Which philosophical idea dominates the play Waiting for Godot?
A
Existentialism and absurdism
B
Romanticism and idealism
C
Marxism and socialism
D
Stoicism and pragmatism
উত্তরের বিবরণ
Beckett–এর নাটক Existentialism এবং Absurdism–এর প্রতীক। চরিত্ররা জীবনের অর্থ খোঁজে, কিন্তু কোনো উত্তর পায় না। Godot–এর জন্য অপেক্ষা আসলে মানুষের অস্তিত্বের অসারতা প্রকাশ করে। Sartre এবং Camus–এর দর্শন এখানে প্রতিফলিত হয়েছে।
0
Updated: 1 month ago
What role does laughter play in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
Defense against despair
B
Celebration of joy
C
Mockery of religion
D
Political protest
হাসি চরিত্রদের হতাশা থেকে রক্ষা করে। কৌতুকপূর্ণ সংলাপ আসলে জীবনের অসহায়তার মুখে প্রতিরক্ষা। দর্শকেরও এই হাসি ব্যথা ও আনন্দের মিশ্র অনুভূতি জাগায়।
0
Updated: 1 month ago
What is the role of silence in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
To highlight emptiness and tension
B
To give rhythm like music
C
To symbolise divine presence
D
To express political protest
নাটকে সংলাপের পাশাপাশি নীরবতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চরিত্ররা অনেক সময় কিছু না বলে দাঁড়িয়ে থাকে। এই নীরবতা আসলে জীবনের শূন্যতা প্রকাশ করে। দর্শকও অনুভব করে সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। Beckett নীরবতাকে ভাষার মতোই ব্যবহার করেছেন নাটকের দার্শনিক শক্তি বাড়াতে।
0
Updated: 1 month ago
What is the symbolic meaning of the barren tree in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
Hopelessness and possible renewal
B
Eternal victory of mankind
C
The joy of spring
D
The wealth of nature
গাছ নাটকের প্রধান প্রতীক। প্রথমে গাছটি শুকনো, পরে কিছুটা পাতা গজায়। এটি একই সঙ্গে হতাশা ও আশার প্রতীক। জীবনের শূন্যতা ও অর্থহীনতা প্রকাশ পেলেও পরিবর্তনের সম্ভাবনাও আছে। Beckett এই প্রতীকে মানুষের অস্তিত্বের দ্বৈততা তুলে ধরেছেন।
0
Updated: 1 month ago