend poetry against its critics
D
To praise modern drama
Philip Sidney তাঁর An Apology for Poetry গ্রন্থটি লিখেছিলেন কাব্য রক্ষার উদ্দেশ্যে। ১৬শ শতকে Stephen Gosson-এর মতো কিছু সমালোচক কবিতাকে ক্ষতিকর ও অনর্থক বলে আক্রমণ করছিল। Sidney এই লেখার মাধ্যমে কবিতার গুণ, সামাজিক ও নৈতিক মূল্য ব্যাখ্যা করে তার বিপক্ষে আনা অভিযোগগুলোর যুক্তিসম্মত জবাব দেন। তিনি কবিতাকে মানব মন গঠনে সহায়ক এবং নীতিশিক্ষার এক সুন্দর মাধ্যম হিসেবে তুলে ধরেন। এজন্যই বইটির মূল উদ্দেশ্য ছিল—কবিতাকে সমালোচকদের বিরুদ্ধে রক্ষা করা।

0
Updated: 4 months ago
The meaning of the phrase "By hook or by crook" is -
Created: 3 weeks ago
A
Honestly only
B
Illegally only
C
By any means
D
Without any effort
Idiom: By hook or by crook
Idiom | English Meaning | Bangla Meaning | সঠিক ব্যাখ্যা |
---|---|---|---|
By hook or by crook | Using any method you can, even a dishonest one | যেমন করে হোক; ছলেবলে-কলেকৌশলে | By any means – যেকোনো উপায়ে/ যেভাবেই হোক |
ভুল বিকল্প ব্যাখ্যা
-
Honestly only: কেবলমাত্র সৎ উপায়ে → ❌ ভুল
-
Illegally only: কেবলমাত্র বেআইনি উপায়ে → ❌ ভুল
-
Without any effort: কোনো রকম পরিশ্রম ছাড়াই → ❌ ভুল
📖 Source: Oxford Dictionary, Merriam Webster Dictionary, Accessible Dictionary

0
Updated: 3 weeks ago
Who is the central character of 'Wuthering Heights' by Emily Bronte?
Created: 1 month ago
A
Mr. Earnshaw
B
Catherine
C
Heathcliff
D
Hindley Earnshaw
Heathcliff ও 'Wuthering Heights'
‘Wuthering Heights’ উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৪৭ সালে, লেখিকা Emily Bronte এর ছদ্মনাম Ellis Bell ব্যবহার করে।
-
এটি একটি গথিক (Gothic) উপন্যাসের চমৎকার উদাহরণ।
-
এই উপন্যাসের ভাষা খুবই নাটকীয় ও কবিতার মতো সুন্দর। এখানে লেখিকা নিজে কোন মন্তব্য করেন না, বরং কাহিনীর চরিত্রদের মাধ্যমে গল্প সামনে এগিয়ে নিয়ে যান।
-
উপন্যাসটির গঠন বা স্ট্রাকচার অন্যদের থেকে আলাদা এবং ব্যতিক্রমধর্মী।
Heathcliff – উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র
-
Heathcliff একজন এতিম ছেলে, যাকে Earnshaw পরিবার আশ্রয় দেয়।
-
সেখানে সে Catherine Earnshaw নামের মেয়ের সাথে বড় হয় এবং ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে।
-
কিন্তু Catherine ধনী Edgar Linton কে বিয়ে করে, যার ফলে Heathcliff হৃদয়ভঙ্গ হয়ে নিরুদ্দেশ হয়ে যায়।
-
কয়েক বছর পর সে ফিরে আসে অঢেল টাকা ও ক্ষমতা নিয়ে।
-
সে তখন Catherine-এর ভাই Hindley-এর কাছ থেকে Wuthering Heights বাড়িটি কিনে নেয়।
-
এরপর Catherine-এর ননদকে প্রেমের ভান করে বিয়ে করে, কারণ তার সম্পত্তির প্রতি আকর্ষণ ছিল।
-
তবে এই বিয়েটি বেশিদিন টেকে না।
-
এদিকে Catherine অসুস্থ হয়ে মারা যায় এবং তার ভাই Hindley-ও মারা যায়।
-
এরপর কাহিনী তাদের পরবর্তী প্রজন্মকে ঘিরে এগিয়ে চলে, যেখানে Heathcliff-এর সন্তান এবং Catherine-এর মেয়ে Cathy Linton–এর জীবন নিয়ে নতুন অধ্যায় শুরু হয়।
উপন্যাসের প্রধান চরিত্র
-
Heathcliff (মূল চরিত্র)
-
Catherine Earnshaw
-
Cathy Linton
-
Edgar Linton
-
Lockwood (গল্পের কথক)
Emily Bronte
-
তিনি ভিক্টোরিয়ান যুগের একজন গুরুত্বপূর্ণ ইংরেজ লেখিকা।
-
বিখ্যাত লেখিকা Charlotte Bronte-এর ছোট বোন।
-
তার একমাত্র উপন্যাস ‘Wuthering Heights’–এর মাধ্যমেই তিনি বিখ্যাত হন।
-
মাত্র ৩০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
গুরুত্বপূর্ণ রচনাবলি
-
Poems by Currer, Ellis and Acton Bell
-
Wuthering Heights

0
Updated: 1 month ago