নিচের কোনটি কাজী নজরুল সম্পাদিত পত্রিকা নয়?
A
লাঙ্গল
B
ধূমকেতু
C
দৈনিক নবযুগ
D
বিজলী
উত্তরের বিবরণ
কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা ও সংশ্লিষ্ট তথ্য:
-
‘ধূমকেতু’ পত্রিকা: ১৯২২ সালে প্রকাশিত, সম্পাদনা করেছেন কাজী নজরুল ইসলাম।
-
‘লাঙ্গল’ পত্রিকা: ১৯২৫ সালে প্রকাশিত; প্রধান পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম।
-
‘দৈনিক নবযুগ’: কাজী নজরুল ইসলাম এবং কমরেড মুজাফ্ফর আহমদের যৌথ সম্পাদনায় প্রকাশিত।
কাজী নজরুলের সম্পাদনা নয় এমন পত্রিকা:
-
‘বিজলী’: এই পত্রিকার সম্পাদকদের মধ্যে ছিলেন নলিনীকান্ত সরকার, প্রবোধকুমার সান্যাল প্রমুখ।
0
Updated: 1 month ago
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্প কোনটি?
Created: 1 month ago
A
রিমেহের নেগার
B
কাণ্ডারী হুশিয়ার
C
রাক্ষুসী
D
বাউন্ডেলের আত্মকাহিনী
কাজী নজরুল ইসলাম ২৪ মে ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। বাংলা সাহিত্যে তিনি ‘বিদ্রোহী কবি’ নামে পরিচিত এবং আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাতি অর্জন করেন। নজরুলের কবি ও শিল্পী জীবনের শুরু এ লেটোদল থেকেই।
নজরুল তাঁর সাহিত্যকর্ম এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অবিভক্ত বাংলায় পরাধীনতা, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, মৌলবাদ এবং দেশি-বিদেশি শোষণের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তিনি বাংলাদেশের জাতীয় কবি হিসেবে সমাদৃত। নজরুল ২৯ আগস্ট ১৯৭৬ সালে মৃত্যু বরণ করেন।
কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম সম্পর্কিত তথ্য
-
প্রথম প্রকাশিত গল্প: বাউণ্ডেলের আত্মকাহিনী, যা ১৯১৯ খ্রিষ্টাব্দে সওগাত পত্রিকার মে-জুন সংখ্যায় প্রকাশিত হয়।
-
গল্পগ্রন্থসমূহ:
-
ব্যথার দান
-
রিক্তের বেদন
-
শিউলিমালা
-
উৎস:
0
Updated: 1 month ago
কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
Created: 3 weeks ago
A
ধূমকেতু
B
বিজলী
C
লাঙল
D
কল্লোল
‘বিদ্রোহী’ কবিতা কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের অন্যতম বিখ্যাত সৃষ্টি। এটি এমন এক কবিতা যেখানে কবির অন্তরের অগ্নিময় বিদ্রোহ ও স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রবলভাবে প্রতিফলিত হয়েছে। কবিতাটি প্রকাশের মধ্য দিয়েই নজরুল চিরকালের জন্য বাঙালির বিদ্রোহী কবি হিসেবে প্রতিষ্ঠিত হন।
-
‘বিদ্রোহী’ কবিতা কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা।
-
কবিতাটি ২২ পৌষ, ১৩২৮ বঙ্গাব্দ (১৯২২ সালের ৬ জানুয়ারি) সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
-
নজরুল পরবর্তীতে বিদ্রোহধর্মী আরও অনেক কবিতা লিখেছেন, তবে শুধুমাত্র ‘বিদ্রোহী’ কবিতাই তাঁকে বাঙালির চিরকালীন বিদ্রোহী কবি হিসেবে পরিচিত করেছে।
-
কবিতার মূল ভাবনা বিদ্রোহ, বিপ্লব এবং মুক্তচেতনার উচ্ছ্বাসের ওপর ভিত্তি করে গঠিত।
-
‘বিদ্রোহী’-তে কবি মানুষের ভেতরের অসীম শক্তি, ন্যায়বোধ ও প্রতিবাদের সাহসকে কাব্যময়ভাবে প্রকাশ করেছেন।
-
এই কবিতায় ধর্ম, সমাজ ও মানবতার প্রতি কবির সমান দৃষ্টিভঙ্গি এবং অন্যায়ের বিরুদ্ধে জাগ্রত চেতনা প্রকাশ পেয়েছে।
‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থ সম্পর্কিত তথ্য:
-
এটি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
-
কাব্যগ্রন্থটি তিনি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেছিলেন।
-
এতে মোট ১২টি কবিতা রয়েছে।
-
কবিতাগুলোর নাম ক্রমানুসারে হলো:
১. প্রলয়োল্লাস
২. বিদ্রোহী
৩. রক্তাম্বরধারিণী মা
৪. আগমনী
৫. ধুমকেতু
৬. কামালপাশা
৭. আনোয়ার
৮. রণভেরী
৯. শাত-ইল-আরব
১০. খেয়াপারের তরণী
১১. কোরবানী
১২. মোহররম
‘অগ্নিবীণা’ গ্রন্থের প্রকাশের মাধ্যমে নজরুল বাংলা সাহিত্যে বিপ্লব, মানবতা ও স্বাধীনতার কবি হিসেবে অমর হয়ে যান।
0
Updated: 3 weeks ago
"বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া-ভার,
ঐ হলো পুণ্যের যাত্রীরা খেয়া পার।" - কবিতাংশটু কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Created: 1 month ago
A
সর্বহারা
B
অগ্নিবীণা
C
ভাঙার গান
D
দোলনচাঁপা
কবিতাংশ:
"বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া-ভার, ঐ হলো পুণ্যের যাত্রীরা খেয়া পার" – কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘খেয়া পারের তরণী’ কবিতার অংশ।
কাজী নজরুল ইসলাম:
-
বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯), চুরুলিয়া গ্রাম, বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গ।
-
ডাক নাম: দুখু মিয়া।
-
বাংলা সাহিত্যে পরিচিত ‘বিদ্রোহী কবি’ নামে।
-
আধুনিক বাংলা গানের জগতে খ্যাত ‘বুলবুল’।
0
Updated: 1 month ago