Which one of the following sentences is correct?
A
He made her to finish the work.
B
He made her finished the work.
C
He made her finishing the work.
D
He made her finish the work.
উত্তরের বিবরণ
Causative Verb
-
যখন subject নিজে কোনো কাজ না করে অন্যকে কাজ করায়, তখন Causative Verb ব্যবহার করা হয়।
-
প্রচলিত Causative Verb: Have, Get, Help, Let, Make।
-
Make, Have, Get ইত্যাদির মাধ্যমে verb কে Causative Verb আকারে ব্যবহার করা হয়।
Make এর Causative Verb হিসেবে ব্যবহার:
-
Make এর পরে ব্যক্তি বা বস্তু যাই থাকুক না কেন, verb-এর Base form ব্যবহার করতে হয়।
-
কোনোকে কোনো কাজ করতে বাধ্য করা বা Have, Get-এর চেয়ে বেশি জোর দেওয়ার জন্য Make ব্যবহার করা হয়।
সঠিক উত্তর: He made her finish the work।
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
ক) He made her to finish the work।
-
ভুল। "Make" causative verb, তাই এর পরে সরাসরি verb-এর base form আসে, "to" ব্যবহার করা যায় না।
-
-
খ) He made her finished the work।
-
ভুল। "Finished" (past participle) ব্যবহার হয়েছে; "make" এর পরে base form দরকার।
-
-
গ) He made her finishing the work।
-
ভুল। "Finishing" (present participle) ব্যবহার হয়েছে; base form ব্যবহার করা উচিত।
-
Source:

0
Updated: 20 hours ago
Name the writer of "Caesar and Cleopatra".
Created: 4 days ago
A
William Shakespeare
B
George Bernard Shaw
C
Charles Dickens
D
Christopher Marlowe
Caesar and Cleopatra হলো George Bernard Shaw–এর রচিত একটি বিখ্যাত নাটক। এটি একটি 4-act play, যা তিনি ১৮৯৮ সালে লিখেছিলেন। নাটকটি প্রথম প্রকাশিত হয় ১৯০১ সালে এবং প্রথম মঞ্চস্থ হয় ১৯০৬ সালে। এটি Shaw-এর প্রথম বড় নাটক হিসেবে বিবেচিত।
Characters
-
Julius Caesar
-
Cleopatra
-
Rufio
-
Ftatateeta
-
Pothinus
-
Ptolemy
-
Britannus
-
Apollodorus
-
Mark Antony
-
Pompey
-
Achillas
-
Theodotus
সারসংক্ষেপ
-
নাটকটি রোমান সম্রাট Julius Caesar এবং মিশরের রানি Cleopatra–এর সম্পর্ক ও রাজনৈতিক কৌশলকে কেন্দ্র করে।
-
Cleopatra কে একজন কাঁচা, অভিজ্ঞতাহীন কিশোরী রানি হিসেবে দেখানো হয়েছে, যাকে Caesar ধীরে ধীরে নেতৃত্ব ও শাসনের পাঠ শেখান।
-
Caesar একজন জ্ঞানী, বিচক্ষণ এবং সহিষ্ণু নেতা হিসেবে চিত্রিত, যিনি যুদ্ধ নয় বরং ন্যায় ও সদিচ্ছার মাধ্যমে বিজয় অর্জন করতে চান।
-
মূল বিষয়বস্তু হলো ক্ষমতার ব্যবহার, নৈতিকতা, নেতৃত্বের শিক্ষা এবং রাজনীতি।
George Bernard Shaw (G. B. Shaw)
-
তিনি একজন বিখ্যাত আইরিশ নাট্যকার এবং সমালোচক।
-
১৯২৫ সালে ইংরেজি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
-
তাকে বলা হয় The greatest modern English dramatist এবং The father of modern English Drama।
Famous Plays
-
Man and Superman
-
Arms and the Man
-
Candida
-
Caesar and Cleopatra
-
Mrs. Warren's Profession
-
The Apple Cart
-
Doctor's Dilemma
-
Man of Destiny
-
Pygmalion
-
Major Barbara
Note: William Shakespeare–এর একটি নাটক Antony and Cleopatra নামে রয়েছে।

0
Updated: 4 days ago
Translate the proverb into Bangla: "Good wine needs no bush."
Created: 2 weeks ago
A
নুন আনতে পান্তা ফুরায়।
B
চোর পালালে বুদ্ধি বাড়ে।
C
অতি লোভে তাতি নষ্ট।
D
চেনা বামুনের পৈতার দরকার হয় না।
The correct answer is ঘ) চেনা বামুনের পৈতার দরকার হয় না।
Explanation:
-
The proverb "Good wine needs no bush" means that something of good quality does not need advertising or recommendation.
-
Its Bangla equivalent is চেনা বামুনের পৈতার দরকার হয় না।
-
In proverbs, wording is fixed; synonyms or changes in words are not allowed.
Other options and their meanings:
-
After meat comes mustard → নুন আনতে পান্তা ফুরায়
-
After death comes the doctor → চোর পালালে বুদ্ধি বাড়ে
-
Grasp all, lose all → অতি লোভে তাতি নষ্ট
Source: Live MCQ Lecture.

0
Updated: 2 weeks ago
Choose the incorrect option.
Created: 6 days ago
A
Affidavit
B
Decieve
C
Believe
D
Nuisance
সঠিক উত্তর: b) Deceive
Deceive
-
সঠিক বানান: Deceive
-
ইংরেজিতে অর্থ: To persuade someone that something false is the truth, or to keep the truth hidden from someone for your own advantage.
-
বাংলায় অর্থ: যা নয়, তাই বলে বিশ্বাস জন্মানো; প্রতারিত করা; ধোঁকা দেওয়া; ঠকানো; বিভ্রান্ত করা।
Other options:
-
Affidavit: (আইন সংক্রান্ত) শপথপূর্বক লিখিত বিবৃতি; হলফনামা; শপথপত্র।
-
Believe: বিশ্বাস করা; আস্থা রাখা।
-
Nuisance: উৎপাত; বিড়ম্বনা।

0
Updated: 6 days ago