কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয় ডি. লিট 'উপাধি' বা সম্মাননা প্রদান করেন কত সালে?
A
১৯৭২ সালে
B
১৯৭৪ সালে
C
১৯৭৬ সালে
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
কবি কাজী নজরুল ইসলাম
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯), চুরুলিয়া, বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গ
-
ঢাকায় আগমন: মোট ১৩ বার; প্রথমবার ১৯২৬ সালে; ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট ৫ বার আসেন
-
স্বদেশে পুনরাগমন: ১৯৭২ সালের ২৪ মে ভারত থেকে সপরিবারে ঢাকায় আনা হয়
-
সম্মাননা:
-
১৯৭৪ সালের ৯ মে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ সমাবর্তনের মাধ্যমে 'ডি. লিট' উপাধি প্রদান
-
১৯৭৬ সালের জানুয়ারি: বাংলাদেশি নাগরিকত্ব
-
১৯৭৬ সালের ফেব্রুয়ারি: একুশে পদক
-
-
মৃত্যু: ২৯ আগস্ট ১৯৭৬ (১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ), ঢাকার পিজি হাসপাতাল
-
সমাধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে সমাহিত

0
Updated: 20 hours ago
কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন -
Created: 1 month ago
A
২৪ মে, ১৮৯৯
B
২০ মার্চ, ১৮৮৯
C
২৬ সেপ্টেম্বর, ১৮৯৯
D
১৫ ডিসেম্বর, ১৮৯৯
কাজী নজরুল ইসলাম
-
জাতীয় পরিচয়: বাংলাদেশের জাতীয় কবি; অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতিতে প্রধান ব্যক্তিত্ব
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দ, ১১ জ্যৈষ্ঠ (২৪ মে, ১৮৯৯), চুরুলিয়া, বর্ধমান, পশ্চিমবঙ্গ
-
খ্যাতি:
-
সাহিত্যে: ‘বিদ্রোহী কবি’
-
সঙ্গীতে: ‘বুলবুল’
-
-
বাংলাদেশে আসা ও নাগরিকত্ব:
-
১৯৭২ সালের ২৪ মে বাংলাদেশে সপরিবারে আনা হয়
-
১৯৭৬ সালের জানুয়ারিতে বাংলাদেশ সরকার নাগরিকত্ব প্রদান এবং ২১ ফেব্রুয়ারি ‘একুশে পদক’ প্রদান
-
-
মৃত্যু: ২৯ আগস্ট ১৯৭৬ (১২ ভাদ্র ১৩৮৩), পিজি হাসপাতাল, ঢাকা
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত প্রবন্ধ কোনটি?
Created: 3 months ago
A
রুদ্রমঙ্গল
B
যুগবাণী
C
তুর্কমহিলার ঘোমটা খোলা
D
ব্যথার দান
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা:
-
প্রথম প্রকাশিত প্রবন্ধ: ‘তুর্কমহিলার ঘোমটা খোলা’
-
প্রথম প্রকাশিত উপন্যাস: ‘বাঁধন হারা’
-
প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ: ‘যুগবাণী’
-
প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ (এবং প্রথম প্রকাশিত গ্রন্থ): ‘ব্যথার দান’
-
প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ: ‘অগ্নি-বীণা’
-
প্রথম প্রকাশিত কবিতা: ‘মুক্তি’
-
প্রথম প্রকাশিত গল্প: ‘বাউণ্ডলের আত্মকাহিনী’
-
প্রথম প্রকাশিত নাটক: ‘ঝিলিমিলি’
কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ:
-
রাজবন্দীর জবানবন্দি
-
দুর্দিনের যাত্রী
-
যুগবাণী
-
রুদ্র মঙ্গল
সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 3 months ago
সংগীত বিষয়ক গ্রন্থ 'বনগীতি' রচনা করেন কে?
Created: 3 weeks ago
A
কায়কোবাদ
B
কাজী নজরুল ইসলাম
C
গোলাম মোস্তফা
D
জসীম উদ্দীন
কাজী নজরুল ইসলামের সংগীত বিষয়ক গ্রন্থ
-
চোখের চাতক
-
নজরুল গীতিকা
-
সুর সাকী
-
বনগীতি
-
অন্যান্য গ্রন্থ
কাজী নজরুল ইসলাম
-
কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম।
-
বাল্যকালে ডাকনাম: ‘তারা ক্ষ্যাপা’, ‘নজর আলী’, ‘দুখু মিয়া’।
-
বাল্যকালেই লেটোগানের দলে যোগদান; লেটোদলের বিখ্যাত কবিয়াল শেখ চাকা তাঁকে ‘ব্যাঙাচি’ বলে ডাকতেন।
-
অন্যান্য ছদ্মনাম: ধূমকেতু, নুরু।
-
বাংলা সাহিত্যে পরিচিত: ‘বিদ্রোহী কবি’।
-
আধুনিক বাংলা গানের জগতে খ্যাত: ‘বুলবুল’।
উৎস: বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; কবি নজরুল জীবনী

0
Updated: 3 weeks ago