নিচের কোনটি কাজী নজরুল সম্পাদিত পত্রিকা নয়?
A
লাঙ্গল
B
ধূমকেতু
C
দৈনিক নবযুগ
D
বিজলী
উত্তরের বিবরণ
কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা ও সংশ্লিষ্ট তথ্য:
-
‘ধূমকেতু’ পত্রিকা: ১৯২২ সালে প্রকাশিত, সম্পাদনা করেছেন কাজী নজরুল ইসলাম।
-
‘লাঙ্গল’ পত্রিকা: ১৯২৫ সালে প্রকাশিত; প্রধান পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম।
-
‘দৈনিক নবযুগ’: কাজী নজরুল ইসলাম এবং কমরেড মুজাফ্ফর আহমদের যৌথ সম্পাদনায় প্রকাশিত।
কাজী নজরুলের সম্পাদনা নয় এমন পত্রিকা:
-
‘বিজলী’: এই পত্রিকার সম্পাদকদের মধ্যে ছিলেন নলিনীকান্ত সরকার, প্রবোধকুমার সান্যাল প্রমুখ।

0
Updated: 20 hours ago
কাজী নজরুল ইসলামের মােট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়?
Created: 1 week ago
A
বিষের বাঁশি
B
যুগবাণী
C
ভাঙার গান
D
প্রলয় শিখা
কাজী নজরুল ইসলামের ‘যুগবাণী’ প্রবন্ধগ্রন্থ
-
প্রকাশকাল: কাজী নজরুল ইসলামের প্রবন্ধসংকলন ‘যুগবাণী’ ১৯২২ সালের অক্টোবরে প্রকাশিত হয়।
-
প্রথম প্রবন্ধগ্রন্থ: এটি ছিল নজরুলের প্রথম প্রবন্ধভিত্তিক বই।
-
নিষিদ্ধ ঘোষণা: বইটি প্রকাশের অল্প কিছুদিনের মধ্যেই, ২৩ নভেম্বর ১৯২২ সালে ব্রিটিশ সরকার ফৌজদারি বিধির ৯৯এ ধারা অনুযায়ী বাজেয়াপ্ত ও নিষিদ্ধ ঘোষণা করে।
-
নিষেধাজ্ঞা প্রত্যাহার: অনেক পরে, ১৯৪৭ সালে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
-
গ্রন্থের বিষয়বস্তু: প্রবন্ধগুলোতে মূলত স্বদেশি চেতনা, জাতীয় জাগরণ, ব্রিটিশবিরোধী মনোভাব ও শিক্ষার নতুন দিকনির্দেশনা ফুটে ওঠে।
-
অন্তর্ভুক্ত প্রবন্ধ: নবযুগ, ধর্মঘট, সত্য-শিক্ষা, ভাব ও কাজ, জাতীয় শিক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, জাগরণী প্রভৃতি উল্লেখযোগ্য।
কাজী নজরুল ইসলামের প্রথম যে গ্রন্থটি সরকার নিষিদ্ধ করে, সেটি হলো ‘যুগবাণী’।
নজরুলের ৫টি নিষিদ্ধ গ্রন্থ
-
যুগবাণী (প্রবন্ধগ্রন্থ) – নিষিদ্ধ: ২৩ নভেম্বর ১৯২২, নিষেধাজ্ঞা উঠে যায় ১৯৪৭।
-
বিষের বাঁশী (কবিতাগ্রন্থ) – নিষিদ্ধ: ২২ অক্টোবর ১৯২৪, নিষেধাজ্ঞা প্রত্যাহার: ২৭ এপ্রিল ১৯৪৫।
-
ভাঙার গান (কবিতাগ্রন্থ) – নিষিদ্ধ: ১১ অক্টোবর ১৯২৪।
-
প্রলয় শিখা (কবিতাগ্রন্থ) – নিষিদ্ধ: ১৭ সেপ্টেম্বর ১৯৩০।
-
চন্দ্রবিন্দু (গানের সংকলন) – নিষিদ্ধ: ১৪ অক্টোবর ১৯৩১।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর, এবং বাংলাপিডিয়া।

0
Updated: 1 week ago
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্প কোনটি?
Created: 3 days ago
A
রিমেহের নেগার
B
কাণ্ডারী হুশিয়ার
C
রাক্ষুসী
D
বাউন্ডেলের আত্মকাহিনী
কাজী নজরুল ইসলাম ২৪ মে ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। বাংলা সাহিত্যে তিনি ‘বিদ্রোহী কবি’ নামে পরিচিত এবং আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাতি অর্জন করেন। নজরুলের কবি ও শিল্পী জীবনের শুরু এ লেটোদল থেকেই।
নজরুল তাঁর সাহিত্যকর্ম এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অবিভক্ত বাংলায় পরাধীনতা, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, মৌলবাদ এবং দেশি-বিদেশি শোষণের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তিনি বাংলাদেশের জাতীয় কবি হিসেবে সমাদৃত। নজরুল ২৯ আগস্ট ১৯৭৬ সালে মৃত্যু বরণ করেন।
কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম সম্পর্কিত তথ্য
-
প্রথম প্রকাশিত গল্প: বাউণ্ডেলের আত্মকাহিনী, যা ১৯১৯ খ্রিষ্টাব্দে সওগাত পত্রিকার মে-জুন সংখ্যায় প্রকাশিত হয়।
-
গল্পগ্রন্থসমূহ:
-
ব্যথার দান
-
রিক্তের বেদন
-
শিউলিমালা
-
উৎস:

0
Updated: 3 days ago
ব্রিটিশ সরকার কর্তৃক কাজী নজরুল ইসলামের কোন প্রবন্ধগ্রন্থটি প্রথম নিষিদ্ধ হয়?
Created: 20 hours ago
A
বিষের বাঁশী
B
যুগবাণী
C
ভাঙার গান
D
প্রলয় শিখা
‘দেনাপাওনা’ (১৯২৩) হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস।
-
কাহিনির কেন্দ্রীয় চরিত্র: জীবনানন্দ।
-
উপন্যাসটি নাট্যরূপে উপস্থাপিত হয়েছে ‘ষোড়শী’ নামে।
উল্লেখযোগ্য তথ্য:
-
‘দেনাপাওনা’ নামক ছোটগল্পের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।
-
রবীন্দ্রনাথের অন্যান্য উপন্যাস: মালঞ্চ, নৌকাডুবি।
-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস: ইন্দিরা।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৭৬-১৯৩৮):
-
জন্ম: ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর, হুগলি জেলার দেবানন্দপুরে।
-
প্রথম প্রকাশিত উপন্যাস: বড়দিদি (১৯০৭), ভারতী পত্রিকায় প্রকাশিত।
-
প্রথম প্রকাশিত গল্প: ‘মন্দির’, যার জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরস্কার লাভ।
-
রাজনৈতিক উপন্যাস: ‘পথের দাবী’ (১৯২৬), যা ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।
উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
দেনাপাওনা
-
বড়দিদি
-
বিরাজবৌ
-
পণ্ডিতমশাই
-
পরিণীতা
-
চন্দ্রনাথ
-
দেবদাস
-
চরিত্রহীন
-
গৃহদাহ
-
পথের দাবী
-
শেষ প্রশ্ন
-
শেষের পরিচয়

0
Updated: 20 hours ago