ব্রিটিশ সরকার কর্তৃক কাজী নজরুল ইসলামের কোন প্রবন্ধগ্রন্থটি প্রথম নিষিদ্ধ হয়?
A
বিষের বাঁশী
B
যুগবাণী
C
ভাঙার গান
D
প্রলয় শিখা
উত্তরের বিবরণ
‘দেনাপাওনা’ (১৯২৩) হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস।
-
কাহিনির কেন্দ্রীয় চরিত্র: জীবনানন্দ।
-
উপন্যাসটি নাট্যরূপে উপস্থাপিত হয়েছে ‘ষোড়শী’ নামে।
উল্লেখযোগ্য তথ্য:
-
‘দেনাপাওনা’ নামক ছোটগল্পের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।
-
রবীন্দ্রনাথের অন্যান্য উপন্যাস: মালঞ্চ, নৌকাডুবি।
-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস: ইন্দিরা।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৭৬-১৯৩৮):
-
জন্ম: ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর, হুগলি জেলার দেবানন্দপুরে।
-
প্রথম প্রকাশিত উপন্যাস: বড়দিদি (১৯০৭), ভারতী পত্রিকায় প্রকাশিত।
-
প্রথম প্রকাশিত গল্প: ‘মন্দির’, যার জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরস্কার লাভ।
-
রাজনৈতিক উপন্যাস: ‘পথের দাবী’ (১৯২৬), যা ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।
উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
দেনাপাওনা
-
বড়দিদি
-
বিরাজবৌ
-
পণ্ডিতমশাই
-
পরিণীতা
-
চন্দ্রনাথ
-
দেবদাস
-
চরিত্রহীন
-
গৃহদাহ
-
পথের দাবী
-
শেষ প্রশ্ন
-
শেষের পরিচয়

0
Updated: 20 hours ago
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোন সাহিত্যকর্মটি বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত?
Created: 20 hours ago
A
রমজানের ঐ রোজার শেষে (গান)
B
বিদ্রোহী (কবিতা)
C
চল্ চল্ চল্ (কবিতা/গান)
D
কারার ঐ লৌহ-কপাট (গান)
বাংলাদেশের রণসঙ্গীত ও কাজী নজরুল ইসলাম
-
রণসঙ্গীত: বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম।
-
চল্ চল্ চল্: তাঁর কবিতা ‘চল্ চল্ চল্’-এর ২১ লাইন বাংলাদেশের রণসঙ্গীত হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত।
-
গৃহীত তারিখ: ১৯৭২ সালের ১৩ জানুয়ারি, বাংলাদেশের মন্ত্রীসভার প্রথম বৈঠকে এটি আনুষ্ঠানিকভাবে রণসঙ্গীত হিসেবে নির্বাচিত হয়।
-
প্রকাশ: মূলত এটি ‘নতুনের গান’ শিরোনামে ঢাকার ‘শিখা’ পত্রিকা-তে ১৯২৮ (১৩৩৫ বঙ্গাব্দ) সালে প্রকাশিত হয়। পরে নামকরণ হয় ‘চল্ চল্ চল্’।
-
অন্তর্ভুক্তি: নজরুলের ‘সন্ধ্যা’ কাব্যগ্রন্থেও এই সঙ্গীত অন্তর্ভুক্ত।
-
সঙ্গীতের তাল ও ছন্দ: দাদরা তাল অনুসৃত।
-
প্রথম কয়েকটি লাইন:
"চল্ চল্ চল্!
ঊর্ধ্ব গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণী-তল,
অরুণ প্রাতের তরুণ দল- ..."
এই রণসঙ্গীত জাতীয় চেতনার প্রতীক হিসেবে স্বাধীন বাংলাদেশের সাহিত্যে ও সঙ্গীতে বিশেষ গুরুত্ব বহন করে।

0
Updated: 20 hours ago
'চিত্তনামা' কাজী নজরুল ইসলাম রচিত কোন প্রকার সাহিত্য?
Created: 1 month ago
A
উপন্যাস
B
গল্পগ্রন্থ
C
প্রবন্ধগ্রন্থ
D
কাব্যগ্রন্থ
‘চিত্তনামা’ কাব্যগ্রন্থ
-
লেখক: কাজী নজরুল ইসলাম
-
বিষয়: দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রতি শ্রদ্ধা ও শোক
-
প্রকাশকাল: ১৯২৫ খ্রিস্টাব্দ (১৩৩২ বঙ্গাব্দ)
-
পটভূমি:
-
চিত্তরঞ্জন দাশ ১৩৩২ বঙ্গাব্দের ২রা আষাঢ় মারা যান।
-
নজরুল তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েকটি কবিতা লিখেন:
-
অর্ঘ্য
-
অকাল-সন্ধ্যা
-
সান্ত্বনা
-
ইন্দ্রপ্তন
-
রাজভিখারি
-
-
-
বৈশিষ্ট্য: কবিতাগুলোতে চিত্তরঞ্জনের প্রতি নজরুলের গভীর আবেগ ও শ্রদ্ধা প্রকাশ পেয়েছে।
কাজী নজরুল ইসলাম সংক্ষেপে
-
জাতীয় কবি: বাংলাদেশ
-
জন্ম: ২৪ মে ১৮৯৯ (১৩০৬ বঙ্গাব্দ), বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম
-
ডাক নাম: দুখু মিয়া
-
খ্যাতি: বাংলা সাহিত্যে ‘বিদ্রোহী কবি’ হিসেবে পরিচিত

0
Updated: 1 month ago
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত প্রবন্ধ কোনটি?
Created: 3 months ago
A
রুদ্রমঙ্গল
B
যুগবাণী
C
তুর্কমহিলার ঘোমটা খোলা
D
ব্যথার দান
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা:
-
প্রথম প্রকাশিত প্রবন্ধ: ‘তুর্কমহিলার ঘোমটা খোলা’
-
প্রথম প্রকাশিত উপন্যাস: ‘বাঁধন হারা’
-
প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ: ‘যুগবাণী’
-
প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ (এবং প্রথম প্রকাশিত গ্রন্থ): ‘ব্যথার দান’
-
প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ: ‘অগ্নি-বীণা’
-
প্রথম প্রকাশিত কবিতা: ‘মুক্তি’
-
প্রথম প্রকাশিত গল্প: ‘বাউণ্ডলের আত্মকাহিনী’
-
প্রথম প্রকাশিত নাটক: ‘ঝিলিমিলি’
কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ:
-
রাজবন্দীর জবানবন্দি
-
দুর্দিনের যাত্রী
-
যুগবাণী
-
রুদ্র মঙ্গল
সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 3 months ago