The synonym of the word "Kudos" is -
A
Criticism
B
Neglect
C
Disgrace
D
Praise
উত্তরের বিবরণ
Kudos (Noun)
-
English Meaning: The public admiration that a person receives as a result of a particular achievement or position in society.
-
Bangla Meaning: (কথ্য) সম্মান ও গৌরব; অভিনন্দন, প্রশংসা করা।
Synonyms:
-
Applause – সমর্থন বা অভিনন্দনজ্ঞাপক তুমুল হর্ষধ্বনি বা করতালি।
-
Fame – খ্যাতি।
-
Credit – কৃতিত্ব।
-
Acclaim – প্রশংসা।
-
Accolade – জয়ধ্বনি।
Antonyms:
-
Dishonor – অমর্যাদা।
-
Condemnation – নিন্দা।
-
Disrespect – অসম্মান করা।
-
Blame – দোষারোপ করা।
-
Denunciation – অভিশাপ, ভীতিপ্রদর্শন।
উল্লিখিত অপশনগুলো:
-
Criticism – খুঁতসন্ধান।
-
Neglect – অযত্ন/অবহেলা/অবজ্ঞা/অনাদর করা।
-
Disgrace – সম্মানহানি; খ্যাতিনাশ।
-
Praise – প্রশংসা/গুণকীর্তন/তারিফ/সুখ্যাতি করা।
Example Sentences:
-
Being an actor has a certain amount of kudos attached to it.
-
Kudos to everyone who helped.
Source:
0
Updated: 1 month ago
What is 'Hamartia'?
Created: 1 month ago
A
The protagonist's error or flaw
B
A humorous twist in the plot
C
The purification of emotions
D
A minor character in a play
• 'Hamartia' is the protagonist's error or flaw.
• Hamartia:
- An error or flaw in the character of the protagonist of a tragedy.
- এটি একটি গ্রিক শব্দ, যার অর্থ "ত্রুটি" বা "ভুল"। এটি সাহিত্য এবং নাটকের ক্ষেত্রে ব্যবহৃত হয়, বিশেষ করে গ্রিক ট্র্যাজেডিতে, যেখানে প্রধান চরিত্রের নৈতিক বা বুদ্ধিবৃত্তিক ত্রুটি বা ভুল সিদ্ধান্তই তার পতনের কারণ হয়ে দাঁড়ায়।
- অর্থাৎ, এই literary termsটি দ্বারা , ট্র্যাজিডির protagonist এর চরিত্রের error or flaw বোঝায়।
- এটি protagonist এর চরিত্রে একটি এমন ত্রুটি বা ভুল, যা তার উঁচু সাফল্যের শীর্ষ থেকে তাকে দুঃখ-দুর্দশার নিম্নমুখী অবস্থানে নিয়ে যায়।
- এটি "tragic flaw" হিসেবেও পরিচিত।
- এটি সাধারণত স্বভাবগত বা মনস্তাত্ত্বিক ত্রুটি হতে পারে, যেমন অহংকার, অতিরিক্ত আত্মবিশ্বাস, অথবা মোহ।
- নাটকে, বিশেষ করে গ্রীক ট্র্যাজেডিতে, এটি নায়কের একটি অন্তর্নিহিত ত্রুটি বা ভুল বোঝাবুঝি বোঝায়, যা তার পতনের কারণ হয়। সাধারণত নায়কের চরিত্রগত ত্রুটি বা ভুল বিচারকে বোঝায়, যা তার পতনের দিকে নিয়ে যায়।
- যেমন, শেক্সপিয়রের Othello নাটকে ওথেলোর ঈর্ষা বা Hamlet নাটকে হ্যামলেটের অনিশ্চয়তা Hamartia এর উদাহরণ।
0
Updated: 1 month ago
Who first translated The Rubaiyat of Omar Khayyam into English?
Created: 1 month ago
A
T.S. Eliot
B
John Wycliffe
C
Makepeace Thackeray
D
Edward Fitzgerald
Edward Fitzgerald ইংরেজিতে "The Rubaiyat of Omar Khayyam" অনুবাদ করেছেন।
-
The Rubaiyat of Omar Khayyam:
-
এটি প্রখ্যাত পার্সিয়ান জ্যোতির্বিজ্ঞানী ওমার খৈয়ামের রচনার উপর ভিত্তি করে লেখা। মূলত এটি একটি অনুবাদ নয়, বরং মূল গ্রন্থকে সামনে রেখে Fitzgerald-এর মৌলিক রচনা।
-
ইংরেজি সংস্করণে এর সঙ্গে যুক্ত হয়েছে “The Astronomer-Poet of Persia”।
-
ইংরেজি সাহিত্যে এটি একটি প্রতিষ্ঠিত Lyric Poem হিসেবে স্বীকৃত।
-
ওমার খৈয়াম জীবদ্দশায় কবি হিসেবে পরিচিত ছিলেন না; বরং তাকে গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী হিসেবে চেনা হতো।
-
বিখ্যাত লাইন: “Be happy for this moment. This moment is your life.”
-
Edward Fitzgerald:
-
তিনি এই Persian masterpiece অনুবাদ করেছেন।
-
Fitzgerald শিক্ষাগ্রহণ করেছিলেন Trinity College, Cambridge-এ, যেখানে তিনি William Makepeace Thackeray-র সঙ্গে জীবনব্যাপী বন্ধুত্ব গড়ে তুলেছিলেন।
উৎস:
0
Updated: 1 month ago
Which of the following is a synonym for "perennial"?
Created: 1 month ago
A
Obsolete
B
Magnify
C
Impulsive
D
Everlasting
Perennial একটি adjective, যা বোঝায় কোনো বিষয় দীর্ঘস্থায়ী বা বারবার ঘটতে থাকা। এটি গাছপালা, পছন্দ বা কোনো অবস্থা বোঝাতে ব্যবহৃত হয় যা সময়ের সঙ্গে ধ্রুব বা পুনরাবৃত্তি হয়।
-
Perennial (adjective)
English Meaning: Lasting a long time, or happening repeatedly or all the time
Bangla Meaning: (১) বারোমেসে, (২) দীর্ঘস্থায়ী, (৩) (গাছ) দুই বছরের বেশি জীবৎকালীন -
Correct Answer: ঘ) Everlasting
-
Synonyms: Everlasting (চিরস্থায়ী), Perpetual (ধারাবাহিক), Eternal (অবিরাম), Abiding (স্থায়ী), Ageless (শাশ্বত), Timeless (নিরবধি)
-
Antonyms: Antiquated (অপ্রচলিত), Obsolete (অপ্রচলিত; সেকেলে), Ceasing (বন্ধ করা), Halting (সাময়িকভাবে বন্ধ), Temporary (অস্থায়ী)
-
Other Forms:
-
Perennially (adverb): স্থায়ীভাবে
-
-
Other Options:
-
Impulsive (আবেগপ্রবণ)
-
Magnify (বড় করা)
-
-
Example Sentences:
-
The food menu changes daily, but the 'Macadamia Nut Crusted Halibut' is a perennial favorite.
-
This variety of oregano is perennial.
-
-
Source:
0
Updated: 1 month ago