কোনটি শরৎচন্দ্র রচিত উপন্যাস ?
A
ইন্দিরা
B
দেনাপাওনা
C
নৌকাডুবি
D
মালঞ্চ
উত্তরের বিবরণ
‘দেনাপাওনা’ (১৯২৩) হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস।
-
কাহিনির কেন্দ্রীয় চরিত্র: জীবনানন্দ।
-
উপন্যাসটি নাট্যরূপে উপস্থাপিত হয়েছে ‘ষোড়শী’ নামে।
উল্লেখযোগ্য তথ্য:
-
‘দেনাপাওনা’ নামক ছোটগল্পের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।
-
রবীন্দ্রনাথের অন্যান্য উপন্যাস: মালঞ্চ, নৌকাডুবি।
-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস: ইন্দিরা।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৭৬-১৯৩৮):
-
জন্ম: ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর, হুগলি জেলার দেবানন্দপুরে।
-
প্রথম প্রকাশিত উপন্যাস: বড়দিদি (১৯০৭), ভারতী পত্রিকায় প্রকাশিত।
-
প্রথম প্রকাশিত গল্প: ‘মন্দির’, যার জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরস্কার লাভ।
-
রাজনৈতিক উপন্যাস: ‘পথের দাবী’ (১৯২৬), যা ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।
উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
দেনাপাওনা
-
বড়দিদি
-
বিরাজবৌ
-
পণ্ডিতমশাই
-
পরিণীতা
-
চন্দ্রনাথ
-
দেবদাস
-
চরিত্রহীন
-
গৃহদাহ
-
পথের দাবী
-
শেষ প্রশ্ন
-
শেষের পরিচয়
0
Updated: 1 month ago
দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন কে?
Created: 1 month ago
A
প্রমথ চৌধুরী
B
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D
মানিক বন্দ্যোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
-
জন্ম: ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর, হুগলি জেলার দেবানন্দপুর
-
মৃত্যু: ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি, কলকাতা
-
পেশা ও পরিচিতি: বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী
-
রচনার বৈশিষ্ট্য:
-
পল্লীর জীবন ও সমাজের চিত্রায়ণ
-
ব্যক্তিমানুষের মন ও পল্লীর সংস্কারাচ্ছন্ন মানসিকতার সংঘাত
-
সামাজিক বৈষম্য, কুসংস্কার ও শাস্ত্রীয় অনাচারের বিরুদ্ধে উচ্চকণ্ঠ
-
-
চিত্রকর্ম: বার্মায় বসবাসকালে অঙ্কিত ‘মহাশ্বেতা’ (ওয়েল পেইন্টিং)
উল্লেখযোগ্য উপন্যাস
-
বড়দিদি
-
পরিণীতা
-
বিরাজ বৌ
-
পণ্ডিত মশাই
-
পল্লী সমাজ
-
দেবদাস
-
চরিত্রহীন
-
দত্তা
-
গৃহদাহ
-
বামুনের মেয়ে
-
দেনা পাওনা
-
পথের দাবী
-
শেষ প্রশ্ন
-
বিপ্রদাস
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago
'ন্যাড়া' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কোন গল্পের চরিত্র?
Created: 2 months ago
A
বিন্দুর ছেলে
B
মেজদিদি
C
বিলাসী
D
মহেশ
‘বিলাসী’ ছোটগল্প
-
‘বিলাসী’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি ছোটগল্প।
-
গল্পে অস্পৃশ্যতার বিরুদ্ধাচারণ করা হয়েছে মৃত্যুঞ্জয়-বিলাসীর বিয়ে সংঘটনের মাধ্যমে।
-
‘বিলাসী’ গল্পে ‘ন্যাড়া’ চরিত্রের মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিজস্ব ছায়াপাত লক্ষ্য করা যায়।
-
গল্পের বিখ্যাত উক্তি:
“টিকিয়া থাকাই চরম সার্থকতা নয়, অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে।”
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য ছোটগল্পসমূহ
-
মহেশ
-
বিলাসী
-
সতী
-
মামলার ফল
-
রামের সুমতি
-
মেজদিদি
-
বিন্দুর ছেলে
-
ছবি প্রভৃতি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র: সতীশ, সাবিত্রী, কিরণময়ী?
Created: 1 month ago
A
চরিত্রহীন
B
পল্লীসমাজ
C
শ্রীকান্ত
D
পথের দাবী
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'চরিত্রহীন' উপন্যাসে বিভিন্ন চরিত্রের সম্পর্ক ও তাদের বৈশিষ্ট্য গল্পের মূল উপজীব্য। উপন্যাসটি প্রথা-বিরুদ্ধ প্রেম ও নারীপুরুষের সম্পর্কের জটিলতাকে কেন্দ্র করে গঠিত।
'চরিত্রহীন' উপন্যাস:
-
রচিত: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
-
প্রথম প্রকাশ: ১৯১৭
-
মূল বিষয়: প্রথা-বহির্ভূত প্রেম ও নারীপুরুষ সম্পর্ক
-
প্রধান চরিত্র: সতীশ, সাবিত্রী, কিরণময়ী
-
অন্যান্য নারী চরিত্র: সুরবালা, সরোজিনী
-
চরিত্রের বৈচিত্র্য: প্রতিটি নারী চরিত্রের আলাদা ব্যক্তিত্ব ও জীবনধারা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য উপন্যাসের চরিত্রসমূহ:
-
'দেবদাস': দেবদাস, পার্বতী, চন্দ্রমূখী, চুনিলাল, ধর্মদাস
-
'পল্লীসমাজ': রমা, রমেশ, বললাম, বেণী
-
'দত্তা': বিজয়া, নরেন, রাসবিহারী, বনমালী
-
'শ্রীকান্ত': ইন্দ্রনাথ, রাজলক্ষ্মী, অভয়া, গহর
-
'গৃহদাহ': সুরেশ, মহিম, অচলা
-
'পথের দাবী': ভারতী, সব্যসাচী ওরফে ডাক্তার সাহেব
0
Updated: 1 month ago