কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয় ডি. লিট 'উপাধি' বা সম্মাননা প্রদান করেন কত সালে?
A
১৯৭২ সালে
B
১৯৭৪ সালে
C
১৯৭৬ সালে
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
কবি কাজী নজরুল ইসলাম
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯), চুরুলিয়া, বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গ
-
ঢাকায় আগমন: মোট ১৩ বার; প্রথমবার ১৯২৬ সালে; ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট ৫ বার আসেন
-
স্বদেশে পুনরাগমন: ১৯৭২ সালের ২৪ মে ভারত থেকে সপরিবারে ঢাকায় আনা হয়
-
সম্মাননা:
-
১৯৭৪ সালের ৯ মে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ সমাবর্তনের মাধ্যমে 'ডি. লিট' উপাধি প্রদান
-
১৯৭৬ সালের জানুয়ারি: বাংলাদেশি নাগরিকত্ব
-
১৯৭৬ সালের ফেব্রুয়ারি: একুশে পদক
-
-
মৃত্যু: ২৯ আগস্ট ১৯৭৬ (১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ), ঢাকার পিজি হাসপাতাল
-
সমাধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে সমাহিত
0
Updated: 1 month ago
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্প কোনটি?
Created: 1 month ago
A
রিমেহের নেগার
B
কাণ্ডারী হুশিয়ার
C
রাক্ষুসী
D
বাউন্ডেলের আত্মকাহিনী
কাজী নজরুল ইসলাম ২৪ মে ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। বাংলা সাহিত্যে তিনি ‘বিদ্রোহী কবি’ নামে পরিচিত এবং আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাতি অর্জন করেন। নজরুলের কবি ও শিল্পী জীবনের শুরু এ লেটোদল থেকেই।
নজরুল তাঁর সাহিত্যকর্ম এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অবিভক্ত বাংলায় পরাধীনতা, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, মৌলবাদ এবং দেশি-বিদেশি শোষণের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তিনি বাংলাদেশের জাতীয় কবি হিসেবে সমাদৃত। নজরুল ২৯ আগস্ট ১৯৭৬ সালে মৃত্যু বরণ করেন।
কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম সম্পর্কিত তথ্য
-
প্রথম প্রকাশিত গল্প: বাউণ্ডেলের আত্মকাহিনী, যা ১৯১৯ খ্রিষ্টাব্দে সওগাত পত্রিকার মে-জুন সংখ্যায় প্রকাশিত হয়।
-
গল্পগ্রন্থসমূহ:
-
ব্যথার দান
-
রিক্তের বেদন
-
শিউলিমালা
-
উৎস:
0
Updated: 1 month ago
কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
Created: 2 months ago
A
অগ্নি-বীণা
B
সাম্যবাদী
C
ছায়ানট
D
ভাঙার গান
অগ্নি-বীণা কাব্যগ্রন্থ
-
রচয়িতা: কাজী নজরুল ইসলাম
-
প্রকাশকাল: ১৯২২ সাল
-
এটি নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, তবে এটি ছিল তাঁর দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ।
-
কাব্যগ্রন্থটি প্রকাশের সঙ্গে সঙ্গেই বাংলা কবিতার জগতে নতুন যুগের সূচনা ঘটে।
-
প্রথম সংস্করণ প্রকাশের পরপরই শেষ হয়ে যায়, যা নজরুলের জনপ্রিয়তার সাক্ষ্য বহন করে।
-
এতে মোট ১২টি কবিতা রয়েছে।
অন্তর্ভুক্ত ১২টি কবিতা
১. প্রলয়োল্লাস
২. বিদ্রোহী
৩. রক্তাম্বর-ধারিণী মা
৪. আগমণী
৫. ধূমকেতু
৬. কামাল পাশা
৭. আনোয়ার
৮. রণভেরী
৯. শাত-ইল-আরব
১০. খেয়াপারের তরণী
১১. কোরবানী
১২. মোহররম
‘অগ্নি-বীণা’র সর্বাধিক জনপ্রিয় কবিতা হলো “বিদ্রোহী”, যার জন্য নজরুল চিরকালের বিদ্রোহী কবি হিসেবে পরিচিত।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
0
Updated: 2 months ago
কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
কুহেলিকা
B
বাঁধন-হারা
C
মৃত্যুক্ষুধা
D
জননী
বাঁধন-হারা হলো কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস।
-
বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস
-
পূর্ণাঙ্গ প্রকাশ: ১৯২৭
-
উপন্যাসে ১৮টি পত্র রয়েছে
-
রচনা: কাজী নজরুল ইসলাম করাচীতে অবস্থানকালে শুরু
-
প্রকাশ মাধ্যম: ধারাবাহিকভাবে মোসলেম ভারত পত্রিকায়
-
কেন্দ্রীয় চরিত্র: নায়ক নুরুল হুদা
-
অন্যান্য চরিত্র: রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা প্রমুখ
কাজী নজরুল ইসলাম
-
বাংলাদেশের জাতীয় কবি, অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব
-
জন্ম: ২৪ মে ১৮৯৯, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম
-
ডাক নাম: দুখু মিয়া
-
খেতাব: ‘বিদ্রোহী কবি’
-
আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে পরিচিত
কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস:
-
বাঁধন-হারা (১৯২৭)
-
মৃত্যুক্ষুধা (১৯৩০)
-
কুহেলিকা (১৯৩১)
0
Updated: 1 month ago