Choose the correct sentence from the options below:
A
He left the station before the train arrived.
B
He had left the station before the train had arrived.
C
He had left the station before the train arrived.
D
He had left the station before the train arrive.
উত্তরের বিবরণ
প্রশ্নটি Before যুক্ত বাক্যের গঠনের উপর ভিত্তি করে করা হয়েছে।
Before যুক্ত বাক্যের গঠন:
-
Past perfect + before + Past indefinite
-
"Before" conjunction যুক্ত বাক্যে before এর পূর্বে past perfect tense এবং before এর পরে past indefinite tense ব্যবহার করা হয়।
সঠিক বাক্য:
-
He had left the station before the train arrived।
-
এখানে before এর পূর্বে past perfect tense এবং পরে past indefinite tense ব্যবহার হওয়ায় বাক্যটি সঠিক।
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
ক) He left the station before the train arrived।
-
ভুল। কারণ এখানে before এর আগে ও পরে উভয়ই past indefinite tense ব্যবহার হয়েছে।
-
-
খ) He had left the station before the train had arrived।
-
ভুল। কারণ এখানে before এর আগে ও পরে উভয়ই past perfect tense ব্যবহার হয়েছে।
-
-
ঘ) He had left the station before the train arrive।
-
ভুল। কারণ before এর পরে present tense ব্যবহার হয়েছে।
-
0
Updated: 1 month ago
"Heard melodies are sweet, but those unheard are sweeter." — Who quote it?
Created: 1 month ago
A
P.B. Shelley
B
W. Wordsworth
C
T.S. Eliot
D
John Keats
✦ Poem: Ode on a Grecian Urn
Author: John Keats
Period: Romantic Era
Published: 1820
Structure: 5 stanzas
Summary / Significance:
-
কবিতায় একটি Grecian urn-এর উপর অঙ্কিত শিল্পকর্মের কথা বলা হয়েছে।
-
কবি শিল্প, সৌন্দর্য, এবং সত্যের সম্পর্ক খুঁজে পেয়েছেন।
-
এর মূল বক্তব্য: যদিও ভালোবাসা হারানো মানুষের নিয়তি নির্ধারিত, তবুও তারা ভালোবাসার সৌন্দর্য পূর্ণ করতে পারে।
Famous Quotes from the Poem:
-
“Heard melodies are sweet, but those unheard are sweeter.”
-
“Beauty is truth, truth beauty, —that is all
Ye know on earth, and all ye need to know.”
✦ John Keats's Famous Poems
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman's Homer
-
Lamia
-
Hyperion
-
The Eve of St
-
La Belle Dame Sans Merci
0
Updated: 1 month ago
In the sense of dead body, we may use the word-
Created: 5 days ago
A
Corps
B
Corpse
C
Crops
D
Cropse
প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে ‘Corpse’ শব্দটি মৃতদেহ বা মৃত ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়। তাই প্রশ্নের সঠিক উত্তর হলো খ) Corpse।
‘Corpse’ একটি noun, যা সাধারণত মানবদেহের ক্ষেত্রে ব্যবহৃত হয় যখন ব্যক্তি মারা গেছে। উদাহরণস্বরূপ—The police found a corpse in the abandoned house. এখানে বোঝানো হচ্ছে যে পরিত্যক্ত ঘরে একটি মৃতদেহ পাওয়া গেছে।
অন্য বিকল্পগুলো ভুল বা অপ্রাসঙ্গিক:
-
‘Corps’ শব্দটি সাধারণত সামরিক বা বিশেষ দল বোঝাতে ব্যবহৃত হয়, যেমন Marine Corps। এটি মৃতদেহের অর্থে ব্যবহার হয় না।
-
‘Crops’ হলো ফসল বা চাষাবাদের ফলন, যেমন The farmer harvested the crops.
-
‘Cropse’ বানানভুল এবং কোনো ইংরেজি শব্দ হিসেবে স্বীকৃত নয়।
সুতরাং, অর্থ, বানান এবং প্রাসঙ্গিকতা অনুযায়ী মৃতদেহ বোঝাতে সঠিক শব্দ হলো ‘Corpse’।
0
Updated: 5 days ago
Choose the best option.
He talks confidently, but when it comes to real action, he usually ________.
Created: 1 month ago
A
calls the shots
B
passes the buck
C
puts his money where his mouth is
D
chickens out
Complete Sentence: He talks confidently, but when it comes to real action, he usually chickens out।
Bangla Meaning: সে আত্মবিশ্বাসের সাথে কথা বলে, কিন্তু যখন আসল কাজের কথা আসে, তখন প্রায়ই পিছিয়ে যায়।
-
Option Analysis:
-
ক) calls the shots
-
Meaning: To make decisions or control a situation
-
Bangla Meaning: নিয়ন্ত্রণ করা বা সিদ্ধান্ত নেওয়া
-
Relevance: বাক্যের প্রেক্ষিতে মানানসই নয়, কারণ সে কাজে সাহসী নয়
-
-
খ) passes the buck
-
Meaning: To avoid responsibility and blame someone else
-
Bangla Meaning: দায় এড়িয়ে অন্যকে চাপিয়ে দেওয়া
-
Relevance: কিছুটা প্রাসঙ্গিক হতে পারে, কিন্তু মূল অর্থের সঙ্গে পুরোপুরি মিলে না
-
-
গ) puts his money where his mouth is
-
Meaning: To take action to support what one says
-
Bangla Meaning: যা বলে তার সাথে কাজ বা বিনিয়োগ করা
-
Relevance: ভুল, কারণ বাক্যে সে কাজে জড়াতে সাহস করে না
-
-
ঘ) chickens out
-
Meaning: To be too scared to do something; to back out from action
-
Bangla Meaning: ভয় পেয়ে পিছিয়ে যাওয়া বা সাহস হারানো
-
Relevance: বাক্যের অর্থের সঙ্গে পুরোপুরি মিল, কারণ সে কাজে আসল সাহস দেখায় না
-
-
-
সঠিক উত্তর: ঘ) chickens out
0
Updated: 1 month ago