মহিম, অচলা, সুরেশ - কোন উপন্যাসের চরিত্র ?
A
দেবদাস
B
চরিত্রহীন
C
পল্লীসমাজ
D
গৃহদাহ
উত্তরের বিবরণ
‘গৃহদাহ’ উপন্যাস – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
-
প্রকাশ: ১৯২০, মাসিক ভারতবর্ষে প্রকাশিত।
-
প্রধান চরিত্র:
-
মহিম
-
সুরেশ
-
অচলা (উপন্যাসের নায়িকা)
-
-
কাহিনির মূল বিষয়: অচলার প্রতি মহিম ও সুরেশের আকর্ষণ ও বিকর্ষণ।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য উপন্যাস ও চরিত্রসমূহ:
-
চরিত্রহীন: সতীশ, কিরণময়ী
-
দেবদাস: দেবদাস, পার্বতী, চন্দ্রমূখী, চুনিলাল, ধর্মদাস
-
পল্লীসমাজ: রমেশ, রমা

0
Updated: 20 hours ago
কোনটি ঠিক?
Created: 2 months ago
A
গোরা (নাট্যগ্রন্থ)
B
বিদ্রোহী (কাব্যগ্রন্থ)
C
পথের দাবী (উপন্যাস)
D
কাত্তরের দিনগুলি (উপন্যাস)
‘পথের দাবী’ উপন্যাস
‘পথের দাবী’ রচনা করেছেন প্রখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এটি ১৯২৬ সালে প্রকাশিত একটি রাজনৈতিক ধারার উপন্যাস।
এই গ্রন্থটি মূলত ব্রিটিশ শাসিত ভারতবর্ষের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব এবং স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে রচিত। কাহিনীর প্রধান চরিত্র সব্যসাচী, যিনি একজন গুপ্ত বিপ্লবী নেতার ভুমিকায় অভিনয় করেন। অনেকের মতে, সব্যসাচীর চরিত্রে বিরাজমান রূপটি ছিল বিপ্লবী রাসবিহারী বসুর আদলে নির্মিত। উপন্যাসের কেন্দ্রে ব্রিটিশ বিরোধী বিক্ষোভ এবং দেশপ্রেমের স্ফূরণ স্পষ্টভাবে ফুটে উঠেছে।
গ্রন্থটি প্রকাশের পরেই ইংরেজ শাসন কর্তৃক নিষিদ্ধ হয়ে যায়। যদিও নান্দনিক দৃষ্টিকোণ থেকে ‘পথের দাবী’ সাহিত্যিক উৎকৃষ্টতার মানদণ্ডে বিতর্কের সৃষ্টি করলেও, রাজনৈতিক প্রেক্ষাপটে এটি স্বাধিকার আন্দোলনে অনুপ্রেরণার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে প্রমাণিত হয়েছে।
উপন্যাসের শেষের অংশে রয়েছে একটি গভীর বক্তব্য, “আমি একজন বিপ্লবী, ভারতের স্বাধীনতাই আমার একমাত্র লক্ষ্য, আমার একমাত্র সাধনা।” এ কারণে এই রচনা ভারতীয় রাজনৈতিক ইতিহাসে বিশেষ গুরুত্ব ধারণ করে।
‘পথের দাবী’ প্রথম প্রকাশিত হয়েছিল ‘বঙ্গবাণী’ পত্রিকার ১৩২৯ সালের ফাল্গুন সংখ্যায় ধারাবাহিক রূপে।
অন্য প্রসঙ্গে
-
জাহানারা ইমাম রচিত ‘একাত্তরের দিনগুলি’ একটি স্মৃতিকথামূলক গ্রন্থ, যা মুক্তিযুদ্ধের সময়কার ঘটনা ও অভিজ্ঞতাগুলোকে দিনপঞ্জির আকারে উপস্থাপন করে।
-
কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা ‘বিদ্রোহী’ প্রথমবার ২২শে পৌষ ১৩২৮ (৬ জানুয়ারি ১৯২২) ‘সাপ্তাহিক বিজলী’ পত্রিকায় প্রকাশিত হয়।
-
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস ‘গোরা’ (১৯১০) তার নায়ক গোরা সম্পর্কে, যিনি সিপাহী বিদ্রোহের সময় নিহত এক আইরিশ দম্পতির সন্তান ছিলেন।
তথ্যসূত্র: ‘বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা’, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 months ago
’অনিলা দেবী’ ছদ্মনামে কে সাহিত্য রচনা করতেন?
Created: 6 days ago
A
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B
সমরেশ বসু
C
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D
নীহাররঞ্জন গুপ্ত
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ‘অনিলা দেবী’
-
তিনি “নারীর মূল্য” প্রবন্ধটি “অনিলা দেবী” ছদ্মনামে যমুনা পত্রিকায় প্রকাশ করেন।
অন্য ছদ্মনামসমূহ:
-
অপরাজিতা দেবী
-
শ্রী চট্টোপাধ্যায়
-
অপরূপা দেবী
-
পরশুরাম
-
শীকান্ত শর্মাতার
বিখ্যাত উপন্যাসসমূহ:
-
দেবদাস
-
দেনা পাওনা
-
গৃহদাহ
-
চরিত্রহীন
-
পল্লী সমাজ
-
পথের দাবী
অন্য লেখকদের ছদ্মনাম উদাহরণ:
-
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর: কস্যচিৎ উপযুক্ত ভাইপো
-
সমরেশ বসু: কালকূট
-
নীহাররঞ্জন গুপ্ত: দাদা ভাই, বাণভট্ট

0
Updated: 6 days ago
‘নেকড়ে অরণ্য’ শওকত ওসমানের রচিত কোন ধরনের রচনা?
Created: 1 week ago
A
উপন্যাস
B
গল্প
C
প্রবন্ধ
D
কবিতা
নেকড়ে অরণ্য ও শওকত ওসমান
-
নেকড়ে অরণ্য হলো শওকত ওসমানের রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
-
শওকত ওসমান
-
জন্ম: ২ জানুয়ারি ১৯১৭, পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে।
-
প্রকৃত নাম: শেখ আজিজুর রহমান।
-
তিনি একজন কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক।
-
উপন্যাস ও গল্প রচনায় সুপরিচিত, এছাড়া প্রবন্ধ, নাটক, রম্যরচনা, স্মৃতিকথা ও শিশুতোষ গ্রন্থও রচনা করেছেন।
-
মৃত্যু: ১৮ মে ১৯৯৮।
-
-
উল্লেখযোগ্য উপন্যাস
-
জননী
-
ক্রীতদাসের হাসি
-
সমাগম
-
চৌরসন্ধি
-
রাজা উপাখ্যান
-
জাহান্নাম হইতে বিদায়
-
দুই সৈনিক
-
নেকড়ে অরণ্য
-
পতঙ্গ
-
পিঞ্জর
-
-
প্রাপ্ত পুরস্কারসমূহ
-
বাংলা একাডেমি পুরস্কার (১৯৬২)
-
আদমজি সাহিত্য পুরস্কার (১৯৬৬)
-
একুশে পদক (১৯৮৩)
-
ফিলিপস পুরস্কার (১৯৯১)
-
স্বাধীনতা দিবস পুরস্কার (১৯৯৭)
-

0
Updated: 1 week ago