What is the symbolic meaning of the barren tree in the play Waiting for Godot?
A
Hopelessness and possible renewal
B
Eternal victory of mankind
C
The joy of spring
D
The wealth of nature
উত্তরের বিবরণ
গাছ নাটকের প্রধান প্রতীক। প্রথমে গাছটি শুকনো, পরে কিছুটা পাতা গজায়। এটি একই সঙ্গে হতাশা ও আশার প্রতীক। জীবনের শূন্যতা ও অর্থহীনতা প্রকাশ পেলেও পরিবর্তনের সম্ভাবনাও আছে। Beckett এই প্রতীকে মানুষের অস্তিত্বের দ্বৈততা তুলে ধরেছেন।
0
Updated: 1 month ago
Who is Godot in the play "Waiting for Godot"?
Created: 1 month ago
A
A real person who arrives at the end
B
A friend of Vladimir
C
Pozzo’s servant
D
A symbol of hope, faith, or the unattainable
Godot কে নাটকে সরাসরি দেখা যায় না। তিনি একটি প্রতীক, যা আশা, বিশ্বাস বা অসম্পূর্ণ চাওয়ার প্রতিফলন। Beckett দেখান যে, ভ্লাদিমির এবং এসট্রাগনের জীবনে Godot-এর উপস্থিতি একটি উদ্দেশ্য এবং মানসিক ভরসার প্রতীক।
তবে তিনি কখনও আসেন না, যা মানুষের জীবনের অনিশ্চয়তা, অসম্পূর্ণ আকাঙ্ক্ষা এবং অস্তিত্বের শূন্যতার প্রতীক। Godot-এর অনুপস্থিতি নাটকের মূল থিমগুলোর সঙ্গে যুক্ত—মানুষের অপেক্ষা, অর্থহীনতা, এবং জীবনযাত্রার উদ্দেশ্যহীনতা।
0
Updated: 1 month ago
What is suggested by the recurring beatings Estragon suffers in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
Symbol of divine justice
B
Punishment for betrayal
C
Endless cycle of human suffering
D
Memory of childhood trauma
Estragon প্রায়ই অজানা লোকদের হাতে মার খায়। এর কোনো কারণ নেই, কোনো পরিবর্তনও আসে না। প্রতিদিন একই ঘটনার পুনরাবৃত্তি হয়। এটি জীবনের অর্থহীন কষ্টের প্রতীক।
মানুষ প্রতিদিন ছোট–বড় আঘাত সহ্য করে, কিন্তু তার কোনো ব্যাখ্যা বা সমাধান পায় না। Beckett এখানে মানব জীবনের অন্তহীন কষ্ট ও নির্যাতনকে সাধারণ ঘটনা হিসেবে দেখিয়েছেন, যা Absurdist দর্শনের মূল বার্তা।
0
Updated: 1 month ago
Who wrote Waiting for Godot?
Created: 3 months ago
A
T. S. Eliot
B
Arthur Miller
C
Samuel Beckett
D
Joseph Conrad
0
Updated: 3 months ago