'সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা' কোন ধরনের মূল্যবোধের মধ্যে পড়ে?
A
সামাজিক মূল্যবোধ
B
রাজনৈতিক মূল্যবোধ
C
নৈতিক মূল্যবোধ
D
পারিবারিক মূল্যবোধ
উত্তরের বিবরণ
নৈতিক মূল্যবোধ এমন এক মানসিক শক্তি যা মানুষের সঠিক-ভুল, উচিত-অনুচিত এবং ন্যায়-অন্যায় বোধকে গড়ে তোলে। এটি ব্যক্তি ও সমাজ উভয়ের কল্যাণে প্রয়োজনীয় আচরণ ও মনোভাবের বিকাশ ঘটায় এবং মানুষকে মানসিকভাবে তৃপ্তি দেয়।
-
নীতি ও উচিত-অনুচিত বোধ নৈতিক মূল্যবোধের মূল উৎস।
-
নৈতিক মূল্যবোধ হলো সেই মনোভাব ও আচরণ, যেগুলো মানুষ সর্বদা ভালো, কল্যাণকর ও অপরিহার্য হিসেবে বিবেচনা করে।
-
নৈতিক মূল্যবোধের প্রথম পাঠের স্থান হলো পরিবার।
-
শিশু প্রথম নৈতিক শিক্ষা পায় পরিবার থেকেই, যা তার চরিত্র গঠনের ভিত্তি তৈরি করে।
-
অন্যায় থেকে বিরত থাকা, সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, দুঃস্থকে সহায়তা করা ইত্যাদি নৈতিক মূল্যবোধের গুরুত্বপূর্ণ দিক।
0
Updated: 1 month ago
সুশাসনের একটি গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
Created: 1 month ago
A
স্বৈরাচার
B
গোপনীয়তা
C
দমন-পীড়ন
D
স্বচ্ছতা
সুশাসন হলো এমন একটি প্রক্রিয়া যা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখে। এর মাধ্যমে জনগণের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পায় এবং সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়, যা সামাজিক ন্যায়-বিচার ও বহুত্ববাদের সাথে সংযুক্ত। সুশাসনের মূল ভিত্তি হলো আইনের শাসন।
-
সুশাসনের উপাদানসমূহ:
-
গণতন্ত্র
-
নৈতিক মূল্যবোধ
-
স্বচ্ছতা
-
বৈধতা
-
দায়িত্বশীলতা
-
জবাবদিহিতা
-
জনগণের নিকট গ্রহণযোগ্যতা
-
স্বাধীন প্রচার মাধ্যম
-
অংশগ্রহণমূলক প্রক্রিয়া
-
আইনের শাসন
-
বিচার বিভাগের স্বাধীনতা
-
জনবান্ধব প্রশাসন
-
সততা
-
স্থানীয় সরকার ব্যবস্থা
-
সুশীল সমাজ দক্ষতা
-
রাজনৈতিক স্থিতিশীলতা
-
বিকেন্দ্রীকরণ
-
লিঙ্গ বৈষম্যের অনুপস্থিতি
-
প্রচার মাধ্যমের স্বাধীনতা
-
0
Updated: 1 month ago
সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো-
Created: 1 month ago
A
অধিকার ভোগ
B
সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন করা
C
ব্যবসা-বাণিজ্য করা
D
মৌলিক অধিকার নিশ্চিত করা
সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের বিভিন্ন কর্তব্য রয়েছে যা সমাজ ও দেশের সুস্থ পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিকরা তাদের দায়িত্ব পালন করলে সুশাসন ও সমাজের শান্তি নিশ্চিত হয়।
-
সামাজিক দায়িত্ব পালন করা
-
নিয়মিত কর প্রদান করা
-
আইন মান্য করা
-
সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন করা
-
সন্তানদের শিক্ষাদান করা
-
জাতীয় সম্পদ রক্ষা করা
-
আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করা
-
সংবিধান মেনে চলা
0
Updated: 1 month ago
নৈতিকতার মূল লক্ষ্য কী?
Created: 1 month ago
A
মানুষের কল্যাণ সাধন
B
স্বাধীনতা অর্জন
C
আইন প্রতিষ্ঠা
D
ধর্মীয় বিধান প্রতিষ্ঠা
নৈতিকতা
-
নৈতিকতা হলো মানুষের অন্তরর্নিহিত ধ্যান-ধারণার সমষ্টি
-
নৈতিকতার উদ্ভব মানুষের বিবেকবোধ থেকে
-
এটি একটি মানসিক বিষয়
-
নৈতিকতার উপর রাষ্ট্রীয় কর্তৃত্ব আরোপিত নয়, অর্থাৎ নৈতিকতা লঙ্ঘনকারীকে রাষ্ট্র বা রাষ্ট্রীয় আইন শাস্তি প্রদান করতে পারে না
-
বিবেকের দংশনই নৈতিকতার সবচেয়ে বড় রক্ষাকবচ
-
মানুষের আচরণ নিয়ন্ত্রণ ও পরিচালনার মাধ্যমে মানুষের কল্যাণ সাধনই নৈতিকতার লক্ষ্য
উৎস: পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
0
Updated: 1 month ago