What is the symbolic meaning of the barren tree in the play Waiting for Godot?
A
Hopelessness and possible renewal
B
Eternal victory of mankind
C
The joy of spring
D
The wealth of nature
উত্তরের বিবরণ
গাছ নাটকের প্রধান প্রতীক। প্রথমে গাছটি শুকনো, পরে কিছুটা পাতা গজায়। এটি একই সঙ্গে হতাশা ও আশার প্রতীক। জীবনের শূন্যতা ও অর্থহীনতা প্রকাশ পেলেও পরিবর্তনের সম্ভাবনাও আছে। Beckett এই প্রতীকে মানুষের অস্তিত্বের দ্বৈততা তুলে ধরেছেন।

0
Updated: 20 hours ago
Which character contemplates hanging himself from the tree in the play Waiting for Godot?
Created: 20 hours ago
A
Estragon
B
Vladimir
C
Pozzo
D
Lucky
Estragon নাটকের শুরুতে গাছের ডালে ঝুলে আত্মহত্যার কথা বলে। তার এই কথা নাটকের নিস্ফলতা ও হতাশাকে প্রতিফলিত করে। Beckett দেখিয়েছেন মানুষ জীবনের অর্থ খুঁজে না পেলে মৃত্যুর কথা ভাবে। কিন্তু তারাও শেষ পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় না। এই দোটানাই নাটকের দার্শনিক ব্যাকরণ তৈরি করে।

0
Updated: 20 hours ago
What does Lucky lose when he reappears in Act II in the play Waiting for Godot?
Created: 20 hours ago
A
His ability to speak
B
His physical strength
C
His master’s trust
D
His memory
Lucky দ্বিতীয় অঙ্কে আর কথা বলতে পারে না। প্রথম অঙ্কে সে বক্তৃতা দিয়েছিল, যা অসংলগ্ন ছিল। এখন তার কণ্ঠও হারিয়ে যায়। এটি মানুষের প্রকাশক্ষমতার ক্ষয় এবং নিস্তব্ধতার প্রতীক।

0
Updated: 20 hours ago
What theme is reinforced when Vladimir and Estragon cannot leave despite deciding to go in the play Waiting for Godot?
Created: 12 hours ago
A
Courage and rebellion
B
Friendship and loyalty
C
Paralysis and inaction
D
Memory and forgetting
Estragon ও Vladimir প্রায়ই বলে “চলো যাই,” কিন্তু তারা যায় না। এটি মানুষের স্থবিরতার প্রতীক। সিদ্ধান্ত নেয়া হলেও কার্যকর হয় না। Beckett জীবনের অসহায় চক্রকে দেখিয়েছেন এখানে।

0
Updated: 12 hours ago