Which character contemplates hanging himself from the tree in the play Waiting for Godot?
A
Estragon
B
Vladimir
C
Pozzo
D
Lucky
উত্তরের বিবরণ
Estragon নাটকের শুরুতে গাছের ডালে ঝুলে আত্মহত্যার কথা বলে। তার এই কথা নাটকের নিস্ফলতা ও হতাশাকে প্রতিফলিত করে। Beckett দেখিয়েছেন মানুষ জীবনের অর্থ খুঁজে না পেলে মৃত্যুর কথা ভাবে। কিন্তু তারাও শেষ পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় না। এই দোটানাই নাটকের দার্শনিক ব্যাকরণ তৈরি করে।

0
Updated: 20 hours ago
What genre label did Martin Esslin give to Waiting for Godot?
Created: 12 hours ago
A
Theatre of the Absurd
B
Theatre of Cruelty
C
Epic Theatre
D
Naturalist Theatre
সমালোচক Martin Esslin Absurdist নাটকের ধারায় Waiting for Godot–কে প্রধান উদাহরণ হিসেবে উল্লেখ করেন। জীবনের অসারতা, পুনরাবৃত্তি ও অনিশ্চয়তা এর মূল বৈশিষ্ট্য।

0
Updated: 12 hours ago
What idea is reinforced by the fact that Godot never arrives in the play Waiting for Godot?
Created: 12 hours ago
A
Futility of hope and endless waiting
B
Proof of God’s punishment
C
Success of the rebellion
D
Importance of friendship only
Godot কখনো আসে না, কেবল প্রতিশ্রুতি দেয়। এটি মানুষের চিরন্তন অপেক্ষার প্রতীক। ধর্ম, রাজনীতি বা ভবিষ্যৎ—সবকিছুর প্রতিশ্রুতি একরকম মায়া। Beckett দেখিয়েছেন মানুষ আশা ধরে রাখলেও বাস্তবে মুক্তি আসে না।

0
Updated: 12 hours ago
Who wrote Waiting for Godot?
Created: 1 month ago
A
T. S. Eliot
B
Arthur Miller
C
Samuel Beckett
D
Joseph Conrad

0
Updated: 1 month ago