The antonym of the word "Obscure" is –
A
Lucid
B
Cryptic
C
Esoteric
D
Pacification
উত্তরের বিবরণ
Obscure (Adjective, Verb & Noun)
-
English Meaning: Not well known or difficult to understand; not clear or easy to see.
-
Bangla Meaning: অন্ধকারময়; গুপ্ত; অস্পষ্ট।
Synonyms:
-
Cryptic – গুপ্ত; দুর্বোধ্য।
-
Recondite – সৃষ্টি ছাড়া; দুর্বোধ্য; নিগূঢ়।
-
Esoteric – কেবল দীক্ষিত ব্যক্তিরা বুঝতে পারে এমন দুর্বোধ্য।
Antonyms:
-
Clear – স্বচ্ছ; স্পষ্ট।
-
Lucid – স্বচ্ছ; সহজবোধ্য।
-
Obvious – স্পষ্টত প্রতীয়মান; পরিষ্কার; সোজা।
উল্লিখিত অপশনগুলো:
-
Lucid – স্বচ্ছ; সহজবোধ্য।
-
Cryptic – গুপ্ত; দুর্বোধ্য।
-
Esoteric – কেবল দীক্ষিত ব্যক্তিরা বুঝতে পারে এমন দুর্বোধ্য।
-
Pacification – শান্তকরণ বা শান্ত হওয়া; শান্তি প্রতিষ্ঠা।
Example Sentences:
-
Clouds obscured the mountain peak.
-
The instructions were obscure and confused everyone.
Source:

0
Updated: 20 hours ago
The 'climax' of a plot is what happens-
Created: 4 weeks ago
A
in the beginning
B
at the end
C
at the height
D
in the confrontation
The 'climax' of a plot is what happens at height.
• Climax
- Climax is the highest point of tension in a narrative’s plot.
- It’s the most exciting moment.
- The rising action leads up to the climax, and then ( after the climax) follows the falling action.
- অর্থাৎ, এটি হচ্ছে কোন নাটকের বা গল্পের সর্বোচ্চ অবস্থা বা turning point যেখানে ঘটনার বৃদ্ধি শেষ হয় আর ঘটনার পতন শুরু হয়।
- সুতরাং, Climax happens at the height of a plot.
• For example:
- Antigone’s death is the climax of Oedipus.
- 'He smiles, he laughs and he roars.' The climax is at the end of the sentence.
Source: An ABC of English Literature by Dr. M Mofizar Rahman.

0
Updated: 4 weeks ago
The word 'equivocation' refers to -
Created: 2 days ago
A
stating like an author
B
two contradictory things in the same statement
C
free expression of opinions
D
a true statement
Equivocation (Noun) শব্দটি এমন একধরনের ভাষা ব্যবহারকে বোঝায় যেখানে অস্পষ্টতা বা দ্ব্যর্থকতা থাকে। এর মাধ্যমে সত্যকে আড়াল করা বা সরাসরি কোনো বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া থেকে বিরত থাকা যায়। একইসাথে এতে একে অপরের বিপরীত দুটি ধারণা একই বক্তব্যে প্রকাশ পেতে পারে। বাংলায় একে বলা হয় কথার দুটি অর্থ হয় এমন ভাব বা বাকচাতুরী।
-
Meaning:
-
The use of ambiguous language to conceal the truth or to avoid committing oneself
-
Prevarication
-
Two contradictory things in the same statement
-
-
বাংলা অর্থ: কথার দুটি অর্থ হয় এমন ভাব; বাকচাতুরী
-
Related expressions:
-
stating like an author = একজন লেখকের মত বর্ণনা করা
-
free expression of opinions = স্বাধীনভাবে মতামত ব্যক্তকরণ
-
a true statement = একটি সত্য বিবৃতি
-

0
Updated: 2 days ago
To 'raise one's brows' indicate-
Created: 1 month ago
A
annoyance
B
disapproval
C
indifference
D
surprise
To 'raise one's brows' indicate - surprise.
• Raise your eyebrows
English Meaning: to show surprise by moving your eyebrows upwards.
Bangla Meaning: বিস্মিত হওয়া / চোখ কপালে উঠা।
Ex. Sentence: He raised his eyebrows at my explanation.
Bangla Meaning: আমার ব্যাখ্যা শুনে সে বিস্মিত হলো।
ঘ) surprise (noun) [countable noun, uncountable noun]
- চমক; বিস্ময়; আশ্চর্য; চমৎকৃত; চমৎক্রিয়।
• অপশনে উল্লিখিত অন্য শব্দগুলোর অর্থ -
ক) annoyance (noun) [Uncountable noun] [Countable noun]
- বিরক্তি; অসন্তোষ: বিরক্তিকর বস্তু বা বিষয়
খ) disapproval (noun)
- অননুমোদন।
গ) indifference (noun) [uncountable noun]
- ঔদাসীন্য; উদাসীনতা; অনীহা; নিঃস্পৃহতা; বিতৃষ্ণা; বৈরাগ্য।
Source: Live MCQ Lecture.

0
Updated: 1 month ago