Choose the sentence that misuses the determiner.
A
We have plenty of reasons to be proud.
B
They barely heard no sounds in the deep forest.
C
There is little chance of winning the game.
D
He showed a little kindness to the stranger.
উত্তরের বিবরণ
Correct Sentence: They heard no sounds in the deep forest।
Explanation:
-
"Barely" নিজেই একটি negative অর্থবাচক শব্দ, তাই এর পরে "no" ব্যবহার করা যায় না।
-
তাই সঠিক বাক্য হলো: They heard no sounds in the deep forest।
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
ক) We have plenty of reasons to be proud।
-
"Plenty of" সঠিক determiner, যা countable noun "reasons" নির্ধারণ করতে ব্যবহৃত হয়েছে।
-
"Plenty of" (প্রচুর; অঢেল) countable এবং uncountable noun উভয়ের পূর্বে ব্যবহার করা যায়।
-
-
গ) There is little chance of winning the game।
-
"Little" সঠিক determiner, যা uncountable noun "chance" নির্ধারণ করতে ব্যবহৃত হয়েছে।
-
"Little" (নগণ্য; নাই বললেই চলে) শুধুমাত্র uncountable noun-এর আগে আসে।
-
-
ঘ) He showed a little kindness to the stranger।
-
"A little" সঠিক determiner, যা uncountable noun "kindness" নির্ধারণ করতে ব্যবহৃত হয়েছে।
-
Source:

0
Updated: 20 hours ago
Prose in romance 'Le Morte d'Arthur' is written by -
Created: 5 months ago
A
Sir Thomas Malory
B
Chaucer
C
William Langland
D
Alfred Tennyson
Le Morte d'Arthur
- ইংরেজি সাহিত্যের প্রথম রোমান্সধর্মী রচনা বা English prose version of the Arthurian legend হচ্ছে 'Le Morte d' Arthur'/ Morte d' Arthur.
- Sir Thomas Malory এটি 1470 সালে সালে রচনা করেন এবং ১৪৮৫ সালে William Caxton এটি প্রকাশ করেন।
- It retells the adventures of the knights of the Round Table in chronological sequence from the birth of Arthur.
- সাহিত্যটির একটি মাত্র সংস্করণ বর্তমানে বিদ্যমান যেটি British Library, London এ সংরক্ষিত আছে। - Sir Thomas Malory 'Middle English Period' এর লেখক।
- 'Middle English Period' এর সময়কাল হচ্ছে ১০৬৬-১৫০০ সাল।
- এ যুগের অন্যান্য লেখক হচ্ছে: John Wycliffe, John Gower, Geoffrey Chaucer, William Langland.
- উল্লেখ্য যে, 'Morte D' Arthur' নামে ভিক্টোরিয়ান যুগের কবি Alfred Tennyson এর একটি কবিতা রয়েছে।
Source: Britannica and An ABC of English Literature. by Dr M Mofizar Rahman.

0
Updated: 5 months ago
If she had left earlier, she _____ the train
Created: 1 week ago
A
would catch
B
would caught
C
would have caught
D
have caught
✦ Topic: 3rd Conditional / Perfect Conditional
Rule
-
If clause: had + past participle (V3)
-
Main clause: would/could/might + have + past participle (V3) + extension
-
যদি sentence Had + Subject + V3 + ... দিয়ে শুরু হয়, এটি Perfect Conditional / 3rd Conditional।
Complete Sentence Example
-
If she had left earlier, she would have caught the train.
Explanation
-
এটি অতীতের একটি কাল্পনিক অবস্থা বা অনুত্তীর্ণ ঘটনার কথা প্রকাশ করে।
-
অর্থাৎ, সে যদি আগে বের হতো, তাহলে ট্রেন ধরতে পারত।

0
Updated: 1 week ago
What is the final resolution of the novel?
Created: 2 weeks ago
A
Lydia reforms completely
B
Darcy marries Caroline
C
Elizabeth and Darcy marry
D
Wickham gains wealth
উপন্যাসের সব দ্বন্দ্ব শেষে Elizabeth Darcy-এর দ্বিতীয় প্রস্তাব গ্রহণ করে। তাদের বিয়ে Pride ও Prejudice উভয়ের জয়। পাশাপাশি Jane–Bingley-এর বিয়েও ঘটে। Austen উপন্যাসের শেষাংশে দেখান—প্রেম ও আত্মসংশোধনের মাধ্যমে সামাজিক বাধা অতিক্রম করা যায়। এভাবেই সুখী সমাপ্তি ঘটে।

0
Updated: 2 weeks ago